নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

হীরক ভালবাসা ।

০২ রা মার্চ, ২০১৮ সকাল ৭:৫৯

হীরক ভালবাসা ।

অঞ্জলি লহ মোর নিস্কলুষ আরাধনার অবয়ব
সৃস্টিশীলতার সম্ভাবনার নিরলস চর্চার আবাসে
কামনা অবদমনে বন্দী, উজ্জল বংশায়নের দিশায়
কঠিন কোমল দৃঢ় সংযমে প্রতিষ্ঠিত ইন্দ্রিয়, আত্ত্বা, রিপু,
কাম লীলার দেশে কৃষ্ণের মেকি অবয়বে ঢেকে
সুদূরের মৃগয়ায় সীতার শ্বাপ শ্বাপান্ত।

হৃদয়ের স্বচ্ছ সরোবরের কালো মুক্তা
ভালবাসার নির্যাসে জড়িয়ে খুঁজে বেড়ায় সোনালী ঝিনুক,
তিল তিল করে খচিত নীলাভ কোহিনুর ভালবাসা
দিন রাত্রির রবি তারা চাঁদে সঞ্চিত বিন্দু বিন্দু করে,
হায়! কামিনী যৌবনের লাভায় এঁকে দ্যায় প্রবঞ্চনার ছায়া,
শত সহস্র যোজন দুরের বানিজ্যের বেসাতিতে প্রেমাঙ্গের মনের আগুন
পরমাঙ্কের তাপমাত্রায় ছুড়ে ফেলে শেষ খাদ টুকু
দ্বিধান্নিত রাগিনীর গলায় প্রতিস্থাপনের সংযম সাধনায়।

হায়! কামিনী নারীর অধৈর্য্য অন্কশায়ন
পদ্ব পাতায় অম্ল শুক্র কীটে কলুষিত প্রেমের পবিত্র দীঘি,
নিমিষে পারিজাত বাগানের সব ফুল ঝরে গিয়ে
ফানুসীয় গুল্ম পরজীবী পাতাবাহারে আবৃত মশহুর উদ্যান,
ধীরে ধীরে অপচ্ছায়ায় ছেয়ে যায় চাঁদ তারা রবি,
রিপুর রাহুগ্রাসে তৃতীয় খলনায়কের আঁচড়ে নীল মুক্তো ভালবাসা
তিরোহিত হীরক দ্যুতি অঙ্গারের দৃঢ় গ্রন্থি: ভালবাসার বাতিঘর।

সুদূরের ক্রীট দ্বীপে জলপাই পাতার মুকুট গাঁথা ভার্য্যা
পূর্ণ বিকশিত যৌবনের বাঁধ ফুটো করে
বাতাসে ছড়িয়ে দেয় অশুদ্ধ শৃঙ্গার ধ্বনি গোঙানি শিত্কার
মুলুকের বানিজ্যে কুমার বনিকের হৃদয় অলিন্দ, বিষবাস্প
ঠিকই চিনে নেয়, দীপশিখার সলতেতে টান পরে প্রেমের অগ্নিশিখা,
বাতিঘরের সিড়িঘরে মরচে ধরে প্রেমিকের সৌরভ আরোহন,
বন্দরে ক্রমশ:অপসৃয়মান বেসাতির লক্ষী পুরিপূর্ণ বজরা।

কামনার বিষক্রিয়ায় চঞ্চলা হরিনীর জংলীয় সতিচ্ছেদে
হিরনের সফেন ভালবাসা, ভাটায় মিলিয়ে যায় গর্হিত পাপাচারে,
ঢেউয়ের চূড়ায় এক রত্তি হীরক দ্যুতির শিখায় ব্রমান্ড আলোকিত করে
মুলুকের বাতিঘরের কুমারের প্রেমের হীরকে মোড়া হৃদয় ফসিল।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: আমি কবিতা বুঝি না।
যে কবিতা পড়ে আরাম পাই সেটাই আমার কাছে ভালো কবিতা।
আপনার এই কবিতা পড়ে আমি আরাম পাইনি।

২| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ৯:১৩

সামাইশি বলেছেন: সবাই যে সব কিছু বুজবে আশা করা বাতুলতা। এহেন প্রেক্ষিতে আপনাকে আমি একজন অতি সাধারণ পাঠকই মনে করি। যদিও আমার পূর্বের এক কবিতায় আপনি বলেছিলেন "ভালো হয়েছে আরো ভালো করতে হবে" .এই কবিতাটিতে মন্তব্যকারীর অন্ত:সারশূন্যতাই ফুটে উঠেছে আমার নিকট। হৃদয়ঙ্গমের চেষ্টা চলতে থাকুক।শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.