নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

বধুয়া আমার ।

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৪


বধুয়া আমার ।

বধুয়ারে ওরে বধুয়া
তুই আমারে পাগল বানাইলিরে
বিরহ জ্বালায় অন্তর জ্বালাইলিরে
বধুয়া আরতো সইতে পারিনারে।

অচিন দেশের অচিন আকাশ হেথায় অচিন বৃষ্টি ঝরে
টিনের চালে কামুক ধ্বনি, কান্দে যেমন করে,
ফাঁকা ঘরের কষ্টে, আমার অঙ্গ পোড়ে
রে বধুয়া তোরে মনে পরে।

ধনের নেশায় পরবাসী হইলাম যে আমি
চোখের জলে বুক ভাসাইয়া
কইলা, "যাইওনা ওগো মোর স্বামী".
এখন আমি কতই বুঝি
বিচ্ছেদের যত জ্বালা
বৃষ্টিস্নাত রংধনুতে মন বড় উতলা।

নটির দেশের সবাই এরা আদিম খেলা খেলে
যারে তারেই রিপুয় ঘষে সুযোগ পেলে,
আমি তোরে মনে পুষি, বাড়ে আরো আগুন
কসম তোর দিচ্ছি পাড়ি কৌমার্যেরই ফাগুন।

আর কি তোরে লিখব আমি!
কষ্টের যত কথা
মনের ভাষায় বুঝে নিও না বলা ব্যথা।
যেমন আমি করছি দিব্যি
তুই কিরে ও কি তাই?

প্রেমের আগুন মনেই পুড়িস, ছড়াসনা বনে জনে
শুদ্ধ শীতল জলে নিভিয়ে তা সন থেকে সনে,
সবুরেতে তাপে চাপে মোদের কামাগ্নেয় টইটম্বুর
সময়েতে অগ্ন্যুত্পাতে মোরা চির মিথুনে ভরপুর।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: ্খুব সুন্দর।

২| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ৭:০৮

সামাইশি বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.