নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

"কুন্ ফাইয়া কুন্"

২১ শে মার্চ, ২০১৮ সকাল ৭:২১


"কুন্ ফাইয়া কুন্"

তোমরা ওদের শান্তিতে ঘুমাতে দাও
মাটির শয্যায় ফিরে পেতে সত্ত্বায়,
মিশে যাক ধুলোয় বিনির্মাণ পুন্: তার
অপেক্ষায় মা জননী গর্ভে ধারণ যার।

বড় প্রয়োজন ছিল স্রষ্টার স্মরণে মহিমা
আহারে বালিকার প্রয়াস অর্জন জ্ঞান গরিমা,
কেন বেছে বেছে আমার মা'র যবনিকা
দৃষ্টান্তে সঙ্গে আরো সব প্রাণ কণিকা।

কি জানি অপঘাত বিনা কি তার অস্তিত্ব
বিলীন কভু হোত নাকি নয় চিরন্তন সত্য,
মনকে মানানো বড়ই কঠিন সবই জানো
নরম কঠিনে অনুকূল প্রতিকূল কি হানো।

অনুকূলে যদি মাযারে বাঁধিলো জননী সুদৃঢ়
কঠিনেরে কি করে করিবে রক্তে মাংসে জড়ো,
আহারে "কুন্ ফাইয়া কুন্" যদি দেখাতে মর্ত্যে
অন্তত:জননীর পরকাল চেপে ইহতে যেত বর্ত্যে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৩০

কবীর হুমায়ূন বলেছেন: কঠিন কবিতা!

শুভকামনা কবি।


২১ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৭

সামাইশি বলেছেন: তেমন কিছু নয়। বিমান দুর্ঘটনা নিয়ে লেখা। আপনাকে আন্তরিক ধন্যবাদ।

২| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১১

সূচরিতা সেন বলেছেন: ভালো লাগা কবিতা।

২১ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৮

সামাইশি বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৩| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: অনুবাদ কবিতা নাকি?

২১ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩০

সামাইশি বলেছেন: এমন কেন মনে হলো! অনুবাদ নয়। নির্ভেজাল মৌলিক লেখা। শুভ কামনা অনুধাবনের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.