নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

বাঙালির হাসি\'র ছড়া।

২১ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৮


বাঙালির হাসি'র ছড়া।

বেগুন তলায় হাট বসেছে
শ'য়েক কদম দুরে,
খোকা বেজায় খুশি তাতে
যাবে হাতির পিঠে চড়ে।

হাটের পথে যেতে যেতে
বিশাল এক বন
এপার ওপার যায়না দেখা
ঘন ছায়ায় ঢাকা সেথা
আকাশ ছোয়া উঁচু গাছের ছন।

হাতি নিয়ে মাহুত খোকা
যখন বনের মাঝে,
হালুম স্বরে তেড়ে এলো
মস্ত বাঘ দিনের সাঝে।

ভয়ের তোড়ে হাতি গিয়ে
পিপড়ার গর্তে ঢোকে,
খোকা একা বুক চেতিয়ে
ম্যা ম্যা (মামা) করে কেঁকিয়ে।

সেই ভয়েতে বাঘ দৌড়ে
লাফিয়ে ওঠে কচু গাছে,
তাইনা দেখে হাটযাত্রী সব
সবে করে খোকার কলরব।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: ছড়াটা ভাল হয়েছে।বাচ্চাকাচ্চা মজা পাবে।
শুভেচ্ছা রইল।

২২ শে মার্চ, ২০১৮ সকাল ৮:১৫

সামাইশি বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।

২| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বেগুন তলায় হাট?
হাতি ঢুকেছে পিঁপড়ার গর্তে?
বাঘ উঠেছে কচু গাছে??
:):):)

২২ শে মার্চ, ২০১৮ সকাল ৮:১৭

সামাইশি বলেছেন: কেন মজা লাগেনি! আপনাকে ধন্যবাদ।

৩| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৩

নূর-ই-হাফসা বলেছেন: দারুন সুন্দর ।
বেশ ভালো লাগলো

২২ শে মার্চ, ২০১৮ সকাল ৮:১৮

সামাইশি বলেছেন: আপনাকে অন্তরের অন্ত:স্থল থেকে ধন্যবাদ।

৪| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:১১

নীল মনি বলেছেন: যখন ছড়া পড়ি তখন একদম বাবু হয়ে যাই।খুব সুন্দর

২২ শে মার্চ, ২০১৮ সকাল ৮:১৯

সামাইশি বলেছেন: কি মজা, আপনাকে অন্তরের অন্ত:স্থল থেকে ধন্যবাদ।

৫| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:২২

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২২ শে মার্চ, ২০১৮ সকাল ৮:২০

সামাইশি বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৬| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৮

আখেনাটেন বলেছেন: হা হা হা। বাচ্চারা লুফে নিবে এ ছড়া।

২২ শে মার্চ, ২০১৮ সকাল ৮:২০

সামাইশি বলেছেন: কি মজা, আপনাকে অন্তরের অন্ত:স্থল থেকে ধন্যবাদ।

৭| ২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৫

শামচুল হক বলেছেন: দারুণ

০৩ রা এপ্রিল, ২০১৮ ভোর ৫:৫৮

সামাইশি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.