নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

লাল সবুজ বীজ।

০২ রা আগস্ট, ২০১৮ রাত ১০:৪২



লাল সবুজ বীজ।

কায়ার বুকে ব্যাথা অন্তরে ব্যাথা
দীর্ঘ রোগ শয্যায় পীড়িত মাতা,
একেক করে ছয় মাস যাবত
রুদ্ধ আমার লেখনী তাবত।

কি জানি কি অন্তরের ভাব
মোর কলমের স্থিতি: জড়তার স্বভাব,
বহুবার বহু ক্ষনে অপ:চেষ্টা
মনের গভীরে জমে পুন্:পৌনিক তেষ্টা।

কুল কিনারা নাই, ব্যাখ্যা না পাই
মনের অবয়বে আমি কি চাই,
ব্যাখ্যাতীত মোর অন্তরে নাড়ীর টান
গর্ভধারিণীর তরে করে আনচান।

চকিতে কলমে খুঁচিয়ে দিলো আকর
নব্য মুঘলের দাঁতের ফোকর,
জননী জন্মভূমি সামঞ্জস্যে একাকার
কলমে কয় দ্যাখো লেখনীর বাহার।

টগবগ করিয়া ফুটিতেছে ভাব কত
মিমের মায়ের তরে অনাচার যত,
যে রুখিবে, সে প্রতিভাত অসুর
জিঘাংসার হাসিতে আকর্ণ সুরাসুর।

ভাবিও না তাই পাইবে পার
বারে বারে হত্যা লীলায় তোমার ছাড়,
বিচারপতি তোমার বিচার করবে কারা!
বাংলা মায়ের লাল সবুজ বীজ যারা।

এরা মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামের বীজ পত্র
বাংলায় সুকান্ত নজরুল রবীন্দ্রনাথের উত্তরসূরি যত্র,
তখতে সমাসীন রাজন্য বর্গ হও সাবধান
নিকট ভবিষ্যতে ক্ষোভের লাভা মসনদে ধাবমান।
লাল সবুজ বীজ।

কায়ার বুকে ব্যাথা অন্তরে ব্যাথা
দীর্ঘ রোগ শয্যায় পীড়িত মাতা,
একেক করে ছয় মাস যাবত
রুদ্ধ আমার লেখনী তাবত।

কি জানি কি অন্তরের ভাব
মোর কলমের স্থিতি: জড়তার স্বভাব,
বহুবার বহু ক্ষনে অপ:চেষ্টা
মনের গভীরে জমে পুন্:পৌনিক তেষ্টা।

কুল কিনারা নাই, ব্যাখ্যা না পাই
মনের অবয়বে আমি কি চাই,
ব্যাখ্যাতীত মোর অন্তরে নাড়ীর টান
গর্ভধারিণীর তরে করে আনচান।

চকিতে কলমে খুঁচিয়ে দিলো আকর
নব্য মুঘলের দাঁতের ফোকর,
জননী জন্মভূমি সামঞ্জস্যে একাকার
কলমে কয় দ্যাখো লেখনীর বাহার।

টগবগ করিয়া ফুটিতেছে ভাব কত
মিমের মায়ের তরে অনাচার যত,
যে রুখিবে, সে প্রতিভাত অসুর
জিঘাংসার হাসিতে আকর্ণ সুরাসুর।

ভাবিও না তাই পাইবে পার
বারে বারে হত্যা লীলায় তোমার ছাড়,
বিচারপতি তোমার বিচার করবে কারা!
বাংলা মায়ের লাল সবুজ বীজ যারা।

এরা মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামের বীজ পত্র
বাংলায় সুকান্ত নজরুল রবীন্দ্রনাথের উত্তরসূরি যত্র,
তখতে সমাসীন রাজন্য বর্গ হও সাবধান
নিকট ভবিষ্যতে ক্ষোভের লাভা মসনদে ধাবমান।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৮:০০

সামাইশি বলেছেন: Thank You.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.