নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

কলির সন্ধ্যে।

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৭:২৭



কলির সন্ধ্যে।

সমকালের বদ্বীপের নিভু আলোর সন্ধ্যে বেলায়
শয়তান সম কেষ্ট রোশনাইর বাজনা বাজায়।
উলুবনে মুহুর্মূহ ঘাগড়ার বীজ উড়ে বেড়ায়
অনুজীব সকলের গদগদ স্তুতি, সংক্রমণ তাড়নায়।

সবুজ বৃক্ষরাজি ভেবে মুলুকের তাবৎ উদ্ভিদ কুল
প্রস্বেদনের বিরাগ মোচনে জল শোষণে ব্যাকুল।
ধরণী ফেটে চৌচির, খরার পদধ্বনি চিন্তায় আকুল
কামিল মাতুব্বরের তহবিল সুদাসলে চক্রবৃদ্ধি অতুল।

রাঙ্গা প্রভাতে দ্বিপদের দল ভক্তিতে জ্বর জ্বর,
আদিগন্ত চারিদিক লালসালুর জমিন বড়সড়।
সে জগতে হায় আর কোনখানে সৌরের রব!
দিনে দিনে বাড়ে, কড়ে আঙ্গুলে অজ্ঞানতার শব।

লুম্বিনি, নালন্দা, অজন্তা নিদেন পক্ষে মহেন্জাদেরো,
বেদাতির পালে ম্রিয়মান ওয়ারী বটেশ্বর আরো।
ধুয়ে দাও প্রভু, তস্করের সে দেশ আলো মরো মরো,
অতলের জ্ঞান চক্ষুর মহাসেনে ছাপিয়ে জোর সোর।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৬

স্রাঞ্জি সে বলেছেন:
কিসের যেন গন্ধ পাচ্ছি কবিতায়। আচ্ছা চারিদিক কেন ভণ্ডদের জয়জয়কার।

এদের শেষ হোক এই নান্দনিক ভূবন থেকে।

কবিতায়+++

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৮

সামাইশি বলেছেন: আপনার অনুভূতি লেখাটির সারমর্মের খুব নিকটে। আপনার যা চাওয়া আমার ও তাই চাওয়া। নিরন্তর শুভ কামনা।

২| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৬

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১:০০

সামাইশি বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:০০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১:০০

সামাইশি বলেছেন: আন্তরিক ধন্যবাদ।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৯

সৈয়দ ইসলাম বলেছেন:
ভালবাসা মিশ্রিত প্লাস♥♥

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১:০১

সামাইশি বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.