নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

তাহাদের নাম মানুষ:বসবাস বাংলাদেশ।

১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:২১




তাহাদের নাম মানুষ:বসবাস বাংলাদেশ।

মানুষ্য জীব সৃষ্টির সেরা জীব, কেননা
মানুষের আছে মানবিক গুণাবলী,
মানবিক গুণাবলীর তো ব্যাখ্যার প্রয়োজন নেই
এই কবিতায় যে সকল নেতিবাচক বর্ণনা
ত্তার উল্টো সবগুলোই মানবীয় সু অর্থে।

কোনটি রেখে কোনটি বর্ণনা করবো
বাংলাদেশ নামক ভূখণ্ডের মানুষের "গুন্"
লোম বাছতে কম্বল উজাড় হওয়ার জোগাড়।

আড়াই দশক আগে বিদেশ বিভুঁইয়ে
বসবাস করার সময় থেকে অপার বিস্ময়ে উপলব্ধি হোল
মানুষের সংজ্ঞা ও তাহাদের গুণাবলী,
যাহা পবিত্র কোরানেও বিবৃত আছে।

জাপানে আমরা বন্ধুরা বলাবলি করতাম
যদি জাপানিজরা নামাজ পড়তো আর মদ না খেতো
তবে তারা হতো পৃথিবীর সবচেয়ে উত্তম মুসলমান
প্রকারান্তরে মানুষ নামের উজ্জ্বল প্রতিভূ।

"মাপে এবং ওজনে কম দেওয়া সিদ্ধ
খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো সিদ্ধ
উত্সবে মূল্য বাড়ানো সিদ্ধ
দেদারছে ঘুষ খাওয়া সিদ্ধ
শিশু অধিকার প্রবক্তার শিশু নির্যাতন সিদ্ধ" .

"চোরের মার্ বড় গলা সিদ্ধ
ঘুষ দুর্নীতির টাকায় মসজিদ মাদ্রাসা হজ সিদ্ধ
বিনা বিচারে হত্যা সিদ্ধ
টাকায় খুন মাফ সিদ্ধ
আইনের প্রয়োগ না হওয়া পরম সিদ্ধ"

আরো সিদ্ধ জনগণ রাজন্যের মেরুদন্ডহীনতা কারণ
কেও আর বলে নাকো "কার টাকায় সব সাব,
ওদের সন্মান করে কথা বল"
মানুষরূপী রাজনীতিক বেশ্যার বাজারীকরণ।

পিতার বৃদ্ধ পেয়াদার হন্তারকের পদ্বাবতয় মোচন
মুলুকের তাবত অর্ধেক "মানুষ্য কুল" মানেনা পিতা
কভু কি নিভিবে সে আগুনের চিতা
কোন সে মুলুক সোনার বাংলা ভরে গেছে জংলী ঝংলা।

সব কিছু দেখে শুনে আমার নেইকো হুশ
তাহাদের নাম মানুষ
দৃষ্টিতে শোভায় আর কি করবো আশ
বাংলাদেশে তাহাদের বসবাস।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১২

রাজীব নুর বলেছেন: সব কিছু নষ্টদের অধিকারে চলে গেছে। আফসোস।

১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৮

সামাইশি বলেছেন: একদিন সুদিন আসবেই, তবে দ্রুতই আসুক তাই সবার কামনা। ভালো থাকবেন।

২| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: কি আর করার আছে। আফসোস!!!

১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪২

সামাইশি বলেছেন: আমরা যদি যার যার অবকাশ থেকে ইতিবাচক অবদান রাখি, তবে আর আফসোস করতে হবেনা। জানিনা আপানি আমার যুক্তি নেবেন কিনা! শুভ কামনা।

৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: তাহারাও মানুষ। তাহাদের আছে সার্টিফিকেট।

১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৩

সামাইশি বলেছেন: পরকালে পাবে জান্নাতের রাস্টিকেট। ভালো থাকবেন।

৪| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৬

সনেট কবি বলেছেন: বেশ

১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৪

সামাইশি বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.