নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

গান। গীতিকার:মোকাই।

২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৭



গান।
গীতিকার:মোকাই।

কি আছে যে কপালে
সেই সে পরকালে,
কি করিলাম ইহকালে
শীত বসন্ত গরমের কালে।

খোদা তুমি কি নিঠুর পাষান!
মোর জীবনের মাঠ বিরান,
দেহের ভিতর যদি দিলা মন
কেন দিলানা মোর ইচ্ছা মতন।

বড়ই কষ্ট তারে চিনন
দেহ মনের কেন যে বিকর্ষণ,
মন শোনেনা মোর কথন
তার খুশি ইচ্ছামত চলন।

কার যে বাস অচেনা মনে
নেই আকর্ষণ তার দেহ সনে,
কে দেয় তারে সকল মন্ত্রণা
পোহাই আমি অসীম যন্ত্রনা।

মন যদি শুনতো দেহের কথন
দেহ করতো কতই যতন,
দেহ মনের হইতো মিলন
কত সাধনায় দুইয়ে পালন।

তাইতো আমি আশায় আছি
মোর কপালেরে ভালবাসি,
সেদিন কবে আসিবে
চিরনিদ্রায় মোর মুখ হাসিবে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৫

রাজীব নুর বলেছেন: কথা গুলো খুব সুন্দর।

২৪ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:০৪

সামাইশি বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।

২| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৫

রাজীব নুর বলেছেন: কথা গুলো খুব সুন্দর।

২৪ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:০৫

সামাইশি বলেছেন: আবারো আন্তরিক ধন্যবাদ।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৯

সাগর শরীফ বলেছেন: বেশ ভাল।

২৪ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:০৫

সামাইশি বলেছেন: আন্তরিক ধন্যবাদ।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২১

বিজন রয় বলেছেন: আপনার গান শুনতে চাই।
কিভাবে সম্ভব?

২৪ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:১০

সামাইশি বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা। আপনার প্রশ্নের দুটো উত্তর। এক ধরে নিলাম আমাকে বলেছেন, ভাই আমি গাইতে পারিনা। দ্বিতীয় কাওকে দিয়ে গাওয়ানো যেতে পারে। আমি তো দেশে থাকিনা। তাই ওটিও আমার দ্বারা সুদূর পরাহত। আপনি যখন কামনা করেছেন তখন বিধাতা চাইলে সেটা অবশ্যই একদিন না একদিন বাস্তবে রূপ নিবে।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪০

বিজন রয় বলেছেন: অপেক্ষায় থাকলাম।
দেশে আসলে জানান দিবেন আশা করি।

নতুন সৃষ্টি করুন সবসময়।
শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.