নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জোছনায় ভুবনের ছবি

উড়ুউড়ু

আমি কখনই লটারী করি না কিন্তু মনে প্রানে বিশ্বাস করি যে আমার জীবনটাই একটা বড় লটারী।

উড়ুউড়ু › বিস্তারিত পোস্টঃ

চাপা কষ্ট

২৪ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

আমার কথা হয়েছিল,
ইটের নিচে চাপা পড়া-
ফ্যাকাসে দূর্বাঘাসের সাথে।
বাতাসের জন্য হাহাকার,
আলোর জন্য হাহাকার,
সবুজ হবার প্রাণান্ত আকুতি।

ঝড়ের তীব্রতায় ছিটকে পড়া
পাখীর বাসা দেখেছি আমি!
যে বাসায় অল্প বয়সী ছানারা
আর্তনাদ করে।
পাখা গজায় নি, উড়তে না
পারার আর্তনাদ। নীড় হারানো
অসহায় মায়ের দিগ্বিদিক চাহনী।

আর এমন অসংখ্য চেনা দৃশ্য
চোখ দিয়ে- হৃদয় ছুঁয়ে অনুভব করি
হাহাকারেরা-অর্তনাদেরা লাগামহীন।
তবুও সূর্য ওঠে, সবুজে ছেয়ে যায় প্রান্তর
তবুও ফুল ফোটে, পাখি গড়ে নতুন নীড়....
প্রকৃতি থেমে থাকে না,
নাই থামে জীবন।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

নাবিক সিনবাদ বলেছেন: হৃদয় ছুঁয়ে যাওয়া কবিতা, অনেক ভালো লাগলো।।

৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৭

উড়ুউড়ু বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য। অনেকদিন পর ব্লগে লিখলাম।

২| ২৪ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

তপোবণ বলেছেন: দারুণ কবিতা! কবিতার বুনন খুব সুন্দর, মন ছুঁয়ে যায়।

৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৭

উড়ুউড়ু বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য। অনেকদিন পর ব্লগে লিখলাম।

৩| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৫

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা।

৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৭

উড়ুউড়ু বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য। অনেকদিন পর ব্লগে লিখলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.