নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে, ভালোবাসি। জানি, লেখালেখির কিছুই জানিনা, ‍কিছুই হয়না। তবুও লিখি।

উজ্জ্বল হোসেন সায়েম

উজ্জ্বল হোসেন সায়েম › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা একটি বৃক্ষ, যত্নে বাড়ে, অযত্নে মরে

২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৮

একটা মানুষের চাওয়ার সাথে যখন পাওয়ার সমন্বয় না ঘটে এবং এই সমন্বয়টা বারংবার চাওয়া সত্যেও যখন না ঘটে তখন মানুষটা এক সময় চাওয়ার শক্তি হারিয়ে ফেলে। ও পাশের মানুষটা হয়তো ভাবে, চাইতে আসবেই তো। কিন্তু তারা ভুলে যায়, মানুষ রক্ত মাংসে গড়া, রোবট নয়।

একটা মানুষের আবেগ/ভালোবাসা কখনো চিরস্থায়ী নয়। কিন্তু এই ক্ষণস্থায়ী আবেগকে আমরা চাইলেই চিরস্থায়ী করে রাখতে পারি। যত্নের মাধ্যমে, ঠিক যেমন চারাগাছটার পানি লাগে তেমনি। চারাগাছটা যখন বড় হয় তখন পানি না দিলেও চলে। সে ঠিকই নিজের এবং পাশের মানুষের খেয়াল রাখতে পারে। কিন্তু ওই একটা সময় পর্যন্ত পানি দিয়ে তাকে বড় করে তুলতে হয়, টিকিয়ে রাখতে হয়।
তেমনি ভালোবাসাও যত্ন করার বিষয়। অযত্নে ভালোবাসা বাড়ে না, কমে। অতি অযত্নে মারা যায়।
এখন হয়তো প্রশ্ন তুলতে পারেন, যে ভালোবাসা মারা যায় সেটা ভালোবাসাই না। তাহলে বলবো, আপনার মতো মানসিকতার কারণেই অপর পাশের মানুষটি ডেপ্রেশনে ভুগতে ভুগতে আত্মহত্যার পথ বেছে নেয়। আপনি চাইলেই তার ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে পারতেন, তাকে বাঁচিয়ে রাখতে পারতেন। আপনি তো তা চাননি। কারণ আপনি হন্তারক। আপনি হত্যা করতে পছন্দ করেন, আপনি হত্যা করেন। তিলে তিলে হত্যা করে আপনি পৈশাচিক আনন্দ পান।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৫

কামরুননাহার কলি বলেছেন:
ঠিকই বলেছেন “ভালোবাসা একটি বৃক্ষ, যত্নে বাড়ে অযত্নে মরে”
ঠিক তেমনি ভালোবাসা যত্নে মরে যায় একদিন।
দেখবেন একদিন ঠিক যত্নে যত্নে ভালোবাসা পালিয়ে মরবে।
তাই ভালোবাসা এমনি হয়।

২| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: ভালোবাসার যত্ন নিতে সময় পাই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.