নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে, ভালোবাসি। জানি, লেখালেখির কিছুই জানিনা, ‍কিছুই হয়না। তবুও লিখি।

উজ্জ্বল হোসেন সায়েম

উজ্জ্বল হোসেন সায়েম › বিস্তারিত পোস্টঃ

নিকোটিন যোদ্ধা

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪২

গিটার হাতে সুর ছড়াবার স্বপ্ন দেখা সেই ছেলেটি আজ
নিকোটিন হাতে ল্যাম্পপোস্টের নিচে যুদ্ধ করে অবিরত
ধোয়ায় ধোয়ায় ছন্দহীন ছন্দের অন্তমিল আর
হৃদপিন্ডের গড়গড় শব্দে কি এক সুর জন্ম নেয়
সে সুর ল্যাম্পপোস্টের আলোর পরিধি ছোয় বড়জোড়
হলুদ আলো অতিক্রম করা হয়ে উঠেনা তার
অবেণীকুন্তলার নিশ্ছিদ্র কর্ণ চেনা হয়না তার।

গিটারের তারে ঝড়তোলা সে আঙুল আজ
নিকোটিন কারখানার শ্রমিক।
বেতনহীন সে শ্রমিকের বিরাম নেই, বিশ্রাম নেই
আছে ধোয়ার ভীড়ে ধোয়া ছড়ানোর তাড়না।
নিশ্বাসে মিশে যাওয়া নিকোটিন ছড়ায় ঠোটে
শিরা থেকে শিরায়, উপশিরায়।
নিকোটিন যুদ্ধের ডামাডোলে ছিড়ে যায়
সুরেলা গিটারের একাধিক তার।

সুরযোদ্ধা হওয়ার স্বপ্নে বিভোর সেই ছেলেটি
একদিন হয়ে উঠে এক নামকরা যোদ্ধা।
নিকোটিন যোদ্ধা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৯

Sujon Mahmud বলেছেন: :( :(

২| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫০

সোহাগ তানভীর সাকিব বলেছেন: যে যাই বলুক না কেন, ধুনপান ক্যান্সারের কারণ।

৩| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৭

আবু আফিয়া বলেছেন: আমরা নিকোটিন যোদ্ধা হতে চাই না

৪| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৪

তারেক ফাহিম বলেছেন: পুরাতন যোদ্ধা।
অস্ত্র ছাড়াই ;)

৫| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

নিকোটিন দূরে ছুড়ে ফেলুন

৬| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: বছরে কমপক্ষে ৫০/৬০ হাজার টাকার সিগারেট খাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.