নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ পাখি। উড়তে ভালবাসি , ঘুরতে ভালবাসি, ভাবতে ভালবাসি,লিখতে ভালবাসি।পড়ছি ঢাকা বিশ্‌ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা নিয়ে ।

রেজওয়ান রাফসান

মানুষ পাখি। উড়তে ভালবাসি , ঘুরতে ভালবাসি, ভাবতে ভালবাসি।পড়ছি ঢাকা বিশ্‌ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা নিয়ে ।

রেজওয়ান রাফসান › বিস্তারিত পোস্টঃ

ব্লগার নিলয় হত্যা হয়েছেন নিউটনের ৩য় সূত্র অনুযায়ী

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৮

ব্লগার নিলয় হত্যা হয়েছেন বৈজ্ঞানিক সূত্রানুযায়ী।
হুম, নিউটনের ৩য় সূত্র অনুযায়ী।
অর্থাৎ , "Every action has an equal and opposite reaction''
''প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে''
অর্থাৎ আপনি ক্রমাগত যদি একজনকে আঘাত করেই যান, এক না এক সময় আপনাকে পাল্টা আঘাত খেতেই হবে।
আপনি নাস্তিক হতেই পারেন, আপনি অবিশ্বাসী হতেই পারেন, এটা অবশ্যই আপনার ব্যক্তিগত ব্যাপার।
এটা আপনার স্বাধীনতা।
কিন্তু আমার আমি থেকে তোমার তুমির দূরত্বটাকেই বলে স্বাধীনতা।
অর্থাৎ আমার স্বাধীনতা দিয়ে অন্যের সাধীনতায় হস্তক্ষেপ করার আগমুহূর্ত পর্যন্ত হচ্ছে স্বাধীনতার সীমা।
এখন পর্যন্ত খুন হওয়া ব্লগারদের লেখা যদি আপনি পড়েন, সেখানে মহানবী (সঃ) , ফাতিমা (আঃ) ,
মহান আল্লাহ তায়ালাকে নিয়ে এতটাই নোংরা ও অশ্লিল কথা লেখা হয়েছে যা পড়ে আপনার লোম শিউরে উঠবে।তাদের একটা ব্লগ শেষ পর্যন্ত পড়ার জন্যও আপনার যথেষ্ট সাহস দরকার পড়বে।
অর্থাৎ , তারা তাদের স্বাধীনতার চরম অপব্যবহার করে ৮০% মুসলিমের এই দেশের ৮০ ভাগ মানুষের বিশ্বাসে আঘাত হানছেন ক্রমাগত।
এখন ৮০% মুসলিমের এই দেশে কি ৮০ জন মুসলিম চরমপন্থি থাকবে না?
আপনি নাস্তিক - শুধুমাত্র এই কারণে আপনি খুন হয়েছেন, তা আমি বিশ্বাস করিনা।
বরং অন্যের বিশ্বাসে চরম আঘাত হানার ফলাফলই হচ্ছে এই খুন।
আপনি যদি আপনার অবিশ্বাস কে আপনার মধ্যেই রাখতেন, অন্যের ধর্মগ্রন্থ, বিশ্বাস কে নিয়ে চটি না লিখতেন আপনার উপর হামলা হতনা কখনোই।
ব্লগ হল স্বাধীন মত প্রকাশের আধুনিক প্লাটফর্ম।
আমিও ব্লগ লিখি। কিন্তু আপনি কখনোই ব্লগকে অন্যের বিশ্বাস,অনুভুতি এবং ধর্মীয় চেতনার মত সেনসিটিভ
বিষয় গুলোতে আঘাত হানার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন না।
তার মানে এইনা যে আমি এসব হত্যাকে বৈধ বলছি।
অবশ্যই,অবশ্যই এবং অবশ্যই আমি এই হত্যাকান্ডের বিরুদ্ধে এবং আমি অবশ্যই চাই এর সঠিক তদন্ত ও খুনীদের বিচার।
কারণ খুন খুনই, এবং অপরাধ অপরাধই।
কিন্তু অপরাধের পেছনে অন্যের ধর্মানুভুতিতে আঘাত করাটাও অনেক বড় অপরাধ।
অর্থাৎ, এখানে অপরাধই অপরাধের জন্ম দিচ্ছে!
যদি নাস্তিক ব্লগাররা তাদের এই হঠকারীতা থেকে সরে আসেন, তবে এরকম অনাকাঙ্ক্ষিত হত্যাকান্ড শুন্যের কোঠায় নেমে আসবে বলে আমার বিশ্বাস।
তাই ব্লগে ধর্মীয় অনূভুতিতে আঘাত হানার মত কিছু লিখলে প্রচলিত আইনে বিচারের যে সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়েছে তা আমার কাছে সময়োপযোগী ও যথাযথ মনে হয়েছে।

:#পুনশচঃ ব্লগার নীল হত্যা কান্ডের ব্যাপারে শ্রদ্ধেয় এক বড় ভাইয়ের উক্তি নিচে হুবহু তুলে দিলাম।পাঠক ভেবে দেখবেনঃ
"মিডিয়াতে এসেছে,নীলাদ্রি নীলের হত্যাকারী আল-কায়েদার শাখা সংগঠন।আমার বিশ্বাস,সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে আনসার-আল-ইসলাম ব'লে কিছু নেই।
আমরা ভাল করেই জানি,আল কায়েদা বা আই এস আসলে আসলে মার্কিন মূলুকের সৃষ্টি।তাই ব্লগার হত্যার ব্যাপারে আমেরিকা উদ্বেগ প্রকাশ করলে,জাতিগতভাবে উদ্বিগ্ন হবার যথেষ্ট কারন রয়েছে''

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০২

স্বপ্নছায়া বলেছেন: সহমত ।

২| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৮

রেজওয়ান রাফসান বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৩| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৫

নতুন বলেছেন: কলমের লেখার উত্তর কি রাসুল সা: চাপাতি দিয়ে দিতে বলেছেন কোথাও??

মানুষ হত্যার বিচার না চেয়ে যে সমথন করে সে কি রকমের মানুষ চিন্তা করছি।

কলমের লেখার উত্তর কি রাসুল সা: চাপাতি দিয়ে দিতে বলেছেন কোথাও??

মানুষ হত্যার বিচার না চেয়ে যে সমথন করে সে কি রকমের মানুষ চিন্তা করছি।



Verse (5:32)

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৪

রেজওয়ান রাফসান বলেছেন: পুরো লেখাটা পড়ুন আগে। আমি যে এই হত্যাকান্ডের বিরুদ্ধে সেই কথাটা জোর দিয়েই বলেছি।

৪| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২২

রেজওয়ান রাফসান বলেছেন: আমি হত্যা সমর্থন করিনি। লেখাটা পুরোটা না পড়েই মন্তব্য করাটা প্রকৃত পাঠকের পরিচয় নয়। পুরোটা পড়ুন আগে।

৫| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৩

বুরহানউদ্দীন শামস বলেছেন: ভালো বলেছেন..
একমত ..

১২ ই আগস্ট, ২০১৫ রাত ৩:০৩

রেজওয়ান রাফসান বলেছেন: ধন্যবাদ ভাই।

৬| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৭

নতুন বলেছেন: কিছুদিন আগে আইএসআইএস রোজা না রাখার অপরাধে দুই কিশোরকে ফাসি দিয়েছে।

এখন না হয় কিছু লোক কুটুক্তি করেছে। কিছু দিন পরে আরো অল্প কারনেই হত্যা করবে।

আর নীল হিন্দু/বৌদ্ধ ধমের কুসংস্কার নিয়েও লিখেছে, সেটাও সবার পছন্দ হবে না।

ধমের বিরুদ্ধে কিছুই বলা যাবেনা এবং বললে চাপাতি মারা হবে << এই ম্যাসেজটাই খুনিরা দিতে চায়

আপনিও তাদের এই ম্যাসেজ মেনে চলতে বলছেন। :)

অশ্বালীন ভাষা ব্যবহার করে ধমের বিরুদ্ধে লেখা অবশ্যই অপরাধ হিসেবে দেখা উচিত এবং আইনের আওতায় জবাব দিহিতা চাওয়া উচিত।

কিন্তু যৌক্তিক সমালোচনা অবশ্যই চলতে হবে।

আর এই হত্যার পেছনে ধমের বিরুদ্ধে লেখার চেয়ে আমার মনে হয়েছে রাজনিতিক উদ্দেশ্য বেশি।

কারন এখন জংঙ্গি জঙ্গী করে নতুন ইসু পাওয়া যাবে।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫১

রেজওয়ান রাফসান বলেছেন: নীলের লেখা আপনিও পড়েছেন, আমিও পড়েছি। সমালোচনার নামে চটি লিখন যদি আপনার কাছে যৌক্তিক মনে হয় তবে আপনার সাথে আমার মতের মিল হবেনা কখনোই।দেখুন, স্টিফেন হকিং ও কিন্তু নাস্তিক।
কিন্তু তার উপর কোন হামলা হচ্ছে না কেন?
কারণ তার মতের পিছনে তিনি বৈজ্ঞানিক যুক্তিকে দাড় করিয়েছেন, অশ্লীলতা কে নয়।
তিনি কোন ধর্মের পিছনে উঠে পড়ে লাগেন নি কখনো।
আশাকরি, এর পরে আর কিছু বলার প্রয়োজন পড়বে না।

৭| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৭

ইয়ামিন মাহমুদ বলেছেন: আমাদের সমস্যাটা হচ্ছে আমরা অপরাধীর অপরাধ করার কারন না জেনেই দোষারপ করতে থাকি। দেখুন, দোষ এখানে ঐ হত্যাকারীর না, যদি দোষ হয়ে থাকে সেটা ঐ সমস্ত নাস্তিক ব্লগারদেরই। #নতুনকে বলছি আপনি কি ধর্ষনের বিচার ধর্ষন করে করবেন? এখন পর্যন্ত কোনো ব্লগার বিজ্ঞান বা অন্য কোনো বিষয় নিয়ে লেখালেখি করে মরেনাই, যারা মরেছে তারা তাদের ধর্মবিরোধী লেখালেখির কারনেই মরেছে। আমি বিশ্বাস করি প্রথম অপরাধ না ঘটলে ২য় টা ঘটতনা। আগে অপরাধ সংগঠনের কারন জেনে সেই অপরাধ নির্মূল করতে হবে, এক কথায় অপরাধের মূল উৎপাটন করতে হবে আগে।

আমি যেকোনো ধর্ম (ইসলাম, হিন্দু সব) ধর্মের অবমাননাকারীদের হত্যাকারীদের সমর্থন করব। কারন আমার কাছে ১ম অপরাধ সংঘঠনকারীই প্রধান অপরাধী এবং তার পরে যদি ২য় জন শাস্তি পায় তাতেই সুবিচার হবে তার আগে না

৮| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ২:৩৩

নতুন বলেছেন: আমি যেকোনো ধর্ম (ইসলাম, হিন্দু সব) ধর্মের অবমাননাকারীদের হত্যাকারীদের সমর্থন করব।

হুম আসলেই আপনাদের মতন আরো একটু বেশি জজবা ওয়ালারাই চাপাতি নিয়ে চলে যাবে কারুর বাড়িতে।

ভাল থাকবেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.