নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ পাখি। উড়তে ভালবাসি , ঘুরতে ভালবাসি, ভাবতে ভালবাসি,লিখতে ভালবাসি।পড়ছি ঢাকা বিশ্‌ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা নিয়ে ।

রেজওয়ান রাফসান

মানুষ পাখি। উড়তে ভালবাসি , ঘুরতে ভালবাসি, ভাবতে ভালবাসি।পড়ছি ঢাকা বিশ্‌ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা নিয়ে ।

রেজওয়ান রাফসান › বিস্তারিত পোস্টঃ

নারীর টান !!!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

বছর দুয়েক আগের ঘটনাঃ
প্রচন্ড বৃষ্টি ছিল সেদিন,
তখন মিরপুর ৬ নম্বর এ থাকি,
বাসা থেকে বের হয়েছি ১০ নম্বরে যাবো বলে,
বৃষ্টিটা একটু কমে মাঝারী রূপ নিয়েছে, আর বলাই বাহূল্য সাথে ছাতা নেই,
কাকভেজা হয়ে তীর্থের কাকের মত একটা রিকশা খুজছি,
আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে আরেকজন ভদ্রলোক,তার পরে দুজন স্কুলগামী ছেলে,
এবং তার পরে দুজন সুন্দরী রমনী!
সবারই উদ্দেশ্য একটা রিকশায় ওঠা।
খানিকবাদে একটা রিকশা আসতে দেখলাম,
যেহেতু সিরিয়াল অনুযায়ী আমি সবচেয়ে আগে দাড়িয়েছি, তাই যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে রিকশাওয়ালা কে থামতে বললাম,
''মামা,১০ নম্বর যাবেন?'' ''ঐ মামা থামো!!''
কিন্তু মামা কোন ভ্রুক্ষেপই করলেন না!!
যেন এই পৃথিবীতে আমার কোন অস্তিত্বই নেই!!!
সেই ভদ্রলোক আর ছেলে দুটিকে পাশ কাটিয়ে সোজা গিয়ে থামলেন রমনীদের সামনে।আপুরা চেপে বসলেন।
আমরা ভিজে চুপচুপে হয়ে ভগ্ন হৃদয় আর আশাহত মন নিয়ে দাঁড়িয়ে থাকলাম!!!
শুধু চেয়ে চেয়ে দেখলাম ওরা চলে গেল!!!
‪#‎সারমর্মঃ‬ পুরুষ কখনো নারী হতে চায়না, কিন্তু সব পুরুষই চায় পৃথিবীতে নারী থাকুক; নারীর জন্য পুরুষ কৃতজ্ঞ প্রকৃতির কাছে। নারীর জন্য এই টান পৃথিবীর সব পুরুষের জন্য সার্বজনীন। সেটা একজন রিকশাওয়ালাই হোক, হোক সে মার্সিডিজওয়ালা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাল লেখা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.