নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এত জেনে কি হবে!

বিক্রমাদিত্য মুশফিক

আমার ফেসবুক প্রোফাইল- https://www.facebook.com/musfiq.rahman1

বিক্রমাদিত্য মুশফিক › বিস্তারিত পোস্টঃ

দ্বিপদী সমীকরন

২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৯



ব্যালকনিতে দাড়িয়ে
তোমার সেই ঠোটের ইশারা,
অদ্ভুত শিহরনের জন্ম দিতো।
কাঁপা কাঁপা ঠোটে তুমি হয়তো
বলতে মাত্র দুটি কথা
কিন্তু বোঝাতে অনেককিছু।

কেউ না বুঝলেও, আমি বুঝতাম।
আমার আর দোষ কি বলো,
তোমার অসীম শুন্যতায়
ভেসে থাকতেই তো চাইতাম শুধু!
তুমি আমার কাব্য গুলো ছড়িয়ে দিতে,
ভাসিয়ে দিতে!
আলতো ভাষায় বুঝতে দিতে,
তোমাকে জয় করা অসম্ভব কিছু না!

তোমার মধ্যে হারিয়ে যাওয়া খুব সহজ,
সারারাত সাঁতরে তরী পাওয়াও সহজ!
একটু একটু করে,
কবে যে নৌকোর বৈঠা টা তুমি
আমার হাতে তুলে দিয়েছো,
নিজেই জানো না হয়তো...

এটাকে আমি কি বলবো এখন?
প্রেম?
নাকি দ্বিপদী সমীকরন?

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: শিহরণ* দাঁড়িয়ে*
তৃতীয় স্তবকটা নিয়ে ভাবতে পারেন। লাইনগুলো শুধু ভেঙে দিলেই কি হয়!

২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৮

বিক্রমাদিত্য মুশফিক বলেছেন: অতো ভালো লিখতে পারি না, মাথায় যেমনটা এসেছিলো ওমনই লিখে দিয়েছি! ধন্যবাদ :)

২| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৫

সনেট কবি বলেছেন: বেশ ভাল লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.