নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এত জেনে কি হবে!

বিক্রমাদিত্য মুশফিক

আমার ফেসবুক প্রোফাইল- https://www.facebook.com/musfiq.rahman1

বিক্রমাদিত্য মুশফিক › বিস্তারিত পোস্টঃ

খালি পায়ে চা খাওয়া রজনী

২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৯



- বিয়ে করিস নাই এখনও?
- নাহ..
- আমিও না!
- কেনো?
- জানি না, কেনো যেনো.. তুই করছিস না কেন?
- তুই করিস নি, এজন্য!
- হাহাহাহাহা.. স্বভাবটা বদলাতে পারলি না এখনও.. ফ্লার্ট করাটাকে রীতিমত শিল্পের পর্যায়ে নিয়ে গেছিস!
- হুম.. তারপর বল, আসলেই বিয়ে করছিস না কেনো? কেউ ছ্যাকা-ট্যাকা দিসে নাকি?
- থাপ্পড় খাবি, শয়তান! না, সেরকম কিছু না..
- তাহলে? বাসা থেকে কিছু বলে না?
- আসলে আব্বু-আম্মু এখন আর জোর করে না, আমার উপরেই ছেড়ে দিসে সবকিছু.. আমার ক্যারিয়ার, আমার ভবিষ্যৎ, সবকিছু!
- তারা কি নাতিপুতির মুখ দেখতে চায় না? অবশ্য তুই আর আমি মিলে একটা চেষ্টা চালালে তাদের নাতিপুতি দেখার ইচ্ছে টা পুরন করতে পারি..
- হাহাহাহা.. দুর হ শয়তান!... খুব ভালো লাগছে, জানিস?
- কেনো?
- তুই একদম আগের মতই আছিস?
- তাই?
- হুম, একটুও বদলাস নি! আগের সেই হেয়ার কাট টা এখনও রেখে দিয়েছিস, আমার চোখের দিকে তাকিয়ে অনর্গল ফ্লার্ট করা, আগের সেই হাসি-মারামারি, চড়-থাপ্পড়.. সবকিছু আগের মতই আছে!
- আসলেই, যদিও ভেতরে ভেতরে অনেক চেইঞ্জ হয়ে গেসি, বাচ্চা-বাচ্চা স্বভাব টা এখন আর তেমন একটা নাই!
- তাই নাকি?!! কই! আগের মতই তো নাদান-মাসুম বাচ্চা আসোস এখনও!
- নাহ! চেইঞ্জ হয়ে গেসে অনেককিছু, ভেতরে-বাহিরে, অনেককিছু! প্রুভ দেখাবো? তুই দেখতে চাইলে দেখাতে পারি..
- শয়তান!!
- হাহাহাহাহা
- সামনে আসবি না, দুরে যাহ! বলদ একটা!
- হুম.. বলদ! তোর বলদ!
- তাই?
- জানি না.. থাক, বাদ দে এসব মেটাফরিক কথাবার্তা!
- তোর গার্লফ্রেন্ড হয় নাই এখনও?
- নাহ!
- ক্যান? বিয়েই বা করছিস না কেনো, বল তো? “আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন”?
- হাহাহাহা, নারে বলদ! এমনিই..
- আমাকে খুব মিস করসিলি একয়টা বছর, না?
- তোরে মিস করবো কেনো, আজব! তুই কি স্পেশাল কেউ?
- তাই????
- আর তোকে মিস করার সাথে আমার বিয়ের কি সম্পর্ক?! আজব!
- মুশফিক..
- বল..
- আমার চোখের দিকে তাকিয়ে একটু ফ্লার্ট কর তো.. এখন..
- পারবো না, ওটা সবসময় হয় না.. বাদ দে, চা খাবি?
- হুম চল.. গুড়িগুড়ি বৃষ্টি পড়তেসে.. খুব চা খেতে ইচ্ছে করতেসে তোর সাথে..
- চল..
- খালি পায়ে খাই? হাটতে হাটতে?
- স্যান্ডেল জোড়া দেলু মামার চায়ের দোকানে রেখে যাই..
- ওকে, চল..
- আজ সারারাত খালি পায়ে হাটবো আর চা খাবো..
- হুম.. আজ ‘বিশ্ব খালি পায়ে চা খাওয়া দিবস’!
- দিবস না বলদ, রজনী! এখন তো রাত দশটা! ‘বিশ্ব খালি পায়ে চা খাওয়া রজনী’..
- ওকে.. ‘বিশ্ব খালি পায়ে চা খাওয়া রজনী’..

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:০২

চাঁদগাজী বলেছেন:



" খালি পায়ে খাই? হাটতে হাটতে?
- স্যান্ডেল জোড়া দেলু মামার চায়ের দোকানে রেখে যাই.. "

-খালি পায়ে, নাকি খালি গায়ে?

২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৪

বিক্রমাদিত্য মুশফিক বলেছেন: খালি পায়ে, মানে স্যান্ডেল খুলে!

২| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:১২

চাঁদগাজী বলেছেন:


আপনি খুখী মানুষ

২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:১৫

বিক্রমাদিত্য মুশফিক বলেছেন: খুখী??

৩| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: লুতুপুতু কম ছড়ানো সমাজের জন্য ভালো...

২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৮

বিক্রমাদিত্য মুশফিক বলেছেন: জনাব, শুধুমাত্র সমাজের ভালোর নিমিত্তে লিখতে চাই না! লিখি, তাতে সমাজের ভালোও হতে পারে আবার নাও পারে!

৪| ৩০ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


স্যরি, উপরের কমেন্টে টাইপো ছিল; আপনি সুখী মানুষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.