নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এত জেনে কি হবে!

বিক্রমাদিত্য মুশফিক

আমার ফেসবুক প্রোফাইল- https://www.facebook.com/musfiq.rahman1

বিক্রমাদিত্য মুশফিক › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২১



কখনো অপেক্ষা করেছেন,
একজনের মুচকী হাসির?
আমি করেছিলাম ।

দুই জোড়া গাল একসাথে হওয়ার পর
দুজনে হেসেছি, মন খুলে
ভালোই তো এগুচ্ছিলাম আমরা ।

বৃষ্টি তে ভেজার অভ্যাস ছিলো না আগে,
এক জোড়া পায়ের ওপর
আরেক জোড়া পা
তখনই শিখেছিলাম বৃষ্টিতে ভেজা ।

কত-শত মানুষদের ভিড়ে
বকবক করা এক জোড়া হাসিমুখ
কেউ কখনো খেয়াল করেনি ।
এভাবেই এগুচ্ছিলাম আমরা ।

কাশফুলে লুকিয়ে সিনেমা দেখা,
ভোরের কুয়াশায় মুখ ডুবিয়ে
হুডি ওঠানো রিক্সায়
একসাথে জড়িয়ে-মিশে থাকা ।
ভালোই তো এগুচ্ছিলাম ।

আকাশে পেন্সিল দিয়ে
মেঘ হয়ে কতকিছু এঁকেছিলাম,
মেঘগুলো শুভ্র ছিলো তখন ।

এক জোড়া হৃদে
আর কিছু না পারুক
অনুভূতি দিয়ে গিয়েছিলো নীল আকাশ ।
ভালোই তো যাচ্ছিলো ।

কিন্তু কেনো যেনো,
সবকিছু ভুল জায়গাতে এখন,
তুমি ভুলে, আমি ভুলে ।
বেঁচে থাকা হয় তাই,
ভুলে ভরা ব্যস্ততায়, আর
নীল আকাশ কে নিলামে তুলে ।

কখনো অপেক্ষা করেছেন,
একজনের মুচকী হাসির?
আমি করেছিলাম ।

মন্তব্য ১৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৪৪

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল।

২| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অপেক্ষা আর অপেক্ষা। এই অপেক্ষা আর শেষ হয় না। :)

৩| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৪

এম ডি মুসা বলেছেন: ভালো লেগেছে

৪| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৫

নতুন বিচারক বলেছেন: ভালো লেগেছে

৫| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

৬| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কবিতা, ভালো লাগলো।

৭| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লিখছেন!
আমার বেশ লেগেছে। তাই একটা লাইকও দিয়ে গেলাম!

তবে ভালোই তো এগুচ্ছিলাম লাইনটা রিপিটেড না হলে হয়তো আরো ভালো লাগতো!:)


আপনার শিরোনামের মতো একই শিরোনামে আমার একটা কবিতা আছে। পড়ার আমন্ত্রন রইলো!:)

৮| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতা ভাল লাগল।

৯| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪০

সোহাগ তানভীর সাকিব বলেছেন: ভালো লেগেছে লেখাটি পড়ে। ধন্যবাদ।

১০| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর

১১| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১০

সেলিম আনোয়ার বলেছেন: সহজ সুন্দর রোমান্টিক কবিতা।+

১২| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৫

বার্ণিক বলেছেন: ভালো লাগল।

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:১০

ফাল্গুনীর কাব্য বলেছেন: আকাশটাকে নিলামে না তুললে কি হতো না?
ভালবাসা রইল ♥

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫০

বিক্রমাদিত্য মুশফিক বলেছেন: নীল আকাশটা এখন আর নাই, শুধু ‘নীল’ অবশিষ্ট আছে । আকাশটাকে বিক্রি করে দিতে চেয়েছিলাম শুধু, ‘নীল’ টা থেকে যাবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.