নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এত জেনে কি হবে!

বিক্রমাদিত্য মুশফিক

আমার ফেসবুক প্রোফাইল- https://www.facebook.com/musfiq.rahman1

বিক্রমাদিত্য মুশফিক › বিস্তারিত পোস্টঃ

ছোঁয়া

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২৭



তোমাকে ছোঁয়া যাবে না,
আচ্ছা ঠিক আছে, ছোঁবো না ।
মুগ্ধতার জন্য হলেও
হাসিমুখ টার আর দরকার হবে না ।

তবে, যতটা দিন তুমি আমার গালে
স্বপ্ন একেঁছিলে,
ভেবেছিলাম সেগুলো ছিলো একগুচ্ছ নিশি,
বেধে রাখা পালে ।

লাল-নীল, কত-শত ফড়িং দেখেছিলাম
তোমার রঙিন ঠোটে ।
ঠোটজোড়া হায় নিথর এখন,
তুমিই বলো, অভাবে কখনো ফুল ফোটে?

তোমাকে ধরে রাখা যাবে না,
আচ্ছা ঠিক আছে, রাখবো না ।
মাথা গোজার জন্য হলেও
আচলটার আর দরকার হবে না ।

অলস দুপুরে, তোমাকে নিয়ে
কবিতা লেখার অদ্ভুত অভ্যাসটা,
প্লিজ বদলাতে বোলো না ।
ওটা পারবো না
আমাকে দিয়ে হবে না ।

কি করবো বলো,
বড় স্পর্শকাতর যে আমি!
হেরে যাওয়া মানুষটার আর,
হারিয়ে যাওয়ার ভয় থাকে না ।

তোমাকে হারিয়ে ফেলা যাবে না,
আচ্ছা ঠিক আছে, হারাতে দেবো না ।
শুধু পথ ধরে হাটার জন্য,
বিশেষ একটা মানুষের আর দরকার হবে না ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪০

মেহেদী হাসান তামিম বলেছেন: দয়া করে ছন্দ মেনে কবিতা লিখার চেষ্টা করে দেখুন। আপনার কলমে যে ধার আছে এ যে ক্ষুরধার।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৮

বিক্রমাদিত্য মুশফিক বলেছেন: সত্যি বলছি, আমি কবিতা/সাহিত্যের তেমন বিশেষ কিছু বুঝি না। মাঝে মধ্যে লিখি। সেটা ছন্দে থাকে না, বা ছন্দে থাকে। এইতো! বাই দ্যা ওয়ে, ধন্যবাদ :)

২| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৮

নিমচাঁদ বলেছেন: কারো কথা শুনতে চাইলে নিজের মনের কথাটাই সব সময়ে ভাল করে শুনে ,মেনে চলবেন ।
কবিতা লেখার কোন স্পেসিফিক নিয়ম নাই -- কোন সুকুমার বৃত্তির কোন আবদ্ধ নিয়ম কানুন নাই -- লিখতে লিখতে ছুরি ধার হয়ে যাবে -- আগাইয়া যান

৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৭

মেহেদী হাসান তামিম বলেছেন: বাংলাসাহিত্যে ছন্দ ছাড়া কবিতা লিখে সাহিত্যের ইতিহাসে বেঁচে থাকা কবি একজন ই।
সমর সেন যুগে যুগে একজনমাত্র, বাকীরা ইতিহাসের আস্তাকুড়ে।
অবশ্য একটা প্রশ্ন থেকেই যায়, আমি বাঁচতে চাই কিনা।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:৫১

জীবন সাগর বলেছেন: ভালো লাগলো কবিতা

৫| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কবির দুঃখ ! :(

৬| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর হয়েছে।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

৭| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতা ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.