নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এত জেনে কি হবে!

বিক্রমাদিত্য মুশফিক

আমার ফেসবুক প্রোফাইল- https://www.facebook.com/musfiq.rahman1

বিক্রমাদিত্য মুশফিক › বিস্তারিত পোস্টঃ

মিশন টং দোকান!

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৮



- সবাইকে হাসাচ্ছিস, তুই হাসছিস না কেনো?
- সবার মুখে হাসি মানায় না..
- না, মানায়! আমি তোর মুখে হাসি দেখতে চাই, সারাজীবন...
- সারাজীবন তো চাইলেও পাশে থাকতে পারবি না, বিয়ের পর অন্যের ঘরের বউ হয়ে যাবার পর কিভাবে বুঝবি যে, আমি হাসছি নাকি মন খারাপ করে বসে আছি?!!
- এতকিছু ভাবি নাই! ভাবতে চাইও না, তোকে হাসতে বলসি, ব্যাস… হাসবি! মন খুলে…
- হুম… লোক দেখানো হাসি হাসতে হাসতে আমি ক্লান্ত… এর চেয়ে বল, মন খুলে কেঁদে দেখাই! দেখবি?
- এজন্যই তোর সাথে মাঝে মাঝে কথা বলতে ইচ্ছে হয় না আমার! ভাইরাস তুই একটা, ডিপ্রেশন ছড়াস সবসময়... ফালতু একটা ছেলে!
- কেনো, ফালতু ছেলেরাই তো কাঁদে! একা, হয়তো বৃষ্টিতে… হয়তো ওয়াশরুমে! তাদের কান্নার একমাত্র সাক্ষ্যি কে থাকে, জানিস?
- [চুপ]
- ওয়াশরুমের আয়না!
- [চুপ]
- আয়না দিয়ে যদি কান্নার ভিডিও জমিয়ে রাখা যেত বা রেকর্ড করা যেত, তাহলে একটা ছেলের গোটা জীবনের সব কান্নার ভিডিওগুলার সাইজ কত হত জানিস?
- [চুপ]
- কয়েক’শ জিবি’র উপর!
- তুই এগুলো আমাকে কেনো শোনাচ্ছিস?
- একটা মানুষ কষ্ট পাচ্ছে, ডিপ্রেশনে ভুগছে, এসব ব্যাপার শুনতেও তো ভালো লাগে!
- না, লাগে না! অন্তত আমার না!
- কি শুনতে চাস তুই তাহলে বল?
- কিছু শুনতে চাচ্ছি না আপাতত! কফি খেতে ইচ্ছে করছে খুব…
- ওকে, done! সাইকেলে ওঠ! বসে আমাকে শক্ত করে ধর...
- সাইকেলে??!! অসম্ভব!! রিক্সায় যাবো…
- কফি খাওয়া cancel… যাহ!
- ওকে ওকে ওকে… উঠতেসি…
- কাতুকুতু দিবি না একদম, সাবধান!
- হাহাহাহাহা! এবার? এবার কোথায় যাবে বাছাধন?!!
- সিরিয়াসলী! সোজা খাদে ফালায় দিবো সাইকেল… আমি তো মরবোই, তোরে নিয়া মরবো!
- তাও ভালো! একসাথে মরতে পারবো!
- কোন রেস্টুরেন্টে যাবি, বল...
- রেস্টুরেন্ট না, রাস্তার পাশে টং দোকান হলে খুব ভালো হয়...
- ওকে... 'মিশন টং দোকান'!
- 'মিশন টং দোকান'!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৬

খন্দকার সানাউল ইসলাম তিতাস বলেছেন: এই ভালবাসাগুলোই মিস করি রে। তোরা যে যেখানেই থাকিস, ভাল থাকিস চিরকাল

২| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১:২৮

নূর-ই-হাফসা বলেছেন: এই টাইপ ভালোবাসা মুহূর্ত গুলো অন‍্যরকম । রেস্টুরেন্ট বসার চেয়ে টং দোকানে বসে চা খাওয়া অন্য রকম অনুভূতি । আর ভালোবাসা গোপন না রেখে প্রকাশ করে দেয়া ভালো । নাহলে হারাতে হবে ।

০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৪

বিক্রমাদিত্য মুশফিক বলেছেন: হারানোর ভয় নেই আর! কোনকিছু আমার থাকলে সেটা হারানোর ভয় থাকে, আর যে জিনিসটা কখনো আমারই ছিলো না, সেখানে হারানোর কিছু নেই :)

৩| ০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০০

সাগর শরীফ বলেছেন: আসলেই হয়ত সোনালী সময়টা পার করছি । সেকেন্ড ইয়ার, আর বছর দুয়েক খুব জোর তিন , যখন খুলনা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে চায়ের দোকানের আড্ডা হবে না । কত আফসোস হবে শান্ত, লাকি, মুন , নাঈম অথবা বহ্নিদের জন্য !! সেকথা ভাবতেই ভয় লাগে । হারাতে তো চাইনা এইদিন , হারাতে চাইনা কাউকেই । তোরা সবকয়টা একেকটা ভালবাসা!

৪| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪১

মনিরা সুলতানা বলেছেন: বাহ !!
মিষ্টি লেখা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.