নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এত জেনে কি হবে!

বিক্রমাদিত্য মুশফিক

আমার ফেসবুক প্রোফাইল- https://www.facebook.com/musfiq.rahman1

বিক্রমাদিত্য মুশফিক › বিস্তারিত পোস্টঃ

ডিম ভাজিময় ভালোবাসা!

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:১১



- আমার চড়ুই পাখিটা কি করে?
- ডিম ভাজে!
- কি?!
- লিটারেলী ডিম ভাজতেসি!
- এত রাতে!?
- এত রাত কোথায়, ১১ টা বাজে মাত্র!
- ও, তুমি তো আবার ভোর ৪টায় ঘুমাও, তোমার কাছে ১১ টা মানে তো সবে সন্ধ্যা!
- প্লিজ জ্বালায়ো নাতো, ডিম টা পুড়ে যাচ্ছে তোমার কথার যন্ত্রনায়!
- ডিম পুড়ে যাক, তুমি ঠিক অাছো তো?
- না, ঠিক নাই!
- হাহাহা! ভালো! এত কষ্ট না করে তাড়াতাড়ি আমাকে বিয়ে করে ফেলো, বসে বসে সারাদিন ডিম ভাজা লাগবে না আর!
- আমি যে সারাদিন বসে বসে ডিম ভাজি, এটা তুমি কার কাছ থেকে শুনসো?
- তো কি? একা একা থাকো, নাদান-ব্যাচেলর একটা মানুষ, ডিমই তো তোমাদের একমাত্র সম্বল!
- মোটেও না । আজ দুপুরের মেন্যুতে বেগুন ভাজির সাথে সরষে ইলিশ ছিলো!
- ইলিশ? পেলে কোথায়?
- অদ্ভুত তো, আমার আর্থিক অবস্থা কি এতই খারাপ তোমার মনে হয়?
- না, সেরকম না ব্যাপারটা, জাস্ট অাস্কিং।
- পাশের বাড়ির ভাবী দিসে, দুই টুকরা!
- তাই?
- হুম
- কেমন ভাবী সে?
- কেমন ভাবী মানে? ভাইয়ের বউকে ভাবী বলে বাঙ্গালীরা, তুমি জানো না?
- গর্দভ! বলসি, তোমার কোন ভাইয়ের ভাবী সে? নাকি এমনেই ভাবী বলো তারে?
- এমনেই!
- তোমরা তো আবার মেয়েদের ভাবী ডাকতেই বেশী স্বাচ্ছন্দ বোধ করো, ভুলেই গেসিলাম!
- পাশের ফ্ল্যাটের লিটন ভাইয়ের বউ, এমনিতে সে খুব ভালো মানুষ!
- বাহ! তা, লিটন ভাইয়ের ফ্ল্যাটে কেমন যাওয়া-আসা হয়?
- মানে কি? হোয়াট ডু ইউ মিন?
- তুমি যেটা ভাবতেসো, সেটাই!
- ইয়াক! তোমার মেন্টালীটি এত ন্যাস্টি কেন!
- হেহ!
- নিজের হবু বরের চরিত্র নিয়ে তোমার এত সন্দেহ!
- এক্সকিউজ মি! হবু বর মানে?
- কেনো? আমাকে বিয়ে করবা না তুমি একটাসময়?
- ও আচ্ছা, সেটা তো অদুর ভবিষ্যৎ!
- জ্বি!
- ভবিষ্যৎ নিয়ে না ভাবি আমরা, আপাতত বর্তমান টাই পাঠ্যক্রম হোক আমাদের, নাকি?
- টলস্টয়ের ফ্যান?
- আজ্ঞে!
- 'ভবিষ্যৎ একটা মরিচীকা, বর্তমানটাই সব'
- সত্যবচন!
- মাঝে মাঝে কি ভাবি জানো?
- কি?
- কথাটা ভুল!
- কেনো?
- বর্তমানের অস্তিত্ব টিকে থাকে ভবিষ্যতের আশ্বাসে!
- কিরকম?
- এই ধরো, এই যে আমরা প্রেম করতেসি, এটারও একটা আলটিমেট রিজন আছে, ভবিষ্যতে বিয়ে করবো, এজন্য!
- হুম
- ভবিষ্যৎটাই তো সব, বর্তমানে যা করতেসি আমরা, সেটা তো ভবিষ্যতের জন্যই!
- টলস্টয়ের কথাটার একটু অন্য ব্যাখ্যা আছে । তিনি আসলে কথাটার অন্যরকম একটা মিনিং দিয়েছেন, ধরো...
- ধরতে পারবো না, চুপ, খুব ক্ষুধা লাগসে, রান্না শেষ, খেতে বসবো এখন ।
- তুমি কথা শুরু করে দিয়ে শেষ করতে দাও না কখনো, ঠিক এই কারনেই আমি তোমাকে বিয়ে করবো না, দেইখো!
- ইয়া আল্লাহ! একটা নাদান-ব্যাচেলর মানুষ রাতে ক্ষুধার্ত পেট নিয়ে খেতে বসবে, তার উপর এমন ইমোশনাল অত্যাচার যারা করে, তাদের তুমি বিধবা করে দাও, তাদের যেন বাসর রাতেই জামাই মারা যায়, আমীন!
- গর্দভ! তোমাকে আমি এত তাড়াতাড়ি মরতে দেবো না! আর কথায় কথায় মৃত্যু জিনিসটাকে টেনে আনবা না, অশুভ জিনিস এটা!
- জ্বি ।
- টলস্টয় ওই কথাটা দিয়ে বুঝিয়েছিলেন, ভবিষ্যতের দুশ্চিন্তায় আমরা মাঝে মাঝে বর্তমানটাকে ভুলে যাই, আমাদের যা কিছু করার এক্ষুনি করতে হবে, বর্তমানেই করতে হবে! তোমাকে ভবিষ্যতে ভালোবাসবো, এই আশায় বর্তমানের মোমেন্টসগুলোকে নষ্ট করে দিতে পারি, বলো?
- সহমত ভাই!
- আবারো ফাজলামো করতেসো!
- হাহাহা! আচ্ছা, তুমি ছাড়া আমি আর কার সাথে কথা বলি, বলো! সারাদিন অফিস করে এসে তোমার সাথে এসব লেইম লেইম টপিক নিয়ে কথা বলার মাঝখানে মসলা হিসেবে তাই ওসব বলি!
- আমি লেইম টপিক নিয়ে কথা বলি সবসময়?!
- সত্যি বলতে... হ্যা, অনেকটা!
- ওকে, ঠিক আছে! আমাকে আর প্রয়োজন ছাড়া ফোন দিবা না তাহলে, বাই!
- এই, আরে শোনো!

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০৭

ঝিগাতলা বলেছেন: এতো কথা বলছেন ডিম ভাজলেন কোন সময়

১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

বিক্রমাদিত্য মুশফিক বলেছেন: ইহা একটি কল্প-কাহিনী :)

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১২

রাজীব নুর বলেছেন: আহা ভালোবাসা---
আহা প্রেম----

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৮

নজসু বলেছেন:




আদুরে সংলাপ।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আহারে ;)

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪

নীল আকাশ বলেছেন: কথোপকোথন খুবই ভালো লেগেছে।
আরও ঈরকম লেখা চাই।
শুভ কামনা রইল।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৪

বিক্রমাদিত্য মুশফিক বলেছেন: ধন্যবাদ, অবশ্যই দোয়া করবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.