নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এত জেনে কি হবে!

বিক্রমাদিত্য মুশফিক

আমার ফেসবুক প্রোফাইল- https://www.facebook.com/musfiq.rahman1

বিক্রমাদিত্য মুশফিক › বিস্তারিত পোস্টঃ

ওয়েব ফিকশনঃ \'২৩০ দিন\' (১ম পর্ব)

১৮ ই মার্চ, ২০১৯ রাত ১২:১১



ভোরবেলা । ভয়ানক কুয়াশা । কাঠের বেঞ্চটাতে চিত হয়ে শুয়ে আছি । গায়ে পাতলা একটা কম্বল । অতোটা ঠান্ডা পড়েনি যদিও । চারপাশে ভালো করে খেয়াল করে দেখলাম, কেউ নেই । কারো অবশ্য থাকার কথাও না এত ভোরে ।

হঠাৎ করে কোথা থেকে যেনো ঐশি এসে পাশে বসলো । হাতে কফির ফ্লাস্ক, আর দুইটা মগ ।

ঐশী- ধরো ধরো..
আমি- কফি পেলে কোথায় এত ভোরে?
- আকাশ থেকে পড়েছে!
- মানে?
- গাধা, বানিয়ে এনেছি বাসা থেকে ।

অবাক হলাম বেশ । বললাম-
- বাসার কেউ কিছু বলে নি?
- উহু!
- বাহ...
- তুমি বলো আগে...
- কি?
- এমন পাগলামী আর কখনো করবা?
- কি পাগলামী?
- মুশফিক!!
- জ্বি
- আই কান্ট বিলিভ ইট! সিরিয়াসলী!
- কি?
- তুমি এত ভোরে আমার রাগ ভাঙ্গানোর জন্য আমার বাসার সামনে এসে, বেঞ্চের উপর শুয়ে, এরকম শীতে সারারাত কাটিয়েছো, ভোরবেলা ফোন দিয়ে বললা কফি নিয়ে আসতে! মানে... জোস বিষয়টা!
- তো?
- তুমি এত সিনেমাটিক কেনো, বলোতো?
- কি জানি!
- রাতে কষ্ট হয়েছে খুব?
- তেমন একটা না, উতরে গেছি ।
- আমার ইচ্ছা করছে, তোমার উপর আরো বেশী করে রাগ করতে!
- করো, সমস্যা কি! তোমার রাগমাখা মুখটা বেশ অদ্ভুত লাগে!
- (চুপ করে থেকে, মুচকী হেসে) কফিতে চিনি বেশী হয়েছে?
- হুম ।
- সরি!
- ইটস ওকে! (কিছুক্ষন চুপ থেকে) একটা কথা বলি?
- (কফির মগে চুমুক দিতে দিতে) বলো...
- তুমি ভোর বেলা আয়নায় কখনো নিজেকে দেখেছো?
- (অবাক হয়ে) মানে?
- দেখেছো কিনা বলো...
- মনে হয় না । কেনো বলো তো?
- আমি তোমাকে বিয়ে করলে ভোরবেলা বিয়ে করবো!
- (ফিক করে হেসে) হাহাহাহা! ইন্টারেস্টিং! কেনো?
- প্রশ্নের উত্তর দিতে পারবো না, শুধু শোনো!
- ওকে!
- বাসর রাতে আমরা একটা মুভি দেখবো!
- (অবাক হয়ে) কি মুভি?
- Before Sunrise!
- নট ব্যাড! আমি তো ভাবসিলাম বলবা, সারারাত ব্যালকনিতে বসে কফি খাবো ।
- ওটাও হবে, কিন্তু..
- কিন্তু?
- আচ্ছা, তোমার জন্মদিন কবে?
- (অবাক হয়ে) তোমার মনে নেই?
- না, তুমি বলো, শুনি
- তোমার সত্যিই মনে নেই?!!
- উফ!
- তোমার জন্য কফি বানিয়ে আনাটাই ভুল হইসে!
- আচ্ছা, ওকে! তুমি বলো, আমার জন্মদিন কবে?
- (মন খারাপ করে, মুখ অন্যদিকে ঘুরিয়ে) ২৭ শে জানুয়ারি ।
- তাকাও এদিকে..
- [চুপ]
- তাকাতে বলসি এদিকে...

আস্তে আস্তে আমার দিকে তাকালো ঐশি । আমার হাতে ছোট্ট একটা গোলাপ, পাশে কেক রাখা, লেখা 'Happy B'day to Oishy', আর কেক এর মাঝখানে ছোট্ট একটা লাল রঙ এর মোমবাতি । ঐশি অবাক, ভীষন । হেসে দিয়ে বললো,
- কি করসো তুমি এগুলা!
- শুভ জন্মদিন ।
- (গোলাপ টা নিয়ে, হাসিমুখে) থ্যাঙ্ক ইউ ।
- তোমাকে একটু হাগ করি?
- না! আমি কেক কাটবো, মোমবাতিটা জ্বালাও!
- (বিড়বিড় করে) কেমন মেয়ে!
- (মুচকী হেসে) তোমাকে হতাশ করতে খুব ভালো লাগে আমার!

মোমবাতি টা জ্বালানোর পর ঐশি কেক কাটতে যাবে, এমন সময় চেচিয়ে উঠলো,
- কি ব্যাপার!
- কি?
- (রেগে) কেক এর উপর আমার নাম এর স্পেলিংটা ভুল হইসে কেনো?!
- ঠিকই তো আছে ।
- O-I-S-H-E-E হবে... কিন্তু তুমি লিখসো O-I-S-H-Y...! মানে কি!
- ভুল হইসে তো হইসেই, কি হবে তাতে!
- মানে তুমি কেয়ারফুল থাকবা না একটু!
- কেক টা তো আলটিমেইটলী পেটেই চলে যাবে একটু পর, তাই না!
- (খানিকক্ষন চুপ করে থেকে) তোমাকে আমি যতটা রোমান্টিক ভাবি, তুমি মোটেও অতোটা রোমান্টিক না!
- আল্লাহ, এতে রোমান্টিকতা আসলো কই থেকে, বুঝলাম না...

[নতুন ইস্যু নিয়ে ঝগড়া চলতে থাকলো]

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ১:৫৭

আকতার আর হোসাইন বলেছেন: শুরুটা ভাল লাগেনি বলে পড়লাম না যদিও পুরোটা না পড়ে কোন মন্তব্য করা উচিৎ নয়।

শুভকামনা, শুভ রাত্রি।

১৮ ই মার্চ, ২০১৯ রাত ৩:৩৭

বিক্রমাদিত্য মুশফিক বলেছেন: ধন্যবাদ, পুড়োটা পড়ার অনুরোধ থাকলো।

২| ১৮ ই মার্চ, ২০১৯ সকাল ৭:২৩

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।

১৯ শে মার্চ, ২০১৯ রাত ১২:০৩

বিক্রমাদিত্য মুশফিক বলেছেন: লেখাটা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.