নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনু-সকল

অনু-সকল › বিস্তারিত পোস্টঃ

পদ্মফুল

৩০ শে জুন, ২০১৬ রাত ১১:১১


পদ্মফুল দেখতে সুন্দর
কোনটা দেখতে গোলাপি, কোনটা নীল
আবার কোনটা বিভিন্ন রঙ মিলিয়ে।
কারো ভালো লাগে গোলাপি, কারো বা ভিন্ন রঙ,
জানিনা, তোমার কাছে কোনটা গ্রহণিয়!
যার যেটা পছন্দ, সে সেটাই বেছে নিতে চায়,
মানুষ একে পাওয়ার জন্য আগ্রহি হয়, কিন্তু...
পদ্মের গায়ে কাঁটা থাকে বলে তা পাওয়া সহজ হয়না।
কাঁটার আঘাত সহ্য করতে পারলেই তা হয়তো
লাভ করা সম্ভব হতে পারে...
যিনি কাঁটার আঘাতের যন্ত্রণা সহ্য করে ফুলটি
তুলে আনতে পারবেন, একমাত্র সেই পারবেন
ওকে উপভোগ করতে, পারবেন ইচ্ছে মত সাজাতে।
আর যে কাঁটার ভয়ে পদ্মটি তুলতে অনাগ্রহী
তার পক্ষে, সেটি লাভ করা যেমন অসম্ভব, তেমনি
উহা উপভোগ করাও তার সম্ভব হবে না।

দেখো,এই পৃথিবী একটি সংগ্রাম ক্ষেত্র
এখানে সুখ ও সার্থকতা লাভের পথ সহজ নয় জেনেও
কেউ কেউ সংগ্রাম করে যায়... কেউ নিজের সুখের জন্য
আর, কেউ বা অপরের সুখের জন্য, হয়তো আমি অপরের
সুখের জন্য এই সংগ্রাম ও সাধনা করে যাই, বা যাচ্ছি ...
কিন্তু তার সফলতা কতটুকু আসবে জানিনা।
যদিও সে সাফল্য কে সমৃদ্ধি করার জন্য অসীম ধৈর্য,
অধ্যবসায় অতিক্রম করে যাচ্ছি প্রতিনিয়ত,
না জানি সে জন্য কত বিপদই না মোকাবেলা করতে
হয় আমায়, সে খবর কে বা কতটুকু রাখে, বা রাখছে;
চোখের সামনে লোপাট হয়ে যেতে দেখেছি অনেক কিছু,
শহরে ভেসে আসা এক নাম না জানা কাঁটাহীন পদ্মের
কেউ কেটে নিয়েছে তার হাত, কেউ জিভ, কেউ উপড়ে নিয়েছে তার চোখ;
শহরে বানের জলে ভেসে আসাটাই ছিল তার অপরাধ;
কিন্তু ওই পদ্মের ভিতরের চোখটি কেউ উপড়ে নিতে পারেনি,
অবহেলা করে ফেলে যায় তার ডাটা, হয়তো হতে পারে সেটা পদ্মের পা;

সে পদ্মটি ভিতরের থাকা সেই পুরাতন চোখ, আর পায়ের আঙুল দিয়ে
ঠুক ঠুক করে শব্দ ঠুকে যায় ... বেলা, অবেলায়, কখনো বা গভির আঁধারের মাঝে__

তবু যদি...... ভালো থাকে কেউ কেউ;










সমসাময়িক;





মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৬ রাত ১১:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: সে পদ্মটি ভিতরের থাকা সেই পুরাতন চোখ, আর পায়ের আঙুল দিয়ে
ঠুক ঠুক করে শব্দ ঠুকে যায় ... বেলা, অবেলায়, কখনো বা গভির আঁধারের মাঝে

আপনি কে বলেন তো? যদি বলা যায়!
কেন জানি তার সাখে আপনার কথাগুলোর মিল খুঁজে পাচ্ছি।

টাইপিং সচেতন হতে হবে।
সুন্দর হয়েছে........

০১ লা জুলাই, ২০১৬ রাত ৯:৪১

অনু-সকল বলেছেন: কার সাথে মিল খুঁজতে চেয়েছেন আপনি, আর কেনইবা; জানা নেই;

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.