নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ইতিবাচক চিন্তা ইতিবাচক ফল বয়ে আনে ।\"

ভ্রমণ বাংলাদেশ

“ভ্রমণ বাংলাদেশ” ১৯৯৯ সালে প্রতিষ্ঠা হয়। ভ্রমণ এবং এডভেঞ্চার এক্টিভিটিস এর পাশাপাশি সামাজিক বিষয় নিয়ে কাজ করে থাকে। আর সেই সূত্রে ভ্রমণ ও ফটোগ্রাফী সংক্রান্ত লেখালেখি’র জন্য আমাদের এই আইডি। FB Page: http://www.facebook.com/VromonBangladeshpage E-mail: [email protected] Website: www.vromonbangladesh.org আমাদের ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/vromonbangldesh

ভ্রমণ বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

" ভ্রমণ বাংলাদেশ ফটোগ্রাফি উইং " এর ৬ষ্ঠ ফটোওয়াক

১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

ফেসবুক ইভেন্ট !

অনেকটা বিরতী দিয়ে আবার আমরা শুরু করলাম ফটোত্তয়াক । ২৮ আগস্ট সরকারী ছুটি । উপলক্ষ্যে জন্মাষ্টমী । এই সুযোগে আমরা তুলেবো কিছু ছবি ।

সাথে আড্ডা আর খাবার । সন্ধ্রায় ফিরবো বাসায় ।

" ভ্রমণ বাংলাদেশ ফটোগ্রাফি উইং " এর ৬ষ্ঠ ফটোওয়াক এ বন্ধুরা যাব বোটানিক্যাল গার্ডেন ও বিরুলিয়াতে । বোটানিক্যাল গার্ডেন ও বিরুলিয়া নানা রংয়ের পাখি ও ফুলের ছবি তুলবো । সাথে শুভ্র মেঘ ও প্রকৃতির নানা রুপের ছবি ।



তারিখ :-২৮/০৮/২০১৩ খ্রিষ্টাব্দ

বার :- বুধবার

সময় :- সকাল ৯ টা - থেকে বিকেল ৬টা

স্থান :- বোটানিক্যাল গার্ডেনের গেট

খরচ (আনুমানিক) : ৩৫০/=

costs (estimated): 350/=



আগ্রহীরা কল করুন-



তাহসিন সায়েদ- ০১৬১০-৫৫৫৫০০

রবিউল হাসান খান মনা -০১৭১১-২৭৭২৫০, ০১৯১১-৯৭২০৭৯

Please Call Mona-01711-277250 or Tahsin - 01610-555500



ইমেইল[email protected]

or

[email protected]





কি কি সঙ্গে নিতে হবে - Thinks to Carry

১. ক্যামেরা (Camera)

২. ট্রাইপড (Tripod )

৩. ব্যাগ (Bag)

৪. ক্যামেরার অতিরিক্ত ব্যাটারী + ফ্লাসের অতিরিক্ত ব্যাটারী + মেমোরি কার্ড (Extra Battery + Card)

৫. সানগ্লাস (Sunglasse )

৬.ক্যাপ (Cap)

৭. গামছা (Gamsa)

৮. পানির বোতল (Water Bottle )

৯. ছাতা + রেইন কোর্ট ( Umbrella + Rain Cort )

১০ অনেক গুলো পলিথিন

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৭

মেফতাহুল সাগর বলেছেন: ২৮ তারিখ শুক্রবার হয় কেম্নে? ;)

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৪

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেয়া জ্ন্য ।

২| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২০

মেফতাহুল সাগর বলেছেন: শনিবার করলে হয় না? আমাদের তো অফিস আছে।

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৮

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: এবার বোধহয় হচ্ছে না । কারন ২৮ তারিখ সরকারী ছুটির দিন তো তাই ।
ইভেন্টে লক্ষ্য রাখুন । ইভেন্ট দিবো শনিবারেও ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.