নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ইতিবাচক চিন্তা ইতিবাচক ফল বয়ে আনে ।\"

ভ্রমণ বাংলাদেশ

“ভ্রমণ বাংলাদেশ” ১৯৯৯ সালে প্রতিষ্ঠা হয়। ভ্রমণ এবং এডভেঞ্চার এক্টিভিটিস এর পাশাপাশি সামাজিক বিষয় নিয়ে কাজ করে থাকে। আর সেই সূত্রে ভ্রমণ ও ফটোগ্রাফী সংক্রান্ত লেখালেখি’র জন্য আমাদের এই আইডি। FB Page: http://www.facebook.com/VromonBangladeshpage E-mail: [email protected] Website: www.vromonbangladesh.org আমাদের ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/vromonbangldesh

ভ্রমণ বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

রক্তযোদ্ধা তৈরি কার্যক্রম !

২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৭

সবাই মনে রাখবেন - আমরা কোন প্রকার রক্তদান (ব্লাড ডোনেশন) অনুষ্ঠান করছি না ।
Note- This is NOT A BLOOD Donations PROGRAM.

আমরা রক্তযোদ্ধা তৈরি করবো । সকল যোদ্ধা ছড়িয়ে পড়বে সারাদেশে । সচেতন করবে মানুষকে । যার যার অবস্থান থেকে নিজ নিজ উদ্দেগ্যে স্বেচ্ছায় রক্তদান ও রক্তদাতাদের অনুপ্রানিত করবে । পাশাপাশি নতুন রক্তদাতা তৈরির জন্য রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রম আয়োজনও করবে ।

আমরা বিভিন্ন সংগঠনের বন্ধুদের আমন্ত্রন জানাচ্ছি । আপনারা আসুন
আমাদের সাথে দেখে নিন কিভাবে রক্তের গ্রুপ করতে হয় ।

আপনারাও আয়োজন করুন এই রকম কার্যক্রম । আশা করি রক্তের অভাব হবে না আমাদের দেশে ।

বাংলাদেশে প্রতি বছর মাত্র ১০ লক্ষ ব্যাগ রক্তে প্রয়োজন ।
আমরা একটু সচেতন হলে রক্ত যোগার করা সম্ভব ।

তাই এগিয়ে আসুন রক্তদানে ।

রক্তদানে কোন ধর্মীয় বাধা নেই ।


রক্তযোদ্ধা তৈরি কার্যক্রম !
(স্বেচ্ছায় রক্তদাতা ও রক্তের গ্রুপ সনাক্তকারী তৈরি কাযক্রম )

আমরা আগামী ০৫ ডিসেম্বর শুক্রবার ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত “ভ্রমণ বাংলাদেশ” এর অফিসে স্বেচ্ছায় রক্তদানে ইচ্ছুকদের বিনামূল্যে রক্তের গ্রুপ সনাক্তকরা ও রক্তদাতাদের গ্রুপ নির্নয়কারী স্বেচ্ছাসেবক তৈরি কাযক্রম অনুষ্ঠিত হবে ।

উক্ত কার্যক্রমে অংশগ্রহন ইচ্ছুকদের নাম তালিকাভুক্ত করার জন্য অনুরোধ করা যাচ্ছে ।

আমাদের কার্যক্রমটি সফল করতে হাত বাড়িয়েছে “রক্ত সৈনিক” স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ।

আমরা সারাদিন রক্তের গ্রুপ নির্নয়ের পাশাপাশি শিখবো রক্তের গ্রুপ করা । সবাইকে উদ্বুদ্ধ করবো স্বেচ্ছায় রক্তদানে ।


তারিখঃ ০৫/১২/২০১৪ খ্রিষ্টাব্দ
বারঃ শুক্রবার
সময়ঃ সকাল ১০টা থেকে বিকেল ৫টা
স্থানঃ ১১৩/১ লালবাগ রোড, ঢাকা-১২১১
খান মোহাম্মদ মসজিদের সাথে (লালবাগের কেল্লার ৪০০ মিটার পশ্চিমে)
গুগল ম্যাপে লালবাগ কেল্লা থেকে ভ্রমণ বাংলাদেশ দিলে ম্যাপ দেখা যাবে ।

মন্তব্য ২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সাথে আছি বস, হতে চাই একজন রক্তযোদ্ধা। অনুষ্ঠানের দিন দেখা হবে ইনশাল্লাহ। :)

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৫

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: স্বাগতম.............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.