নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুপালী সিংহ

রুপালী সিংহ › বিস্তারিত পোস্টঃ

বাড়ি এবং পলায়ন সমাচার

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি মোবাইল এ বন্ধুর মেসেজ, জব্বর খবর আছে দোস্ত, ব্যাক দে| ভাবনা আসে, নিশ্চয়ই কোন বড় ভাই ধোলাই খাইছে | ব্যাক দিলাম, ঘটনা সেইরকম কিছু না| ঘটনা হইলো, প্রায় এক মাস আগে উচ্চমাধ্যমিক পড়ুয়া এক জোড়া কপোত কপোতী বাড়ি হতে পলায়ন করেছিল, তারা ফেরত এসেছে | খুব এক টা জব্বর খবর মনে হল না| কল এর টাকাটা নস্ট হল বলে মনে হলো | আরে ভাই এই ঘটনা তো ক্লাস এইট থেকে দেখতাছি | না না, আপনি যা ভাবতাছেন তা না, বড় ভাই বোন না, আমার ক্লাস মেট ই ভাগছিল| আর আমি সারা জীবনের অপদার্থ তখনো প্লাস মাইনাস এর মত নিরস জিনিস এর সাথে প্রেমের কি সম্পর্ক তা পরিস্কার ভাবে বুইঝা উঠতে পার ছিলাম না| ছিলাম না কেন বলি, এখনো তো খুব এক টা বুঝি মনে হয় না| যাই হোক, মুল কথায় আসি| তাহারা বাড়ি হইতে প্রায় চল্লিশ হাজার টাকা সমেত গায়েব হইয়াছিলেন, ফিরিয়া এসেছেন প্রায় খালি হাতে | মন্দ না, মন ভরে ফুর্তি তো করা গেছে! যাই হোক, যে কারণ এ লেখতে বসছি , কি হচ্ছে এসব দেশে! আমার সময় না হয় ক্লাস এইট, এখন সিক্স এ পড়া মেয়ে পলায়ন করিতেছে। ছেলেদের ব্যাপারে লিমিট টা সম্ভবত দশম শ্রেনী (এর নিচে কখনো শুনি নাই)। তবে আরও গুরুত্বপূর্ণ হলো, এরা আবার ফেরত আসতেছেন। কাহিনী কি! পলাইছ ভাল কথা, আবার ব্যাক কেন!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.