নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুপালী সিংহ

রুপালী সিংহ › বিস্তারিত পোস্টঃ

ওয়েবসাইট বিশেষজ্ঞরা হেল্পান প্লিজ!

১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩২

ওয়েবসাইট বিশেষজ্ঞরা হেল্পান প্লিজ :(

কাজ নাই তো খই ভাজ নীতিতে HTML এর ওপর লেখা একটা ইবুক আর গুটিকয়েক সফটওয়্যার ব্যবহার করে আমার স্বপ্নের ওয়েবসাইট এর ডিজাইন করে ফেলছি :-D

তয় কাহিনী হল ডোমেইন, হোস্টিং সম্পর্কে আমার তেমন কোন আইডিয়া নাই।

dot.tk তে ফ্রি ডোমেইন পাওয়া যায়, কিন্তু তা শুধু এক বছরের জন্য। আমি পারমানেন্ট ডোমেইন চাচ্ছি।

আর হোস্টিং সম্পর্কে বলতে গেলে আমার কোন জ্ঞানই নেই। শুধু জানি 3owl.com নামে একটা ওয়েবসাইট নাকি ফ্রী হোস্টিং দেয়।

কেউ হেল্প করেন প্লিজ।

আর..... আমার ফ্রী জিনিস একটু বেশি পছন্দ :-p

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪

শিহাব উদ্দিন আহমেদ বলেছেন: http://cu.cc সাইটে ফ্রি ডোমেন পাবেন, রিনিউ করতে পারবেন। প্রথমেই দুই বছরের জন্য ফ্রি রেজিষ্ট্রেশন করতে পারবেন। (কয়েক মাস আগের তথ্য)

আর ফ্রি হোস্টিং এর অনেক সাইট আছে। http://byethost.com কিংবা http://freehostia.com/ দেখতে পারেন।

http://www.prchecker.info/free-web-hosting.php এইখানে অনেক ফ্রি হোস্টিং সাইটের তালিকা আছে।

খালি ফ্রি! পয়সা দিয়ে কিছু করতে চাইলে আমি আছি।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৬

আন্ধার রাত বলেছেন:
আমার সমস্যাটা উল্টা। :D ডোমেইন আছে, হোস্টিং আছে। ওয়েবসাইট নাই, দূর্বল এইচটিএমএল জানার জন্য বানাতে পারিনা। আবার অনেকগুলো টাকা খরচ করার সাহস নাই। কেউ যদি কম টাকায় চমতকার একটা করে দিত, ইশ!

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

সামির কবির বলেছেন: আমি একজন ওয়েব জিজাইনার আপনাদের উত্তর দিচ্ছি :

আন্ধার রাত : আমার সাথে যোগাযোগ ০১৭১১১৯০৪৪৭

রুপালী সিংহ : আপনিও ফোন করুন : ০১৭১১১৯০৪৪৭

আশা করছি উভয়কে সাহায্য করতে পারবো।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

মুজাহিদুর রহমান বলেছেন:
dot.tk এর ডোমেইন এক বছরের জন্য না। আপনি চাইলে তা রিনিউ করতে পারবেন।

আর কেউ বিনামূল্যে ওয়েব সাইট বানাতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৫

শিহাব উদ্দিন আহমেদ বলেছেন: @ আন্ধার রাত- আপনার সাইট তো বানিয়েছিলাম। দেখুন: http://sua.cu.cc/

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

রুপালী সিংহ বলেছেন: আসলে একটি .com ওয়েবসাইট বানাতে চাচ্ছি, সাব ডোমেইন বিহীন। মানে sample.cu.cc নয় সম্ভব হলে sample.cc বা sample.com। কিছু টাকা পয়সাও খরচ করতে রাজি আছি। তবে তার পরিমাণ বড়জোর হাজার খানেক (কেউ হাইসেন না, আমি গরীব মানুষ) ।

@মুজাহিদুর রহমান ভাই আমি .tk তে ডোমেইন খোলার চেষ্টা করেছিলাম, কিন্তু এক বছরের বেশী সময়ের জন্য নিতে চাইলে টাকা চায়। আপনি কি নিশ্চিত এক বছর পর পুনরায় রেজিস্ট্রেশন করতে কোন সমস্যা হবে না? আসলে ওয়েবসাইট টা নিয়ে আমার বড় প্ল্যান আছে, হঠাৎ করে ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা চাচ্ছি না।

@শিহাব উদ্দিন আহমেদ ভাই, অনেক অনেক ধন্যবাদ।
আপনার দেয়া হোস্টিং গুলো কি আনলিমিটেড? হঠাৎ ডাউন হবে না তো?

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

সামির কবির বলেছেন: as said pls contact me for full support 01711190447

৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

সামির কবির বলেছেন: as said pls contact me for full support 01711190447

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬

শিহাব উদ্দিন আহমেদ বলেছেন: @রুপালী সিংহ দেশে-বিদেশে কিছু প্রতিষ্ঠান আছে যেখান থেকে আপনি ডোমেইন এবং হোস্টিং নিতে পারেন।

আপনার ইচ্ছাটা মনে হয় বুঝতে পেরেছি। আপনি যেহেতু দীর্ঘমেয়াদী চিন্তা করছেন, সেহেতু আমার পরামর্শ টাকা দিয়ে ডোমেইন কিনুন।

বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন দরে বেজিষ্ট্রেশন করে। এটা এক হাজার থেকে দেড় হাজার হতে পারে। অনেকে কম দামে করে দেয়ার লোভ দেখায়। কিন্তু তাদের অনেকেই এক বছর পর রিনিউ করার সময় সেটা উসুল করে নেয়।

তাই একটু বেশি খরচ করে হলেও ভালো প্রতিষ্ঠান থেকে রেজিস্ট্রেশন করা ভালো। আপনার একটি ই-মেইল ঠিকানার মাধ্যমে রেজিস্ট্রেশন করাবেন। এবং কন্ট্রোল প্যানেল বুঝে নেবেন।

http://www.eicra.com/domain-registration.php এরা ১০০০ টাকায় রেজিস্ট্রেশন করে দেবে। আরও অনেকেই আছে।

প্রতিবছর রিনিউ করলে ডোমেন আপনার, কেউ নিতে পারবে না। নিশ্চিত থাকুন।

আর হোস্টিং নিয়ে ভাববেন না। ওটা পছন্দ না হলে বদলে নিতে পারবেন। কেবল সাইটের ফাইল এবং ডাটাবেজের ব্যাকআপ রাখলেই হল।

ফ্রি হোস্টিং নিতে পারেন। অত খারাপ নয়। তবে ১০০% আপ আপনি পয়সা দিয়েও পাবেন না। কোন প্রতিষ্ঠান বিনা পয়সায় আনলিমিটেড হোস্টিং সুবিধা দেয় বলে আমার জানা নেই।

শুরুতে আনলিমিটেড হোস্টিং এর দিকে যাওয়ার প্রয়োজনও নেই। পরে আপনি বাড়িয়ে নিতে পারবেন।

৩০০ থেকে ৬০০ টাকায়ও হোস্টিং পাওয়া যায়। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান এটা করে।

যেমনটি আগে বলেছিলাম, আরও সহযোগিতা লাগলে আমি আছি। তবে অল্প স্বল্প পয়সা লাগবে :P :P :P :P :P
[email protected]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.