নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়াসি আহমেদ

ওয়াসি আহমেদ › বিস্তারিত পোস্টঃ

উপলব্ধি #১

২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

একজন বেশ ভালো গান গাইত। বীমা কোম্পানির দালাল হয়ে প্রতিদিন গতবাধা বুলি আওড়াতে আওড়াতে সেই গলায় এখন আর গান আসে কি না জানি না।
খুব ভালো গিটার বাজাত একজন। একসময় গিটারের ফ্রেটবোর্ডে উথালপাথাল ঘুরতে থাকা আঙুলগুলো এখন সার্জিকাল ব্লেড আর ফরসেপ আকড়ে ধরে থাকে সময় পেলেই।
আরেকজন ছিল, স্বপ্ন দেখত দেশবরেণ্য লেখক হবার। কোনো এক সরকারি দালানের ধুলোমাখা টেবিলে বসে ন'টা-পাচটা সময়ের খাঁচায় বন্দী হয়ে তাকে লিখে যেতে হয় গর্ভবতীর উদরসম বাদামী ফাইলে।
সাদা কাগজে পেন্সিলের আচড় কাটতে কাটতে আর্টিস্ট হবার ইচ্ছা হতো একজনের। জরাজীর্ণ পোস্টঅফিসের ঘুনেধরা ডেস্কে শরীর এলিয়ে কাগজের গায়ে অন্যের টাকার হিসাবনিকেশের আকিবুকি কাটার সময় সেই স্মৃতি ফিরে আসাটাও বোধহয় অপরাধ।
প্রবাদ আছে, শখের দাম লাখ টাকা। অথচ বাস্তবতার কুজ পিঠে নিয়ে সংসারধর্মে দীক্ষিত যুক্তিবাদী মানুষটার কাছে কিন্তু "টাকা কামানোটাই" শখ হয়ে দাঁড়ায় একসময়।
শৈশব- কৈশোরের দুমড়ে মুচড়ে যাওয়া স্বপ্নগুলোকে আপন ভাবাটাও আদিখ্যেতা বলে মনে হয় একসময়।
পিকাসো,রবীন্দ্রনাথ,বব ডিলানকে পৃথিবী মনে রাখে চিরকাল। এদিকে কতশত জীবনানন্দ দাশ আর ভ্যান গগেরা নিজের শিল্পসত্বাকে মাটিচাপা দিয়ে যুদ্ধে বেরিয়ে যায় প্রতিদিন।
বিস্মৃত! অবহেলিত! পদদলিত!
জীবন নামের সেই চলমান যুদ্ধে বিজয়ী হয়-ই বা ক'জন?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.