নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়াসি আহমেদ

ওয়াসি আহমেদ › বিস্তারিত পোস্টঃ

নীল তিমি

১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২২

শফিকের মনে অনেক দু:খ, এইচ এস সি পরীক্ষায় ফেলের পর ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে গেছে।

যদিও শফিক ফেসবুক এবং আস্তাগফিরুল্লাহ সাইট বাদে ইন্টারনেটের অন্য কোন ইউজ জানে না, তবুও গুতাগুতি করে সে "ব্লু হোয়েল" গেম খেলার ব্যবস্থা করে ফেলল।

বুকের আগুন নেভাতে শফিক একটানা খেলতে লাগল। একদিন গেমের অ্যাডমিন তাকে আদেশ দিল, হাত কেটে তিমি মাছের ছবি আঁকতে হবে।

শফিক নাইন্টি'স কিড; ছোটবেলায় বিটিভিতে ফেরদৌসি আপার মুখে "তিমি মাছের নাম তো জানো, জানো কি তার পরিচয়' গানটা শুনেছে অনেকবার। সেই মাছের চেহারা মনে করে রান্নাঘর থেকে একটা ধারালো ছুরি নিয়ে কম্পিউটারের সামনে বসল সে। কিছুক্ষণ ইতস্তত করে একটানে হাত কেটে নকশা করার কাজটা সেরে ফেলল।

মেঝেতে রক্ত জমতে শুরু করেছে।

কিন্তু এডমিনকে ছবি পাঠানোর সাথে সাথে ওকে গেইম থেকে ডিসকোয়ালিফাই করে দেয়া হলো। এডমিন ওকে টাকলা ভাষায় ম্যাসেজ পাঠাল, 'shafik tumi kala parana'।

রাগেদু:খে শফিক নিজের হাতে সদ্য আঁকা নকশার দিকে তাকিয়ে উপলব্ধি করল, জিনিসটা মোটেও তিমি মাছের মতো দেখাচ্ছে না। দেখতে বরং অনেকটা সসেজ কিংবা অন্য কিছুর মতো...

তখন শফিকের মনে পড়ল, ছোটবেলায় ড্রয়িং পরীক্ষায় ডাবল জিরো পাওয়ার কথা। এইচ এস সি'র বায়োলজি পরীক্ষাতেও বোধহয় প্রাণিকোষের ছবিটা অন্ডকোষের মতো হয়ে গিয়েছিল...

রাগেদু:খে শফিক ব্লু হুয়েল খেলা বন্ধ করে ঘুমাতে গেল। কারণ ..... ঘুমে থাকলে হিসাব থাকে না।

#উপদেশ: ব্লু হোয়েল খেলার আগে আঁকাআঁকি শিখে নেয়া ভালো।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

মার্কো পোলো বলেছেন:
চমৎকারভাবে উপস্থাপন করেছেন। ভাল লাগলো। :)

২| ১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

অনিক_আহমেদ বলেছেন: হা হা হা। যাক, যারা আকা-আকিতে কাচা নিজের সম্মান রক্ষার জন্য হলেও অন্তত এই ব্লু হোয়েল থেকে দূরে থাকবে।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

অভিজিৎ দাস বলেছেন: হা হা হা
দারুণ! দারুণ! দারুণ! :D

৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫০

টারজান০০০০৭ বলেছেন: প্রাণিকোষের ছবিটা অন্ডকোষের মতো হইলে ব্লু হোয়েলটা কিসের মতো হইছিলো ভাবছি ! ইহা দেখিয়াই অ্যাডমিন বোধহয় অক্কা পাইছিলো ! :D :) :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.