নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়াসি আহমেদ

ওয়াসি আহমেদ › বিস্তারিত পোস্টঃ

হন্তারকের খোঁজে

১৩ ই জুন, ২০১৮ রাত ১১:৫৫

ভরদুপুরে, রাস্তাঘাট লোকে লোকারণ্য।
কাকে 'কাকারণ্য' ইলেকট্রিক খাম্বার তার।

এমন সময় ফুটপাতে দাঁড়িয়ে
কখনও কি মনে হয়-
অজ্ঞাত কেউ চোখের আড়ালে ছুটে এসে
চকচকে রূপালী ছুরি বসিয়ে দেবে শরীরে?

চামড়া ভেদ করে,
আঁশের মতো এবড়ো-থেবড়ো মাংস ফুঁড়ে,
ধমনী-শিরা ছিন্নভিন্ন করে ফিনকি দিয়ে রক্ত ছুটবে?

দর্শক জমবে একদল,
আবার কপাল কুঁচকে ব্যস্ত ভঙ্গিতে
নিজের গন্তব্যে ছুটবে কেউ কেউ?

অথচ, লাশ হয়ে লুটিয়ে পড়ার আগে,
সেই অনাবিষ্কৃত হন্তারকের সাথে শেষ দেখা হবে না আর!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৮ রাত ১২:০০

কাইকর বলেছেন: বাহ.......সুন্দর

২| ১৪ ই জুন, ২০১৮ সকাল ৯:২৯

ঋতো আহমেদ বলেছেন: কবিতা ভালো হয়েছে। যদি অনুমতি দেন তো কিছু গঠনমূলক সমালোচনা করি -

'কখনও কি মনে হয়' এর পর '?' টা না হয়ে ( - ) হলে ভালো। কারণ, এর পর প্রতিটি প‍্য‌ারা এই মনে হয় কিনা প্রশ্নের উপর দাঁড়িয়ে। আর, 'কেউ কেউ' এর পর (।) নয়, ওই প্রশ্নেই আছি পাঠক; তাই ওখানে (?) হলে ভালো। অথবা কোনো বিরাম চিহ্ন না হলেও হয় ।

টাইপো অনাবৃষ্কিত-কে অনাবিষ্কৃত করতে হবে মনে হয়। শুভ কামনা রইল।

১৫ ই জুন, ২০১৮ রাত ২:৫৯

ওয়াসি আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই। দুটো টাইপো ছিল ( '?' টা না হয়ে ' -' আর অনাবৃষ্কিত)। ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ ^_^

৩| ১৪ ই জুন, ২০১৮ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: ঈদের ছুটি
অপশন দুটি
খেলব ফুটবল পড়ব বই
শিশুবুড়োর হুল্লা- হইচই।

৪| ১৪ ই জুন, ২০১৮ দুপুর ১:১৮

ওয়াসি আহমেদ বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.