নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Wasiful Gofur Abir\n\nFacebook ID: Wasif Abir

দ্যা বান্দর

দ্যা বান্দর › বিস্তারিত পোস্টঃ

ধর্ম ও সংস্কৃতি: সহযোগী না প্রতিদ্বন্দি?

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৫

ফি-বছর প্রাক-নববর্ষকালে অনলাইনে ধর্ম ও সংস্কৃতি নিয়ে বিতর্ক দেখা যায়। আমি মুখ্যু-সুখ্যু মানুষ। তারপরও এ বিষয়ে আমার একান্তই নিজস্ব কিছু মতামত তুলে ধরতে চাই।



ধর্ম আর সংস্কৃতির সম্পর্কটা কী অথবা কেমন হওয়া উচিত আর এটা নিয়ে আমি কী মনে করি এটা একটা ছোট্ট উদারণ দিয়েই দেখাতে পারি। ধরুন, বাড়িতে মেহমান এসেছে। ধর্ম বলে, খাতিরদারী কর। এখন খাতিরদারী কীভাবে করবেন? আপনার আঞ্চলিক বা পারিবারিক রেওয়াজ যদি থাকে চা দিয়ে আপ্যায়ন, তাহলে চা দিবেন। যদি থাকে কফি দিয়ে আপ্যায়ন, তাহলে কফি দিবেন। এটাই সংস্কৃতি।



সংস্কৃতি হল আপনার মূল্যবোধ, পোশাক-পরিচ্ছদ, খানাপিনা, ব্যবহার্য জিনিসপাতি, জীবিকা, বিনোদন ইত্যাদির সমষ্টি। সংস্কৃতি সৃষ্টি হয় কোন অঞ্চলের জলবায়ু, ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্যের সাথে খাপ খাইয়ে টিকে থাকতে মানুষ সে অঞ্চলের প্রাকৃতিক সম্পদকে যেভাবে ব্যবহার করে- তা থেকে। তাই অঞ্চলভেদে সংস্কৃতি ভিন্ন হয়। (আবার মুক্ত বাজার অর্থনীতির বদৌলতে ব্যাপারটা কেবল সে অঞ্চলের প্রাকৃতিক সম্পদে সীমাবদ্ধ থাকে না। তারপরও কোন অঞ্চলের জলবায়ু, মানুষের রুচির বিপরীতে নতুন জিনিস ঢুকাতে হলে যথেষ্টই বেগ পেতে হয়।)



তাহলে ধর্মের ভূমিকা কী? আমার মতে এখানে ধর্ম দ্বৈত-ভূমিকা পালন করে। এক হল, ধর্ম সাজেশ্চন বা গাইডের মত কাজ করে- দেখিয়ে দেয় সংস্কৃতির বিশাল ভাণ্ডার থেকে কোনটা কোনটা বেছে নিলে কোন ক্ষতি হবে না। দুই, ধর্ম সংস্কৃতিতে নতুন জিনিস যোগও করতে পারে। যেমন মুসলিমদের সুন্নত হল, পাজামা-পাতলুন টাখনুর উপর রাখা। এটাও সংস্কৃতির অংশ হয়ে যায়।



As simple as this...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.