নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Wasiful Gofur Abir\n\nFacebook ID: Wasif Abir

দ্যা বান্দর

দ্যা বান্দর › বিস্তারিত পোস্টঃ

ব্যাখ্যা

২৫ শে জুন, ২০১৩ রাত ১০:৫৫

প্রশ্ন: উৎস, প্রসঙ্গ উল্লেখপূর্বক নিচের পঙক্তিটির ব্যাখ্যা লিখ:



"পুত কইরা দিমু আমি, পুত কইরা দিমু

পুত কইরা দিমু আমি, পুত কইরা দিমু।।



পুত কইরা দিলে তোরা ধ্বংস হইয়া যাবি

কবরে গিয়া কোর্মা-পোলাও রাইন্ধা খাবি।।"



উত্তর: আলোচ্য পঙক্তিটি ডিপজলের 'পুত কইরা দিমু' গান থেকে নেয়া হয়েছে। এখানে ডিপজলের 'পুত' করে দেবার মনস্কামনা ব্যক্ত হয়েছে।



ধ্বংসকামিতা মানব চরিত্রের অন্ধকার দিকের এক কদাচিৎ-প্রকাশিত বৈশিষ্ট্য। শত্রুসংকুল কিংবা প্রতিকূল পরিবেশ এই বৈশিষ্ট্য বা মনোভাবের চারণক্ষেত্র। প্রথম দুই চরণে ডিপজল তার এই মনোভাব অত্যন্ত মুন্সিয়ানার সাথে সুচারুরূপে প্রকাশ করেছেন। চরণের দ্বিরুক্তি ডিপজলের এই মনোভাবের তীব্রতারই পরিচায়ক। ধ্বংসকামনা পূরণে 'পুত' নামক এক নতুন পদ্ধতির আবিষ্কার ডিপজলের সৃজনশীলতার পরিচয় বহন করছে।



পরবর্তী দুই চরণ আধ্যাত্মিকতামূলক। বাংলায় বাউল-সূফীদের হাত ধরে যে আধ্যাত্মিকতার চর্চা যুগ যুগ ধরে চলে এসেছে, তা ডিপজলের হাতে নতুন রূপ লাভ করেছে। শেষ দুই চরণে শত্রুপক্ষের পরকাল নিয়ে ডিপজলকে ভাবিত দেখা গেছে। তিনি শত্রুপক্ষ যেন কবরে গিয়ে কোর্মা-পোলাও আস্বাদন করতে পারে সেই প্রার্থনা করেছেন। অর্থা‌‌‌ৎ তিনি শত্রুদের প্রতি যে ক্ষোভ মনে লালন করেন তা পার্থিব জীবনেই সীমাবদ্ধ রাখতে চান এবং পরকালে তাদের মঙ্গল কামনা করেন। এটি নি‌‌‌ঃসন্দেহে ডিপজলের উদারতাকে প্রকাশ করছে যা এ যুগে বিরল।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৩ রাত ১১:০১

ইমরাজ কবির মুন বলেছেন:
গানটা মারাত্মক, ভিডিওটাও।
আমার হাতে "বমি অ্যাওয়ার্ড" দেয়ার ক্ষমতা থাকলে এ গানটা নিঃসন্দেহে বিজয়ী হৈতো ||

২৫ শে জুন, ২০১৩ রাত ১১:২২

দ্যা বান্দর বলেছেন: এ জাতীয় পোস্ট দেবার পর ভয়ে ভয়ে থাকি। যখন দেখলাম ২টি মন্তব্য মনে করসিলাম ২টা গালি খাইসি। হাপ ছাড়লাম

২| ২৫ শে জুন, ২০১৩ রাত ১১:০৭

শ্রীঘর বলেছেন: চুদুরবুদুর নামে যদি একটা সাইট থাকে তাইলে পুতকইরাদিমু নামে একটা সাইট বানানোর প্রস্তাব...

২৫ শে জুন, ২০১৩ রাত ১১:২৪

দ্যা বান্দর বলেছেন: বানান তাইলে। কিচু মানুষরে পুত করতে পারলে আসলেই শাস্তি পাওন যাইত...

৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২

হাসান মাহবুব বলেছেন: ব্যাখ্যা বিশ্লেষণ ব্যাপক হৈসে।

২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৫

দ্যা বান্দর বলেছেন: দ্বিতীয় বারের মত কোন সিনিয়র ব্লগারের মন্তব্য পেলাম। ধন্যবাদ হামা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.