নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Wasiful Gofur Abir\n\nFacebook ID: Wasif Abir

দ্যা বান্দর

দ্যা বান্দর › বিস্তারিত পোস্টঃ

ব্রিটিশ রাজ শিশু ও আমার স্মৃতিচারণা

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৬

ব্রিটিশ রাজশিশুর জন্ম লইয়া বাঙালি জাতির হাউকাউ এখনও তাহাদিগের মনোজগতে কলোনিয়্যাল মনোবৃত্তির অস্তিত্বের প্রমাণ- ইহা লইয়া অনলাইনে অনেকেই উষ্মা প্রকাশ করিয়াছেন। তো, সেই মওকায় আমিও আমার স্কুল জীবনের একখানা ঘটনা শুনাইতে চাই।



আমি ক্লাস নাইনে থাকিতে স্কুলে একবার ইউ.কে হইতে একদল ফিরিঙ্গি পরিদর্শকের আগমন ঘটিল। তাঁহাদিগের আগমন উপলক্ষে শিক্ষক-শিক্ষিকাবৃন্দের উদ্যমের অন্ত নাই! উচ্চতর গণিত ক্লাসে দেখিলাম স্যার কালো টাইসমেত শার্ট টাগ করিয়া আসিয়াছেন। আসিয়াই হুংকার, “আদ্যকাল তোমাদিগকে ইংরেজীতে ক্লাস লইব।” বোর্ডে বড় বড় করিয়া ইংরাজীতে সবচেয়ে সহজ বিষয়ের নাম লিখিলেন-‘সেট’। তা বেশ। জনাকয়েক মেধাবীদের ক’খানা প্রাসঙ্গিক ইংরাজী প্রশ্নও শিখাইয়া দিলেন- পড়া বুঝানোর মাঝে জিজ্ঞেস করিবার জন্য। অতঃকপর অপেক্ষার দীর্ঘ প্রহর। এদিকে ইতর ছাত্রবৃন্দের ধৈর্য্যের বাঁধ টুটিয়া গেল। তাহারা তাহাদিগের স্বভাবসুলভ হট্টগোলে নিমগ্ন হইল। পাশের ক্লাসরুমে ইতিমধ্যে ফিরিঙ্গির দল হাজির। ছাত্রবৃন্দকে সামলাইতে স্যারের প্রাণান্তকর চেষ্টা। এরই মধ্যে এক ছাত্র বলিয়া উঠিল, “এ্যাই সবাই চুপ। পাছে যদি স্যার তাঁহার মুখস্ত করা ইংরাজী লেকচার ভুলিয়া যান...”



অতঃ পর দীর্ঘ অপেক্ষার প্রহর কাটিল। ফিরিঙ্গির দল আমাদিগের ক্লাসে না আসিয়াই ফ্লোর ত্যাগ করিল। কালো টাইখানা হতদ্যম হইয়া স্যারের কণ্ঠ আলিঙ্গন করিয়া ঝুলিতে থাকিল...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.