নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Wasiful Gofur Abir\n\nFacebook ID: Wasif Abir

দ্যা বান্দর

দ্যা বান্দর › বিস্তারিত পোস্টঃ

এক মহল্লার গল্প

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩২

এক মহল্লায় বেশ কিছু বদ লোক ছিল। মহল্লার সব পিচ্চি পোলাপাইন ঠিক করল বদ লোকগুলা যখন রাস্তা দিয়া হাঁইটা যাইব, উপরে বারান্দা থেকা তাগো মাথায় পানি ফালাইব। যেমন কথা তেমন কাজ। বদ লোকেরা পড়ল মহা মুসিবতে। উপর থেকা ঝপ কইরা পানি পড়ে, বাড়িতে গিয়া আবার কাপড় বদলায়া আইতে হয়। উপরে তাকায়া বুঝাও যায় না কে পানি ফালাইল। কারণ পিচ্চিরা পানি ফালায়া লগে লগে দৌড়। আবার পিচ্চিরা নিজের বাড়ি থেকা পানি ফালায় না। তাই কাউরে নালিশও দেওন যায় না।



তো, সব বদ লোকেরা মিলা সিদ্ধান্ত নিল, এখন থেকা ছাতা মাথায় চলব। এদিকে পিচ্চিরা ছাতা দেইখা ডজ খাইলেও পরে ট্যাকটিক বদলাইল। এবার তারা ময়লা পানি ঢালে। ময়লা ছাতা তো আর লগে রাখন যায় না। বদ লোকেরা আবার মুসিবতে।



বদ লোকেরা তারপর ভাবতে লাগল কী করন যায়। মহল্লায় দুই জন সম্মানি ব্যক্তি ছিল। একজন মসজিদের ইমাম সাহেব। আরেক জন এক মুক্তিযোদ্ধা। তারা বুড়া মানুষ। রোদ সহ্য হয় না তাই শীতকাল বাদে মোটামুটি সব সিজনেই লগে ছাতা থাকে। ইমাম সাহেবেরটা গাঢ় সবুজ রঙের। মুক্তিযোদ্ধারটা লাল-সবুজ। বদ লোকেরা ঠিক করল তাগো মত ছাতা কিনব। সব বদ লোক তাই করল। যে যার ভাও বুইঝা কেউ সবুজ ছাতা, কেউ লাল-সবুজ লয়া বাইর হয়। এইবার পোলাপাইন প্যাঁচে। তারা আর মাথায় পানি ঢালতে পারে না। বদ লোকরাও হ্যাপীলি লিভড এভার আফটার।



নটে গাছটি মুড়োল।

আমার গল্প ফুরোল।



গল্প পড়ে কেউ যদি এটার কোন মানে বের করতে চায় বা বাস্তবের সাথে মিল খুঁজে তবে তা পাঠকের একান্ত ব্যক্তিগত চিন্তা বলে গণ্য করা হবে। লেখক দায় নিবেন না। ;-)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ২:৫৫

অর্থনীতিবিদ বলেছেন: শেষ পর্যন্ত বদ লোকদেরই জয় হলো? অথচ আমি ভেবেছিলাম লাল-সবুজ ছাতার বিপরীতেও বদ লোকদের শায়েস্তা করার জন্য অন্য কোন বুদ্ধি বের করে ফেলবেন।

৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৩

দ্যা বান্দর বলেছেন: ঐ ছাতাই তো সব গিট্টু লাগায় দিল...

বুদ্ধি বাইর করা এখন তামাম দেশের পোলাপানের লেগা চ্যালেঞ্জ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.