নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Wasiful Gofur Abir\n\nFacebook ID: Wasif Abir

দ্যা বান্দর

দ্যা বান্দর › বিস্তারিত পোস্টঃ

ফেইসবুকে লেখা বাজারজাতকরণ

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৪

মানুষ স্বভাবতই অর্জনপ্রত্যাশী। বাঙালিও তাই। কিন্তু আফসোস! অধিকাংশ বাঙালির এ তাড়না চালিত হয় হুজুগের উপর ভর করে। উদাহরণস্বরূপ অনেক কিছুরই নাম নেয়া যায়। যুগে যুগে বহু হুজুগ বাঙালির উপর চড়াও হয়েছে। বর্তমানে সবচেয়ে চালু হুজুগ- ফেইসবুকে লেখালেখি করে বিখ্যাত হওয়া।



তবে এর মাধ্যমে অনলাইনে যারা লেখালেখি করেন সবাইকে অপমান করছি না। ভাল একটা অংশই আছেন যাদের লেখা আমাদের শুধু আনন্দই যোগায় না, চিন্তা-ভাবনার খোরাকও যোগায়। আমার দ‌‌‌ু:খবোধ তাদের প্রতি যাদের মধ্যে কোন মালমসলা নেই কিন্তু তারপরও নিজেদের নিয়ে ডিলিউশানে ভোগে আবার কোত্থেকে যেন নাচুনে বুড়িকে ঢোলের বাড়ি দিতে হাজারে হাজারে লোকজন হাজির হয়ে পড়ে। যার যা মন চায় লিখতে পারে, আমি বলার কে! এই আমিও তো যা মন চায় লিখছি। কিন্তু সমস্যা হয় তখন যখন তারা এসব লেখা বাজারজাত করার চেষ্টা করে। তাদের টার্গেট মার্কেট হিসেবে ব্লগের চেয়ে ফেইসবুকের গুরুত্ব বেশি।



তো আজকে আপনাদের সাথে আলোচনা করব, লেখা বাজারজাতকরণে বহুল ব্যবহৃত টেকনিক নিয়ে।



লেখা বাজারজাতকরণে সবচেয়ে ব্যবহৃত টেকনিক দুই রকমের- মোর স্মার্ট ওয়ে আর লেস স্মার্ট ওয়ে।



লেস স্মার্ট ওয়ে:



১) লেস স্মার্ট ওয়ের কাজ শুধু মাত্র ফেইসবুকে। এই টেকনিকে প্রথম ধাপ হলো- আজগুবি ফ্যান্সি নেইম দিয়ে একটা আইডি খোলা। এই নামটা হতে হবে কোনরকমের দর্শন, কাব্যময়তা, সোজা কথায় যে কোন অর্থগত তাৎপর্যমুক্ত, সমসাময়িক ঘটনা সংশ্লিষ্ট, ক্যাচি, হাস্যকর, স্ববিরোধী হলে ভাল হয়।



২)এবার ধুমিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট যাকে তাকে। ধরুন, 'জাহিদ' নাম দিয়ে সার্চ দিলে যতজন বাংলাদেশি পাওয়া যায় ততজনকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হবে কিনা সে টেনশন দূরে রেখে পাঠাতে হবে। ১০ জন ইগনর করলেও ২০ জন তো অ্যাকসেপ্ট করবেই। আজাইরা মানুষের অভাব নেই।



৩) এরই মাঝে লেখালেখি চালিয়ে যেতে হবে। তবে নিয়ম করে প্রতিষ্ঠিত ফেইসবুক লেখক এবং স্বজাতিদের স্ট্যাটাস আপডেটে কমেন্ট করতে হবে। এভাবেই চালিয়ে যেতে হবে।



সুবিধা:



১) ফেইসবুকে তাল দেয়ার জন্য আজাইরা মানুষের অভাব নেই।

২) শেয়ার অপশনের কারণে ফেইসবুকে বিনিয়োগবান্ধব পরিবেশ।

৩) চ্যাটের মাধ্যমে খাতির করার সুযোগ।



অসুবিধা:



১) অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট রিজেক্ট হয়ে গেলে ফেইসবুক থেকে রিকোয়েস্ট পাটানোয় নিষেধাজ্ঞা জারি হতে পারে।

২) এই টেকনিকে সিরিয়াস পাবলিকদের ফাঁকি দেয়া যায় না যেটা পরের টেকনিকে আছে।



মোর স্মার্ট ওয়ে:



১) এটার জন্য ফেইসবুকের পাশাপাশি ব্লগও লাগবে। প্রথমে ব্লগে একটা আইডি খুলতে হবে, সামওয়্যারইন হলে ভাল হয়। এখানে বিভিন্ন মতধারার মানুষ আসে। আইডির নামকরণের ক্ষেত্রে প্রথম টেকনিকের উল্টো নিয়ম মানতে হবে। সিরিয়াস নাম মাথায় না আসলেও অসুবিধা নেই, সিরিয়াস শোনায় এমন নাম লাগবে।



২) এবার কী? লেখালেখি শুরু? ভুলেও না। ব্লগে এত সহজে পার পাবেন না। এখানে আজাইরা মানুষ কম আর ঠোঁটকাটা মানুষ বেশি।



৩) মাঝেমাঝে টুকটাক লিখলেও চলবে। কিন্তু সাবধান! মানুষ যেন না বুঝে ভেতরে মালমসলা নেই। আসল কাজ হবে বিভিন্ন বিখ্যাত ব্লগে মন্তব্য করায়। সেটা কঠিন কিছু না। "অস্থির হইছে/চরম", সিরিয়াস লেখার ক্ষেত্রে "অনেক ভাল লাগল। এরকম লেখা আরও চাই।" এসব মন্তব্যও ব্লগাররা গুরুত্বের সাথে নেন। এভাবে বিখ্যাত ব্লগারের সাথে জান-পেহচান বাড়াতে হবে। ব্লগে দলাদলি হয়। কোন দলে ঢুকে পড়তে হবে। এজন্যই অনেক ব্লগারের পোস্টের মাঠ খা খা, মন্তব্য করে বসে আছেন ১৫,৩৫২...



৪) মোটামুটি একটা পরিচিতি দাঁড়িয়ে গেলে আপনি ফেইসবুকে আসার ইয়েস কার্ড পেয়ে গেলেন। এবার একই নাম দিয়ে ফেইসবুক আইডি খুলতে হবে। নামের আগে ব্লগার রাখা যায় কিংবা 'Works as'-এ 'ব্লগার অ্যাট অমুক ব্লগ' দিয়ে রাখা যায়।



৫) এবার ফেইসবুকে জান-পেহচান করা বিখ্যাত ব্লগারদের খুঁজে বের করে পরিচিতিটাকে কাজে লাগাতে হবে। তাদের অ্যাড দিন। স্ট্যাটাস আপডেটে নিয়মিত মন্তব্য করুন। তখন সেই বিখ্যাত ব্লগাররা অন্য কারও কমেন্টে গুরুত্ব না দিলেও শুধু আপনার সাথে রিঅ্যাক্ট করবে (পোস্টে লাইক, রিপ্লাই দিবে)। গণমানুষের চোখে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আবির্ভূত হবেন। গণমানুষের চোখে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আবির্ভূত হবেন। চামে রিস্ক নিয়ে ট্যাগ দিয়ে পোস্টও দিতে পারেন।



৬) এইবার এইবার খুকু চোখ খুলবে! লেখা শুরু করুন। আপনার আজাইরা আইটেম ডেলিভারি দিন। আপনার ব্লগার তকমার জন্য মানুষ অন্তশূণ্যতা ধরতে পারবে না। বরং মনে করবে সিরিয়াস মানুষটা বিনোদনের জন্য সাময়িকভাবে গণমানুষের কাতারে নেমে এসেছেন। চলতে থাকবে।



সুবিধা:



১) এবার সিরিয়াস পাবলিকদের ফাঁকি দেয়া যাবে।



অসুবিধা:



১) ব্লগে বিখ্যাতদের সাথে বন্ধুত্ব হলেও শত্রুও কম পাবেন না।



আমার সব কথা শুনে এসব মানুষদের আবার ঘৃণা করবেন না, সহানুভূতি রাখবেন। মনে রাখতে হবে, ব্লাড ডোনেশন, চিকিৎসার টাকা তোলা, শীতার্তদের বস্ত্র- ইত্যাদির সফল ক্যাম্পেইনে ইনাদের অবদান আছে। এক জায়গায় হাজার মানুষ জড়ো করা কম কথা না। কিন্তু আফসোসটা হল, তারা হুজুগে ভুলে নিজেদের আসল পটেনশিয়াল সম্পর্কে উদাসীন হয়ে পড়ছেন। ভাই, মহান মানুষ হবেন- এমন ইচ্ছাকে স্বাগত জানাই। কিন্তু সাধারণ মানুষ হিসেবে অফলাইনে আপনার উপর অর্পিত দায়িত্বগুলো (পড়াশোনা, পারিবারিক দায়িত্ব, কাজ ইত্যাদি) ঠিকঠাক মত করছেন তো? না করলে এখনও কিন্তু মানুষও হতে পারেন নি, আপনি এখন বনমানুষ। একলাফে মহান মানুষ হতে গেলে বরং মহান বনমানুষ হবার সম্ভাবনাই প্রবল।



A reminder to me first and foremost.

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩১

সৈয়দ ওমর হাসান বলেছেন: চমৎকার িলেখেছন েবশ স্মার্ট েলখা।

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০০

দ্যা বান্দর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ

২| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১৪

বৃত্তে বন্দী বলেছেন: মনের কথা বলেছেন

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০১

দ্যা বান্দর বলেছেন: আপনাকেও পড়ার জন্য ধন্যবাদ

৩| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

তাহমিদুর রহমান বলেছেন: View this link

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০১

দ্যা বান্দর বলেছেন: আপনাকে তিরস্কার

৪| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

দুষ্টু ছোড়া বলেছেন: "লেখক বলেছেন: আপনাকে তিরস্কার "
তিরস্কার দেন কেন? বেচারাতো আপনার দেয়া তত্বই ফলো করছেন। ;)

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

দ্যা বান্দর বলেছেন: উনি যেটা করেছেন সেটা মোর/লেস কোন স্মার্ট ওয়েই না, এটা হল আনস্মার্ট ওয়ে।
উনি তার ওয়েবসাইটের উপর একটা ব্লগ লিখে আরও সফল ক্যাম্পেইন চালাতে পারতেন।

৫| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৬

কামরুল আহসান খান বলেছেন: ভালো লিখেছেন।এধরনের লেখা আরো চাই ;) :P

২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৯

দ্যা বান্দর বলেছেন: লগে থাইকেন। লাইকের বাজারে একলগে লাভ তুলুম।

৬| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৪

জাগতিক ভালবাসা বলেছেন: ভাল লিখেছেন।এই ধরনের লেখা আর ও চাই।

২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৯

দ্যা বান্দর বলেছেন: লগে থাইকেন। লাইকের বাজারে একলগে লাভ তুলুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.