নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Wasiful Gofur Abir\n\nFacebook ID: Wasif Abir

দ্যা বান্দর

দ্যা বান্দর › বিস্তারিত পোস্টঃ

আমার বিগত কয়েক দিনের ফেইসবুক স্ট্যাটাস আপডেটস (সিরিয়াস কিছু নাই, ফালতু) পার্ট-১

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২১

লোকেশন: টং দোকান



সিন ওয়ান, টেক ওয়ান, অ্যাকশন



“ধুর! টিভিতে নিউজ দেখলেই মনটা খারাপ হয়া যায়।”, টং দোকানের অন্যপাশের টুলগুলো থেকে শোনা গেল । দেশ ও জাতি বিষয়ক সিরিয়াস আলোচনার আভাস পেয়ে ঘাড় উঁচু করলাম ।



“এই যে নিউজের মাইয়্যাগুলা, সুন্দর চেহারা-ফিগার - কই একটু নাচ-গান, আনন্দ-বিনোদন করব; তা না, খালি নিউজের স্ক্রীপ্ট মুখস্ত কইরা বকবকবক! ”



চা গলায় আটকে বিরাট একটা বিষম খেলাম...



সিন ওয়ান, টেক টু, অ্যাকশন



“ধুর! বাড়ির থে' বাইর হইলেই মেজাজটা খারাপ হয়া যায়।”, টং দোকানের অন্যপাশের টুলগুলো থেকে শোনা গেল। দেশ ও জাতি বিষয়ক সিরিয়াস আলোচনার আভাস পেয়ে ঘাড় উঁচু করলাম।



“আরে বংশাল থেকা বাবুবাজার যামু। আধা ঘন্টা জ্যামে বয়া, মাথার উপরে রইদ, প্যাঁপোঁ ভ্যাঁভোঁ, ডাস্টবিন থেকা ময়লা উপচায়া রাস্তায় গড়াগড়ি খাইতেছে... তার উপরে আবার যে কয়টা সিনেমার পোস্টার লাগাইছে- তার উপরে আবার 'জশনে জুলুছে খানকা শরীফের' পোস্টার লাগায় থুইছে, চাঁন-তারার নিচে খালি নায়িকার ঠ্যাং দুইটা বাইর হয়া রইছে, আর কিচ্ছু দেখা যায় না... আরি ব্যাটা বেকুব পোস্টারওয়ালা! তোর মনে জশন লাগছে তুই গিয়া জুলুছ করগা... আমগো পোলাপাইনের শখ আহ্লাদ নাই নাকি?”



চা গলায় আটকে বিরাট একটা বিষম খেলাম...

29 minutes ago • Dhaka



ওই মুসল্লির বাচ্চা, ওই! তোর পাছা দেখার লেইগা মসজিদে আইছি? প্যান্টটা একটু তুইলা পড়লে কী সমস্যা?

last Tuesday • Dhaka



আস্তাঘফিরুল্লাহ! ছি: কি বাজে ফটো! দেশটা উচ্ছন্নে গেল! দেখি আরেকটু জুম করেন তো...

about a week ago • Dhaka



একেবারে ছোট্টবেলায় মসজিদে একটা ফাইজলামি করতাম। জামাতে সবাই যখন সিজদায় চলে যেত, আমি সবার সাথে সাথে যেতাম না, আগে আঙ্গুল দিয়ে ভার্চুয়াল কপের মতো সবগুলোকে ঢিঁচিয়া ঢিঁচিয়া গুলি করে মারতাম। ব্যাপারটা আমার জন্য বেশ মজার ছিল, গুলি করার সাথে সাথে মানুষ মেঝেতে লুটিয়ে পড়ছে। তারপর চারপাশ দেখে অনুতাপে আত্মহত্যা করে নিজেও সিজদায় যেতাম।



আজকের দিনেও অর্থহীন বালসুলভ ফাইজলামিগুলো ফিরিয়ে আনতে মন চায়। রাস্তা পার হবার সময় অ্যাকশন মুভিগুলোর মতো "nowwww" চিল্লানি দিব। এরপর একজন ছুটে আসতে থাকা গাড়িগুলোকে গুলি করে করে cover দিতে থাকবে আর বাকিরা নিরাপদে রাস্তা পার হব...

about 2 weeks ago • Dhaka



বাস ক্যাঁচাল



সিন ওয়ান, টেক ওয়ান, অ্যাকশন



-ভাই, আপনের পায়ের নিচে নরম নরম কিছু টের পাইতেছেন? নরম নরম?

-আরে ভাই তাই তো, কী ব্যাপার বলুন তো...

-ওইটা আমার পা... আপনের পা-টা একটু তোলেন...



সিন ওয়ান, টেক টু, অ্যাকশন



-ভাই, আপনের পায়ের নিচে নরম নরম কিছু টের পাইতেছেন? নরম নরম?

-কই না তো...

-আর টের পাইবেন কেমনে? পাড়ায়া তো ল্যাটকা কইরা দিছেন...

about 2 weeks ago • Dhaka



-অ্যাসাইনমেন্ট তো ভালোই করসো, কিন্তু কভার পেইজে আমার নামের নিচে শুধু 'লেকচারার' লিখসো কেন? আমি তো 'সিনিয়র লেকচারার' হয়ে গেসি- জানো না?



- হে হে স্যার, একটু মিষ্টি-টিষ্টি খাওয়াইলে নাহয় জানতে পারতাম...



- আরে গাধা ছেলে, দুই বছর ধরে সিনিয়র লেকচারার হয়ে বসে আছি, আর আজকে আসছে মিষ্টি খাইতে...

about 2 weeks ago • Dhaka



সোহাগ গাজী নাকি পুলিশের থাপ্পর খাইসে...

আরে, এর লেগাই কই মুখে সাদা রং মাইখা বোলিং করিস না।

লেও হালুয়া, সবাই টিভিতে সাদা মুখ দেইখা অভ্যস্ত।

রাস্তাঘাটে হুট কইরা কালা মুখ দেখলে কি আর খেয়াল থাকে যে এটা সোহাগ না বদরুল...

থাপ্পর তো হালকার উপর দিয়া গেসে...

about a month ago • Dhaka



হাতিরঝিলে লাফ দেওয়া কাপলটার কথা ভাবতেসি... আমি ঘটনাস্থলে থাকলে হয়ত মেয়েটাও বাঁচতে পারত না...

about a month ago • Dhaka

কালকের ঘটনাবলী নিয়া বিভিন্ন ছবির মধ্যে সবচেয়ে ইন্ট্রেস্টিং লাগসে লীগের এক কর্মী প্যান্টের জীপার খুইলা তার পুতুপুতুটা বাইর কইরা সাংবাদিকগোরে দেখাইতেসে। (ওটার যে সাইজ, তাই এই পুতুপুতু নামকরণ। সাইজ 'হ্যাংওভার ২' দ্রষ্টব্য।)



কী ভাইবা দেখাইসে কে জানে! ফকিররা যেমন ভাঙ্গা হাত, লুলা পা- ইত্যাদি ক্ষতিগ্রস্থ অঙ্গ দেখায়া ভিক্ষা চায়- সেও মনে হয় সেরকম কিছু অ্যাটেমপ্ট করতেসিলো নিজের প্রতিবন্ধিতা দেখাইতে।



আমি ভাবতেসি, এই ছবিটা দেখলে সাঈদী হুজুর কনডেম সেলে কি হাসিটাই না হাসব...

about a month ago • Edited • Dhaka



কেমিস্ট্রি নিয়ে ছোট ভাইয়ের আগ্রহ বাড়াতে তারে জিজ্ঞেস করলাম, "প্রতি প্রোটনের ভর এক একক ধরা হয়। নিউট্রনেরও তাই। প্রোটন আর নিউট্রনের সংখ্যার যোগফল হল পরমাণুর ভরসংখ্যা। কোন কোন মৌলের ভর সংখ্যা দেখা যায় মূলদ আকারে (ভগ্নাংশ)। যেমন, ক্লোরিনের ৩৫.৫, তো দুইটা পূর্ণ সংখ্যার যোগফল কেমনে মূলদ হয়?"



হারামিটা গম্ভীর হয়া উত্তর দেয়, "এটা হল গিয়ে আল্লাহর কুদরত। আল্লাহ যে সব পারেন এর মাধ্যমে তা প্রমাণ হয়।"





about a month ago • Edited • Dhaka



টাকলা কুইজ:

বঙ্গানুবাদ কর:



"হাগে সালেম হাতে নেয়া প্রকারোনা কালাসসা"



হিন্ট: সাম্প্রতিক ঘটনাবলী সংশ্লিষ্ট

about 2 months ago • Dhaka



ওয়ান লাইনার জোক:



এক ফার্মেসির সামনে লেখা- "এখানে চকলেট ফ্লেভারের সাপোজিটরি পাওয়া যায়।"...

about 2 months ago • Dhaka



লোকাল ডায়ালেক্ট ইনডিউসড ম্যাস কনফিউশান:



আজকে টাঙ্গাইল হতে আগত এক ক্লাসমেট বলতে চাচ্ছিল, "পাশার দান উল্টে দিবে।" কিন্তু বলে ফেলল, "পাছা উল্টায় দিবে।"



নোয়াখালিতে এক বিয়েবাড়ির ভরা মজলিশে এক পিচ্চি দৌড়ে এসে চেঁচিয়ে বলল, "বাবুর্চিরা গরুটারে ফাক করতিসে।"...



প্রথমটার ঘটনা সত্য। দ্বিতীয়টার কার্টেসি ছোটভাই Waliul Akash

about 2 months ago • Edited • Dhaka



আচ্ছা, রেলগাড়ি লাইনচ্যুত করে কেমনে? সবাই একপাশ থেকে ধাক্কা দেয় আর রেলগাড়িটা একটা সাইড-ডিগবাজি খেয়ে উল্টে পড়ে? কারও কাছে ভিডিও আছে?

about 2 months ago • Edited • Dhaka



- টিভিতে এটা কী দেখস রে মমিন? ছাম্মাক ছাম্মা গেটআপ লয়া মাইয়ায় ডাইনে বামে দুইলা কী বকর বকর করে?



- এইটা হইল গিয়া আপনের মিউজিক ভিডিওর প্রোগ্রাম আর মাইয়ায় হোস্ট...



- অ বুঝছি। এমনে চ্যাংটায়া চ্যাংটায়া কথা কয় ক্যা? জিব্বার নিচে সুপারি?



- না ভাই। হেয়্ ছোটবেলায় প্রবাসে ছিল তো...



- অ ইমপোর্টেড। যোগ্যতা তো দেখি উপচায়া পড়তাছে! তাইলে গান-টান গায় নাকি? মিউজিক লয়া বহুত গেয়ান আছে মনে হয়...



- না ভাই, কিছুই নাই...



- কস কী! আরে তাইলে প্রবাসে ছিল তো ঐখানেই থাকল না ক্যারে? হোস্টিং কইরা কী প্রমাণ করতে চায়- সে বাকপ্রতিবন্ধী? চিকিৎসায় সাহায্য চাই? দেশে আর মানুষ নাই? হিসাব তো কিছুই মিলে না রে... বন কর হালারে! আমার চান্দি-চুন্দি গরম হয়া...



- আরে আপনে হুদাই চড়তাছেন, মাইয়ায় চ্যানেল মালিকের শালী...



- আরে এটা আগে কইবি তো...

about 2 months ago • Dhaka



- আরে কইস না মমিন, আস্ক এফএমে আ্যাকাউন্ট খুইলা তো পুরাই বেইজ্জতি...



- ক্যান, সেক্সুয়াল ফ্যান্টাসি লয়া কোয়েশ্চেন করসে?



- নাহ্



- কোন মাইয়ারে ইন্ডিকেট কইরা কোয়েশ্চেন করসে?



- নাহ্



- তাইলে কী? খালি কন আপনে...



- মরার দুই মাস ধইরা খুইলা রাখসি, এখনও একটাও কোয়েশ্চেন নাই...

about 2 months ago • Dhaka



অ্যাই, সবাই চুপ। আমি এখন কবিতা শোনাব...



অ্যাহেম



মন চায় পাখি হয়ে মেলব ডানা;

উড়াল দেব ঐ মেঘেদের দেশে,

উড়ে এসে বসব তোমার জানালার চৌকাঠে।

ভৎ করে হাগু করেই আবার দেব উড়াল;

তুমি অভিমানি চোখে দেখবে আমার চলে যাওয়া।

about 3 months ago • Dhaka



-ভাই, আপনার প্রিয় কবি কে?

-কুবলাই খান।

-কুবলাই খান? কিন্তু তিনি তো কবিতা লিখতেন না...

- আরে, ঐ জন্যই তো প্রিয় কবি...

about 3 months ago • Dhaka

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.