নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Wasiful Gofur Abir\n\nFacebook ID: Wasif Abir

দ্যা বান্দর

দ্যা বান্দর › বিস্তারিত পোস্টঃ

আমার বিগত কয়েক দিনের ফেইসবুক স্ট্যাটাস আপডেটস (সিরিয়াস কিছু নাই, ফালতু) পার্ট-২

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২২

আমার ছোটভাইয়ের বোকামোর বদৌলতে এক পর্দানশীল ভদ্রমহিলার বিব্রত হবার ঘটনা শুনলাম।



ভদ্রমহিলা স্যারের স্ত্রী। ঘটনা এই যে, ছোটভাই এক স্যারের প্রাইভেট কোচিংয়ে মডেল টেস্ট দিবে তাই ফরম সংগ্রহ করতে স্যারের বাসায় গেল। গিয়ে দেখল বেশ কিছু মেয়ে ভেতরে ঢুকছে, অনেকে ফরম হাতে বের হয়ে আসছে। মেয়েগুলোর দেখাদেখি সেও ভেতরে ঢুকে পড়ল। সাথে সাথে ভেতরে থাকা স্যারপত্নি অস্বাভাবিক ক্ষীপ্রতায় নিনজাদের মত জানালার পর্দার পেছনে লুকিয়ে পড়লেন। উভয়পক্ষের জন্যই বেশ বিব্রতকর ঘটনা।



তবে আমার হিসাবে ভদ্রমহিলা হালকার উপর দিয়েই গেছেন। এমনও তো হতে পারত, ছোটভাই ঘটনার আকস্মিকতায় "চোর চোর" বলে চেঁচিয়ে উঠল আর চিৎকার শুনে পিচ্চি কাজের ছেলেটা রান্নাঘর থেকে রুটি বেলার বেলনটা নিয়ে এসে পর্দার উপরেই ধুপধাপ বসাতে শুরু করল...

about 3 months ago • Dhaka



সাকা চৌধুরী একলা একলা হাজতে কী করে? তারে একটা পিসি সরবরাহ কইরা ফেইসবুকে একটা অ্যাকাউন্ট খুইলা দেয়া হউক।

চলেই যখন যাবে স্টকের বাকি ডায়লগগুলা স্ট্যাটাস আপডেট কইরা জানায় দিয়াই যাউক।

about 4 months ago



Johnny, Johnny.

Yes papa.

Killing ঐশী’s মা-বাপ?

No, papa.

Telling lie?

No, papa.

Open your mouth.

YABAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA.

about 6 months ago • Dhaka



মূল স্ট্যটাস আপডেট:



-সবচেয়ে কষ্টকর অভিজ্ঞতা কী?

-প্রাইভেট পড়ার সময় পাদ আটকে রাখা।

-আর সবচেয়ে লজ্জার?

-সেই পাদ ছেড়ে দেয়া।



আরিফ আর হোসাইন স্টাইল:



তখন থেকে অফিসে একটা উটকো লোক এসে উঁশখুশ করছে। অনেকক্ষণ পর আমাকে বলল, "বস, সবচেয়ে কষ্টকর অভিজ্ঞতা কী?"

আমি কফিতে চুমুক দিয়ে বললাম, "দেখুন মতিন সাহেব, এটা হল প্রাইভেট পড়ার সময় পাদ আটকে রাখা।"

"আর বস সবচেয়ে লজ্জার?"

আমি চায়ে চুমুক দিয়ে বললাম, "সেই পাদ ছেড়ে দেয়া।"



ময়লা বাবা স্টাইল:



পুরো কনভো কোন সুন্দরী মেয়ের সাথে চ্যাটে হবে। চ্যাট শেষে বরাবরের মত ব্লক খাবেন।



লুতুপুতু স্টাইল (কারা কারা লেখে নাম বললাম না):



ফোনালাপ চলছে,

-এ্যাই, সবচেয়ে কষ্টকর অভিজ্ঞতাটা কী বলনা...

-উঁহু, না বলব না।

-প্লিইইইজ...

-আচ্ছা, ওটা হল প্রাইভেট পড়ার সময় পাদ আটকে রাখা।

-আর সবচেয়ে লজ্জার?

-সেই পাদ ছেড়ে দেয়া।



ভূত এফএম স্টাইল:



-সবচেয়ে কষ্টকর অভিজ্ঞতা কী?

-প্রাইভেট পড়ার সময় পাদ আটকে রাখা।

-আর সবচেয়ে লজ্জার?

-সেই পাদ ছেড়ে দেয়া।

পাদ দিছে ভূত!



সালেহ তিয়াস/Rudlefuz সাইকোথ্রিলার স্টাইল:



-সবচেয়ে কষ্টকর অভিজ্ঞতা কী?

-প্রাইভেট পড়ার সময় পাদ আটকে রাখা।

-আর সবচেয়ে লজ্জার?

-সেই পাদ ছেড়ে দেয়া।



"হা হা হা, কেমন অদ্ভূত কথা," হাসতে লাগল আসিফ।

"কিন্তু পাদ তো তুমি ছেড়েছ, আসিফ।" চশমার ফাঁক দিয়ে আসিফের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন সাইক্র্যাটিস্ট ডা: মিরাজ।

চোখে একরাশ অবিশ্বাস আর বিস্ময় নিয়ে ডা: মিরাজের দিকে তাকিয়ে থাকল আসিফ।

about 6 months ago • Dhaka





every language has its characteristic advantages. recently found that English comes in handy while conducting a debate.



these advantages depend on which fields the speakers are using it for. say a nation has achieved prosperity in the field of technology. then they'll have their own technology related words and other elements of language. thus the language will be enriched and more compatible for that particular field.

July 31, 2013 • Dhak



আরও দুইটা আছে অ্যাকটিভিটি লগে খোঁজার এনার্জি নাই...



ক্লাস চলতাসে।



এমন সময় ছাড়লাম চোরাগুপ্তা পাদ।



তো, সচরাচর যেটা হয় আর কি; যেহেতু পাদের গন্ধ তার আওয়াজের ব্যস্তানুপাতিক, তাইলে বুইঝা লন কি অবস্থা।



আমি পাশের পোলারে ফিসফিস কইরা জিগাই, "চিকেন ফ্রাইয়ের ঘ্রাণ পাস?"



বেকুবে আবার সুন্দর কইরা মাথা নাড়ায়া কয় , "হ দোস্ত, থাকলে দে।"



আরেকটা হইল:



-পানি আছে? দে তো...



-আছে, এই নে...



-আচ্ছা, ইয়ে... তুই কি বোতলে মুখ লাগিয়ে খাস?



-না, আমি নুনু লাগিয়ে খাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.