নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Wasiful Gofur Abir\n\nFacebook ID: Wasif Abir

দ্যা বান্দর

দ্যা বান্দর › বিস্তারিত পোস্টঃ

আমার বিগত কয়েক দিনের ফেইসবুক স্ট্যাটাস আপডেটস (সিরিয়াস কিছু নাই, ফালতু) পার্ট-৩ (১৮ প্লাস দেবার প্রয়োজনীয়তা অনুভব করছি না। যার রুচিতে বাঁধে তিনি ধরে নিয়েন)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৪

-মুরসিকে অপসারণের মাধ্যমে সেক্যুলারিজমের ছদ্মাবরণে মার্কিন সাম্রাজ্যবাদ ও পূঁজিবাদের সম্প্রসারণকে কীভাবে মূল্যায়ন করবেন?



- আব্বে, আগে ক মুরসি জানি কোন মার্কায় খাড়াইসিল? উট না খেজুর?

July 5, 2013 • Dhaka



তুমুল ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীর প্রতি স্বামী,



"আমি যদি গে হতাম, তাহলে দেখিয়ে দিতাম কীভাবে স্বামীর সাথে ভাল ব্যবহার করতে হয়..."

June 26, 2013 • Dhaka



চ্যাটে আমারে পাবলিক কয়

- bai, kamon acan?

- এইতো যেমন দুআ করলেন...

-hmm LOL



আরে "হুমম লল" কী রে ব্যাটা? "হুমম লল" কী?



তুই ব্যাটা উত্তরে বলবি,"আরে বলেন কি! আমি তো আপনার জন্য দোয়াই করি নি..."

তখন না হয় আমি বলতে পারব "দুআ যখন করেনই নাই, তখন বুইঝা লন কেমন আছি"।



তাইলে না হয় ভাল একটা জোক হবে।

ভোন্দা পাবলিক নিয়ে আর পারা গেল না। ঠিকমত মত জোক করারও সুযোগ দেয় না...

June 18, 2013 • Dhaka



পরপর দুইদিন পরীক্ষা- আগের দিন বিকেলে, পরদিন সকালে।



পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পরেরদিনেরটার প্রস্তুতি কীভাবে নিব তা নিয়ে ফ্রেন্ডদের সাথে কথা হচ্ছে। কেউ বলে কফি খাবে, কেউ খাবে এনার্জি ড্রিংক। আমি বললাম, সবার উপরে উইলপাওয়ার, তাহার উপর কিছু নাই।



সেদিন রাতেই এক বন্ধুর কল পেলাম "হ্যালো দোস্ত, ইয়ে... এই হুইলপাওয়ার ডিটারজেন্ট কয় চামচ খাব?"



!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

June 18, 2013 • Dhaka



আজকে প্রথম আলোয় কান চলচ্চিত্র উৎসবে জয়া আহসানের ছবি ছাপসে।

দেইখা মায়া লাগতাসে।

বেচারি হাত দেখায়া, পিঠ দেখায়া কান চলচ্চিত্র উৎসবে গেল আর কেউ পাত্তা দিল না।

মানুষজন এতই বেরসিক যে, বেচারির ছবি তুলনের সময়ও ব্যাকগ্রাউন্ডের লোকগুলা তার দিকে পিঠ ফিরায়া রাখছিল...

May 30, 2013 • Dhaka



শরীরের এমন সব দুর্গম জায়গায় চুল গজায়- যে আর কী বলব, উচ্ছেদ প্রক্রিয়া অব্যাহত রাখতে মনে হয় শেষমেষ যোগব্যায়াম শিখতে হবে...

May 22, 2013 • Dhaka



মুসলিম উম্মাহর তরুণ সমাজ আজ দিকভ্রান্ত। সবাই বড় বড় সমস্যার কথা বলে কিন্তু ছোট এবং গুরুত্বপূর্ণ সমস্যার কথা কেউ বলে না। এখন কথা হল অন্যতম কঠিন, কিন্তু ক্ষুদ্র বিধায় overlooked সমস্যাটা কী?



কী?



কী?

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

জিন্সের ট্রাউজার পরিহিত অবস্থায় বসে বসে হিসু করা...

May 17, 2013 • Dhaka



হালারে ধইরা এক্কেরে হুয়ায় দিলাম।



এরপর পানির ঝাপটা দিলাম।



গরম ছ্যাঁক দিলাম।



এরপরে সলিড বানানপট্টি দিয়া হাড্ডি-পাসলি এক কইরা দিলাম।



এরপর লাশের উপরে রং ছিটায়া অপমান করলাম।



এরপর লাশটারে খালি চায়া চায়া দেখলাম।



মাইক্রোবায়োলজি প্র্যাকটিক্যাল ক্লাসে এমনেই 'ব্যাকটেরিয়া' দেখছি...

May 13, 2013 • Dhaka



এককালে (২০০৯ এর দিকে সম্ভবত) ফেইসবুকে একটা ফাইজলামি করতাম- 'আবীর ভাইয়ের বাণী সমগ্র' নামের গায়েবি বই থেকে কোট করা। মাথায় হাবিজাবি যাই আসতো স্ট্যাটাস আপডেট করে শেষে ব্যাকেটে রেফারেন্স লিখে দিতাম- বইয়ের নাম, চ্যাপ্টার, পৃষ্ঠা ইত্যাদি।



তো, আমার এক চাচাত ভাই একবার দেশে আসল। দেশে এসেই আমাকে নিয়ে ফাইজলামি শুরু- আমি নাকি অত্যধিক মোটা হয়ে গেছি, আমার পাছা আনেক বড় হয়ে গেছে ইত্যাদি।



বাসায় ফিরে আমি গম্ভীর মুখে তাকে টেক্সট করলাম,



"Width of the ass is not the right dimension to measure a person. (Abir Bhaier Baanee Somogro, Chapter: 152, Page: 1989)"

May 4, 2013 • Dhaka



ইউনিভার্সিটি থেকা বাড়ি ফেরার পথে বন্ধুর গাড়ির রেডিওতে শুনি শুক্র-শনির হরতাল প্রত্যাহার না করলে রবিবার থেকা লাগাতার হরতাল ডাকব হেফাজত। যাসসসসস শালা! আয় হায় রে একটু আগে জানলেই ইউনিভার্সিটির কয়েকটা ফটো তুইলা লয়া যাইতাম। দেশের যে অবস্থা হরতালের সিলসিলা শুরু হইলে না আবার ভার্সিটির চেহারা-সুরতই ভুইলা যাই। পরে দেখা যাইব ক্লাস শুরু হইল, কিন্তু ভার্সিটি আর বিছরায়া পাই না...

April 4, 2013 • Dhaka



বহু বছর আগে যায়যায়দিন পত্রিকায় একটা খবর পড়েছিলাম, কোথাকার কোন গ্রামে নাকি অনেকজনের নামই কাশেম! তাই চেনার সুবিধার্থে একেক কাশেমের একেক নাম- লম্বু কাশেম, বাইট্টা কাশেম, কালা কাশেম, ধলা কাশেম, শুকনা কাশেম, মোটকু কাশেম ইত্যাদি। তেমনি এক কাশেম ১০-১২টা বিয়ে করায় তার নাম 'সেক্সি কাশেম'!



হইব কোন বিয়া পাগলা বুড়া, সে নাকি 'সেক্সি'! হাহাহা!

March 29, 2013 • Dhaka



***বিদেশী অপসংস্কৃতির কুপ্রভাব***



১:

- দোস্ত, ম্যাগাজিনের জন্য কোন ভাল আইডিয়া পাইসস?

- আইডিয়া কইত্তে পামু? মাথা ফাঁকা...

- কী? তুই আমারে গাইল দিলি! :-@



২:

স্যার: তোমাদের ফিজিওলজি ক্লাস কে নেন?

স্টুডেন্ট: নিগার সুলতানা ম্যাডাম

স্যার: বেদ্দপ পোলাপাইন, কত বড় সাহস! ম্যাডামকে গালি দাও! :-@

March 27, 2013 • Dhaka



"পল্টনে গোলাগুলি চলতাসে, ভার্সিটি যাইস না"



শুনলে যা মনে হয়: র্যা ট ট্যাট ট্যাট ট্যাট... র্যা ট ট্যাট ট্যাট ট্যাট(মেশিন গান)...চুইইইই(মিসল নিক্ষিপ্ত)... বুমমমম(মিসল বিস্ফোরিত)... র্যা ট ট্যাট ট্যাট ট্যাট....জাপ জাপ জাপ জাপ জাপ(চপার যাইতেসে)...



আসলে যা হয়: ঠাশ............................(দীর্ঘ নীরবতা)..................... ঠুশ.....................(দীর্ঘতর নীরবতা)............................. ঠাশ................................................... পুটুশ!



শালার পুরান ঢাকার বিয়াতেও পটকা ফুটাইলে এরচে বেশি আওয়াজ হয়।



হরতালের আগের সন্ধ্যায় যে কয়টা হাত কাঁপতে কাঁপতে দোকানের শাটার নামায়, তার অর্ধেক হাতও যদি নিয়োজিত হত পিকেটারদের কানের উপর বয়রা বসাইতে, হয়তবা চেহারাই বদলায়া যাইত হরতালের...

March 24, 2013 • Dhaka



শালার যেই স্ট্যাটাস আপডেট করার সিদ্ধান্ত নিলাম, চ্যাটে ফ্রেন্ড সংখ্যা ২০এ নেমে গেল...

January 25, 2013 • Dhaka



"লোকটা খুবই অদ্ভূত। একাএকাই থাকে। সঙ্গে কেউ নেই, একটা বিড়ালও না। রোজ ফিরে দুইটা কলা আর একটা পেঁপে নিয়ে। আচ্ছা, লোকটা কি একা একাই ইফতার করে?"



এরপর পিচ্চি দয়াপরবশ হয়ে লোকটার সাথে ইফতার শেয়ার করতে গেল। দরজা ভেজানোই ছিল। ভিতরে গিয়ে পিচ্চি দেখে পেঁপেটা লম্বালম্বি দুই টুকরা করে কেটে বিছানার উপর রাখা। তার ভেতর থেকে লোকটা ডিটারজেন্ট পাউডার মত কী যেন ভরা একটা প্যাকেট বের করছে। ম্যাজিক জানে নাকি! পিচ্চির পায়ের আওয়াজ পেতেই লোকটা ঘুরে দাঁড়াল।



লোকটা এখন রক্তবর্ণ চোখ নিয়ে তার দিকে এগিয়ে আসছে। ডান হাতে সেই ছুরি যেটা দিয়ে একটু আগে পেঁপেটা কাটা হয়েছে। ভয়ে পিচ্চির শরীর পাথরের মত ভারী হয়ে গেছে। হাত থেকে ইফতারের প্লেটটা পরে গেল। এখন বুঝতে পারছে ওগুলো ডিটারজেন্ট পাওডার না। ফ্লোরের উপর গড়িয়ে চলা ইফতারে আনা লটকনটাকে দেখতে দেখতে মৃত্যুর প্রমাদ গুণল পিচ্চি...

August 2, 2013 • Dhaka

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫

সুমন কর বলেছেন: ফেইসবুক স্ট্যাটাস ব্লগে দেবার দরকার নাই।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০১

দ্যা বান্দর বলেছেন: এখন এটা কি ড্রাফট করে ফেলব? কী করলে ভালো হয়?

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৫

সুমন কর বলেছেন: করতে পারেন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৮

দ্যা বান্দর বলেছেন: সিনিয়র ব্লগার হিসেবে এসব ক্ষেত্রে আপনার মতামত কী? প্রথম পাতায় যেসব পোস্ট অ্যাপিয়ার করে সেগুলোর জন্য কোন রেগুলেশন থাকা দরকার? যেমন, একটা ন্যূনতম ইন্টেলেক্ট লেভেল মেইনটেইন করতে হবে ইত্যাদি। নাকি এমনিতেই ব্লগে কোন অঘোষিত নিয়ম আছে, যে জুনিয়ররা যা খুশি তাই পোস্ট করতে পারবে না, করলেও এ ক্ষেত্রে সিনিয়ররা তাকে মেন্টর করবে বা দিকনির্দেশনা দিবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.