নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Wasiful Gofur Abir\n\nFacebook ID: Wasif Abir

দ্যা বান্দর

দ্যা বান্দর › বিস্তারিত পোস্টঃ

ভল্টু ডে আর বালুবাসা

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৫

এক পুলা স্যাররে গিয়া কয়, স্যার, প্রেম আর বিয়ার মধ্যে তফাত কী?...

আপনেরা হয়তো ভাবতেছেন এরপর বুঝি স্যার বাইরায়া পুলার পিছনের ছাল তুইলা ফালাইল। না, এইরকম কিছুই হয় নাই। স্যার পুলারে কয়, তর বাপের না ভুট্টা ক্ষেত? যা, সবচেয়ে ভাল ভুট্টাটা লয়া আন। কিন্তু শর্ত আছে, এক্কেরে সোজা হাঁটা দিবি, এক দিক দিয়া ঢুইকা আরেক দিক দিয়া বাইর হইবি, পিছে মুড়বি না। তর যদি মনে হয়, সবচেয়ে ভালটারে তো পিছে ফালায় আসছি। তাইলেও না।



অনেএএকক্ষণ পর পুলায় খালি হাতে ফেরত আইল। আপনেরা হয়তো ভাবতেছেন এরপর বুঝি স্যার বাইরায়া পুলার পিছনের ছাল তুইলা ফালাইল। নাহ, এইবারও না। স্যারে পানের পিক ফালায়া বলেন, ব্যাপার না। তুই আরেকবার যা। এইবার সবচেয়ে ভালটা দরকার নাই। হাঁটা দে। প্রথম দেখায় যেটারে দেইখা মনে হইব কাজ চলব- ঐটাই লয়া আয়।



এইবার পুলায় বড় সাইজের সুন্দর একটা ভুট্টা লয়া ক্লাসরুমে আইল। স্যারে হাতে লয়া কয়, সাব্বাশ! এইবার বুঝছস? পুলায় তো ভাও বুঝো না। জিগায় ক্যামনে কী? স্যারে কয়, প্রথমবার যখন পাঠাইলাম ঐটা হইল প্রেম। তোর কাছে তোর মনের মত সবচেয়ে ভালো সঙ্গী বাইছা লওনের ফ্রিডম আছে। কিন্তু এইটা না, ওইটা; ওইটা না, সেইটা- করতে করতে শেষে আর কিছুই পাবি না। আর পরেরটা হইল বিয়া। একবারে দেইখা শুইনা সম্পর্কে আবদ্ধ হইবি। একেবারে মনের মতো হইব না। কিছুটা তুই অ্যাডজস্ট করবি, কিছুটা তারে অ্যাডজাস্ট করতে হইব। কিন্তু সব হিসাব মিলায়া দেখবি আগেরটার চেয়ে বহুত ভালো।



গল্পটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পড়া। যাউকগা, ভল্টু ডে-তে যার যা ভালো বুঝ আসে করেন, কিন্তু একটা কথা সব সময়ই মাথায় রাখবেন



It is more important to love the one you marry, than marry the one you love.



সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.