নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Wasiful Gofur Abir\n\nFacebook ID: Wasif Abir

দ্যা বান্দর

দ্যা বান্দর › বিস্তারিত পোস্টঃ

কোয়ার্টার ফাইনালে ভারতের কুকীর্তি আর বাংলাদেশে টালিগঞ্জের বাজার প্রসঙ্গে

২১ শে মার্চ, ২০১৫ রাত ১০:২৫

বিগত কয়েকদিন যাবত অনেক ভারতীয় ফেসবুকার ও বিভিন্ন ভারতীয় পেইজের কাণ্ডকারখানা নিশ্চয়ই আপনাদের নজর এড়ায়নি।
তারা বাংলাদেশ ক্রিকেট টিমকে লক্ষ্য করে বিভিন্ন বিদ্রূপাত্মক ছবি আর পোস্ট আপডেট করে ভয়ংকর নির্লজ্জতা আর হীন রূচির পরিচয় দিয়েছে এবং সম্ভবত এখনও সেই ধারা জারি রেখেছে।
তাতে যতটা না কষ্ট পেয়েছি, তার চেয়েও বেশি কষ্ট পেয়েছি এই কাজে কলকাতার বাংলাভাষী ভারতীয়দের সবচেয়ে বেশি উৎসাহ আর অংশগ্রহণ দেখে।
হয়তবা আপনারা ভুলে যাননি কয়েকদিন আগে একুশে ফ্রেবুয়ারিতে কলকাতার চিত্রনায়কদের বাংলাদেশে আগমনের কথা। বলাই বাহুল্য, টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রি প্রায় ইনকিউবিটরে চলে গেছে, আর বাংলাদেশে টালিগঞ্জের নতুন বাজার তৈরীর উদ্দেশ্যেই তাদের এই পাবলিসিটি স্ট্যান্ট।
আমার মতে, বাংলাদেশের সিনেমা হলগুলোতে কলকাতার বস্তাপঁচা রদ্দি মালের আমদানি ঠেকানোর সবচেয়ে বড় সুযোগ আমাদের সামনে। কলকাতার ফিল্মগুলোর টার্গেট মার্কেট মূলত দেশের নিম্ন আয়ের মানুষজন, অর্থাৎ সাকিব খান-জাতীয় চলচ্চিত্রের ভোক্তাশ্রেণী। এই শ্রেনীর মানুষের মধ্যে জাত্যাভিমান সৃষ্টি করা যেতে পারে ইলেকট্রনিক আর প্রিন্ট মিডিয়ার সহায়তায়।
আমার মতে কলকাতা ভিত্তিক ফেইসবুক পেইজগুলোর পোস্ট আর ছবিগুলো ইলেকট্রনিক আর প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হলে কলকাতার বাবুদের আসল রূপ দেশবাসীর সামনে উন্মোচিত হবে আর ভারতীয় সিনেমা থেকে তাদের মুখ পিরিয়ে নেয়া সম্ভব হবে।
তাই ব্লগারদের কাছে অনুরোধ জানাচ্ছি, ইলেকট্রনিক আর প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে কানেকশনস থাকলে এই বিষয়টা তাদের গোচরে আনবেন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৫

প্রেতরাজ বলেছেন: দয়া করে একটু চেষ্টা চালিয়ে দেখুন।

২১ শে মার্চ, ২০১৫ রাত ১১:২২

দ্যা বান্দর বলেছেন: আমি একলা কী করতাম!

২| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৫

প্রেতরাজ বলেছেন: দয়া করে একটু চেষ্টা চালিয়ে দেখুন।

৩| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১১:১৫

সাবু ছেেল বলেছেন: ভালো পোস্ট,ভালো উদ্যোগ।

১৮+ পোস্টঃ ইন্ডিয়ার মানুষেরা যেখানে সবাই মিলে খোলা জায়গায় গোসল করে,সেখানে ইন্ডিয়ানদের কিসের এত অহংকার??

২১ শে মার্চ, ২০১৫ রাত ১১:২৩

দ্যা বান্দর বলেছেন: হুমম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.