নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Wasiful Gofur Abir\n\nFacebook ID: Wasif Abir

দ্যা বান্দর

দ্যা বান্দর › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ: ফাল্গুন বাস ও নারী

১৩ ই মে, ২০১৫ রাত ৯:৪৮

আমার অবজার্ভেশনে, ফাল্গুন টাইপের বাসগুলা- যেগুলায় তিনজনের সিটগুলায় প্রথম নয়টা আসন নারী, শিশু, প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ থাকে, সেগুলায় জার্নি করা নারীদের জন্য বেশি অস্বস্তিকর- টিপিক্যাল পাবলিক বাসগুলার তুলনায়, যেখানে ড্রাইভারের পাশে মহিলা সীট থাকে।

কারণটা হল, ফাল্গুনে অনেক মহিলা সীট না পেয়ে সামনে ঐ সীটগুলার পাশে দাঁড়িয়ে থাকে, আর নারী-পুরুষ সব মিলিয়ে বাসের সামনে বড় একটা জটলা মতন হয়ে থাকে। এখন পুরুষদেরকে কোন স্টপে বাস থেকে নামতে হলে বাসের চিপা করিডরে দাঁড়িয়ে থাকা মহিলাদের ডিঙিয়ে যেতে হয়। আমি বুঝি না, এই সময়টায় নারীরা কীভাবে এই গা রি রি করা ঘষটা-ঘষটি সহ্য করেন!

গত পরশু একজন লোককে দেখলাম তার সামনের সীটের মাথা হেলান দেবার লোহার ডান্ডাটার উপর বিচিত্র ভঙিতে কনুইসমেত হাত তুলে রেখেছে, সেই হাত দুটা কিছুক্ষণ পর পর একসাথে করছে, আবার ছড়াচ্ছে। সেই সামনের সীটটাতে বসে ছিল একটা মেয়ে। আমি জানি না, লোকটার মনে কী নিয়ত ছিল, কিন্তু তার উদ্দেশ্য নির্দোষ হোক বা খারাপ, আশেপাশে কেউ বিপরীত লিঙ্গের থাকলে হাত-পা সাবধানে সঞ্চালন করা উচিত বলে মনে করি।

আমার মতে, পাবলিক গ্যাদারিংয়ের জায়গায় নারী-পুরুষের কমপ্লিট সেগ্রিগেশন ছাড়া এসব ইস্যুর প্র্যাকটিক্যাল সমাধান নাই।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৫ রাত ৯:৫২

এন জে শাওন বলেছেন: আলাদা আলাদা যানবাহনের প্রয়োজন হবে।

১৩ ই মে, ২০১৫ রাত ১০:১১

দ্যা বান্দর বলেছেন: সেটাই

২| ১৩ ই মে, ২০১৫ রাত ৯:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

১৩ ই মে, ২০১৫ রাত ১০:১১

দ্যা বান্দর বলেছেন: আপনাকেও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.