নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Wasiful Gofur Abir\n\nFacebook ID: Wasif Abir

দ্যা বান্দর

দ্যা বান্দর › বিস্তারিত পোস্টঃ

"বাজারি লেখক" ও আমার ভাবনা

০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

"বাজারি লেখক" নামের একটা অবমাননাকর আখ্যা প্রচলিত আছে বাংলাদেশে। বাঙালির একটা সমস্যা হইল, কোন কিছুতে টেকা-পয়সার যোগ দেখলেই মনে করে বিষয়টার পবিত্রতা কইমা গেল।
একজন মানুষ সম্পূর্ণ ফিনানশিয়াল ইনসেনটিভের বশঃবর্তী হয়া লেখালেখি করতেই পারেন; তার লেখা যারা পড়ে তাদের আপনে পাঠক না বইলা আব্দুল্লাহ আবু সায়ীদ স্যারের ভাষায় "ইন্দ্রিয়প্রবণ" বলতেই পারেন- কিন্তু পুরা ব্যাপারটারে এরকম নীচ চোখে দেখার এত উৎসাহ ক্যান?
একজন মানুষ যদি লেখালেখির টেকনিকগুলা রপ্ত করতে পারেন, তার যদি পাঠক ধইরা রাখার ক্ষমতা থাকে- সেটাও তো একটা বিরাট মেরিট, হোক তার লেখায় আপনে গভীরতা, জীবনবোধ, সোশ্যাল কমিটমেন্ট আরও কী কী যেন বলে- পাইলেন কি পাইলেন না...
আসল কাহিনী হইল বাঙালির একটু জ্ঞান বাড়লেই অনেকখানি ইগো জইমা যায়। কিন্তু সে যখন দেখে ইগোটারে তৃপ্ত করা যাইতেসে না, ইগোর ক্ষুধা মেটানোর জন্য যথেষ্ট সম্মান-টম্মান পাওয়া যাইতেসে না, তখন সে অন্যরে ছোট কইরা ইনডিরেক্টলি নিজেরে বড় দেখানের একটা প্রয়াস পায়...
আরেকটা কারণ হইতে পারে, বাজারসংস্কৃতির প্রাদুর্ভাবে অনেক সময় আসল সাহিত্যপ্রেমীরা প্যারানয়েড থাকেন মিডিয়া-পাবলিশার ডুয়ো কখন কোন অভাজনরে ধইরা সবার সামনে মহান কইরা তুইলা ধরে আর আসলরা লাইম-লাইট না পায়া হারায়া যান। এই কারণটা ব্যাপারটারে জাস্টিফাই করতেসে, কিন্তু প্রথম কারণটার প্রাদুর্ভাব দেইখাই পোস্টটা দিলাম...

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:

াপনি কিন্তু বাজারী লেখক

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১০

দ্যা বান্দর বলেছেন: আমি তো লেখকই না...

২| ০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

আমি মিহু বলেছেন: যে যেভাবে পারে মানুষজে বিনোদন দিক না। সব সময় সিরিয়াস জ্ঞান মূলক কথা ও ভালো লাগেনা।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

আরণ্যক রাখাল বলেছেন: সব সাহিত্যই চলে আমার| বাজারি থেকে সিরিয়াস| সবার দরকার আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.