নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Wasiful Gofur Abir\n\nFacebook ID: Wasif Abir

দ্যা বান্দর

দ্যা বান্দর › বিস্তারিত পোস্টঃ

পহেলা বৈশাখ ও আমার ভাবনা

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৮

উদ্দেশ্য কী ছিল জানি না- কিন্তু ছোটকাল থেকা দেখতাসি সেক্যুলার বুদ্ধিজীবীরা- মডারেট মুসলিমই উত্তম মুসলিম- এই জাতীয় একটা ধারণা প্রচার করেন। আপনি যদি বলেন, পহেলা বৈশাখে যামু না, ধর্মে নিষেধ- তাইলে মডারেট-মনারা এমনভাবে আপনের দিকে তাকাইব যেন আপনে এইমাত্র কোপাকুপি কইরা আইলেন, অথচ আপনে আলা-ভোলা একটা মানুষ।

সমস্যা হইল বুদ্ধিজীবীরা চাইলেও হাতের সবগুলা আঙ্গুল সমান করতে পারবেন না। সমাজের একটা ভিজিবল, মধ্যবিত্ত অংশরে মডারেট বানাইতে পারলেও জনগণের বিশাল অংশই বুদ্ধিজীবীদের কার্যক্রমের আওতার বাইরেই থাইকা যাইব। আপনে যদি ইসলাম পালন-করনেওয়ালাগোরে ডেমোনাইজ করতে চান তাইলে এই বিশাল অংশরে ডেমোনাইজ কইরা ফেলবেন... তাইলে কী হইব? ইউ হেইট দেম, দে হেইট ইউ ব্যাক। শুধু তাই না, বুদ্ধিজীবীরা যেহেতু এসটাবলিশমেন্টের অংশ, এই জনগোষ্ঠী যখন দেখব এসটাবলিমমেন্ট আমাগো বিশ্বাসরে খারাপ চোখে দেখে, তারা ইনসিকিওরড বোধ করা শুরু করব। সর্বোপরি তারা আরও এক্সট্রিম হইতে থাকব, সমাজ আনরেস্ট করার উপাদান বাড়তে থাকব...

তাই তাগোরে স্পেস দেন, পহেলা বৈশাখে যারা ঘরে বইসা থাকতে চায় তাগোরে হুদাই গুতায়েন না, তাগো ইচ্ছাটারে সম্মান দেন, এটাই ধর্মীয় স্বাধীনতা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.