নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Wasiful Gofur Abir\n\nFacebook ID: Wasif Abir

দ্যা বান্দর

দ্যা বান্দর › বিস্তারিত পোস্টঃ

জিএমও-র বিপদ

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯

জেনেটিক্যালি মডিফায়েড অর্গানিজমের খাদ্যদ্রব্যে স্বাস্থ্যঝুঁকি আছে বা হরাইজনটাল জিন ট্রান্সফার হয়- এই বক্তব্যের সাপেক্ষে কোন কনভিন্সিং বৈজ্ঞানিক প্রমাণ পাইনি। জিএমও নিয়ে সমস্যাটা অন্যদিকে। একটা অ্যানালজি দিয়া বুঝাই।

ধরেন, আপনাগো ভিটাবাড়িতে চৌদ্দপুরুষ ধইরা মালিকানা ভোগ করতেসেন। এখন একটা এসি কম্পানি আইসা বলল, এহহে! আপনাগো বাড়িতে তো এসি নাই, গরমে কষ্ট করেন। আমরা একটা এসি লাগায়া দেই। এসি লাগানের পর আপনে ঠাণ্ডা বাতাস পাইলেন। কিন্তু এখন তারা দাবি কইরা বসল, এসি যেহেতু লাগায় দিসি, এখন পুরা বাড়ির মালিকানা আমার। তাইলে কেমন হইব ব্যাপারটা?

এই যে চাইল-ডাইল খাইতেসেন এগুলা কি সৃষ্টির শুরু থেকা এইরকম চেহারার ছিল? না, এগুলা জংলি উদ্ভিদ ছিল। আপনের পূর্বপুরুষরা যুগের পর যুগ ধইরা জংলি জাতটারেই ধইরা আইনা সিলেকটিভ ব্রিডিং করতে করতে আজকের চেহারায় নিয়া আসছে, তাইলে বংশপরম্পরায় আপনে এক ধরনের অলিখিত মালিকানা ভোগ করতেসেন। কিন্তু তখন জিএমও কম্পানি আইসা বলতেসে, এহহে! আপনের ধানে তো ভাইটামিন এ নাই, কিংবা আপনের ধান তো ফসল তুলার আগেই বন্যায় ভাইসা যাইতেসে, আসেন এগুলার ফসল আসার সময়টা আগায় দেই বা ধানগাছগুলারে লম্বা কইরা দেই যাতে না ডুইবা যায়, অথবা আপনের গাছে কীট-প্রতিরোধী জিন ঢুকায় দেই। তারপর তারা নতুন গুণ অ্যাড কইরা পুরা জাতের প্যাটেন্ট লইব। এইটা করতে গিয়া আপনের বাপদাদারা যেসব গুণ অ্যাড করসিল এত যুগ ধইরা সেগুলার মালিকানাও লয়া লইতেসে...

আরও জানতে এই লেখাগুলা পড়তে পারেন

আরেকটা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.