নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন আইনের ছাত্র।

ওয়াজি২০১৫

মাহামুদ ওয়াজেদ, এল এল বি, (অনার্স) এল, এল, এম (নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ) অ্যাডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা,হেড অব এমিকাস ল চেম্বার। লেখক-আইনের সহজ পাঠ(জুডিসিয়াল এবং অ্যাডভোকেটশিপ পরীক্ষার জন্য), হ্যান্ড বুক অব কোড অব সিভিল প্রসিডিওর এবং পেনাল কোড, সাবেক সাধারন সম্পাদক, ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশন এবং বিডি ইয়ুথ ইন অ্যাকশন। ভোলেনটিয়ার কো-ওরডিনেটরঃ হিউম্যান কনসান ইন্টারন্যাশনাল , কানাডা, এবং নিউ লাইফ স্কুল ফর স্ট্রীট চিলড্রেন।

ওয়াজি২০১৫ › বিস্তারিত পোস্টঃ

বিডি ইয়ুথ ইন অ্যাকশান

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৮

বিডি ইয়ুথ ইন অ্যাকশান একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা এক ঝাঁক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ছাত্রীরা মিলে এটা প্রতিষ্ঠা করি। আমরা ২০১২ সাল থেকে সুবিধা বঞ্চিত মানুষদের জন্য কাজ করে যাচ্ছি। আমরা বিশেষ করে পথ শিশু এবং বস্তির শিশুদের শিক্ষা দানের কাজ করি। বর্তমানে মিরপুর সাড়ে ১১, পাল্লবির ৩৬/৪ বাড়িতে আমরা দুই শিফটের মাধ্যমে মোট ৮০ টা বাচ্চার শিক্ষা দিচ্ছি। তাদের কে প্রাথমিক শিক্ষা দানের পাশাপাশি নৈতিক শিক্ষা, পরিস্কার পরিচ্ছন্নতার শিক্ষা, এবং ধর্মীয় শিক্ষা, পুষ্টিকর খাবার, চিকিৎসা সেবা প্রদান করা হয়। আমরা বিশ্বাস করি আমরা যারা সমাজের সুবিধাজনক অবস্থানে আছি, শুধু তাদের সন্তান না, আমাদের ঐ সুবিধা বঞ্চিত সোনামণিরাও আমাদের আগামীদিনের বাংলাদেশের ভবিষ্যৎ।আমরা ওদের প্রাথমিক শিক্ষা প্রদানের পর, ওদের কে সরকারি বিদ্যালয়ে ভর্তির বাবস্থা করে দিতে চাই। বিডি ইয়ুথ ইন অ্যাকশান এর লক্ষ্য হচ্ছে শিক্ষার মাধ্যমে বঞ্চিত শিশুদের দুঃখ দুর্দশা দূর করা। আমরা আমাদের দেশটাকে শিশুদের জন্য একটি নিরাপদ, বৈষম্যহিন দেশ হিসাবে গড়তে চাই।
এই ছাড়াও আমাদের ১০০ উপরে আইনের ছাত্র আছে যারা প্রতিনিয়ত বিনা মূলেয্য আইনি পরামর্শ প্রদান করে যাচ্ছে এবং মানুষের মৌলিক মানবধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। আমরা নিজেদের কে আগে বদলানোর মন্ত্রে বিশ্বাস করি।
সমাজের সামর্থ্যবান মানুষ গুলোর প্রতি আমাদের আহবান, আপনারা আমাদের পাশে থাকুন, সুবিধা বঞ্চিত মানুষের দুঃখ কষ্টের অংশীদার হন।


মাহামুদ ওয়াজেদ
সাধারন সম্পাদক, বিডি ইয়ুথ ইন অ্যাকশান
আমাদের সম্পর্কে জানতে ভিজিট করুন;
Email Id. [email protected]
Website: http://www.bdyouthinaction.org
Facebook: https://www.facebook.com/BdYouthInAction?ref=hl

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৮

জাফরুল মবীন বলেছেন: আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানবেন।

আপনাদের পথচলা আরও বিস্তৃত হোক,আলোকিত হয়ে উঠুক সমাজের সুবিধা বঞ্চিত মানুষগুলো-কায়মনোবাক্যে এ কামনা করি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৫

ওয়াজি২০১৫ বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই। আপনাদের দোয়া এবং ভালবাসা থাকলে আনেক কষ্টের পরও সুখ সুখ একটা অনুভুতির জন্ম নেয়। আমাদের পেজটা ভিজিট করলে কৃতজ্ঞ থাকব।
Facebook: https://www.facebook.com/BdYouthInAction?ref=hl

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আমি যুক্ত হতে আগ্রহী। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ।শিক্ষার্থী নয় এমন সেচ্ছাসেবীরাও কি অংশ নিতে পারবেন?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৮

ওয়াজি২০১৫ বলেছেন: আপনাকে ধন্যবাদ আপু আপনার আগ্রহের জন্য। আপনি চাইলে যে কোন সময় আমাদের সাথে যুক্ত হতে পারেন। শুধু একটু উদার মনের মানুষ হলেয় চলবে। আমাদের পেজটা ভিজিট করলে কৃতজ্ঞ থাকব।
Facebook: https://www.facebook.com/BdYouthInAction?ref=hl

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনাদের মতো কিছু মানুষের জন্যই বোধ হয় দেশটা এতো রাজনৈতিক অস্থিরতা ও নোংরামির মধ্যেও টিকে আছে। স্যালুট আপনাদের।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৮

ওয়াজি২০১৫ বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই। আপনাদের দোয়া এবং ভালবাসা থাকলে আনেক কষ্টের পরও সুখ সুখ একটা অনুভুতির জন্ম নেয়। আমাদের পেজটা ভিজিট করলে কৃতজ্ঞ থাকব।
Facebook: https://www.facebook.com/BdYouthInAction?ref=hl

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০২

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো অাপনাদের পথ চলায়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৯

ওয়াজি২০১৫ বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই। আপনাদের দোয়া এবং ভালবাসা থাকলে আনেক কষ্টের পরও সুখ সুখ একটা অনুভুতির জন্ম নেয়। আমাদের পেজটা ভিজিট করলে কৃতজ্ঞ থাকব।
Facebook: https://www.facebook.com/BdYouthInAction?ref=hl

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৮

আবু শাকিল বলেছেন: আপনদের পথচলা শুভ হোক।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২০

ওয়াজি২০১৫ বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই। আপনাদের দোয়া এবং ভালবাসা থাকলে আনেক কষ্টের পরও সুখ সুখ একটা অনুভুতির জন্ম নেয়। আমাদের পেজটা ভিজিট করলে কৃতজ্ঞ থাকব।
Facebook: https://www.facebook.com/BdYouthInAction?ref=hl

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.