নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

মধুময় অস্তিত্ব ভাবনায় তুমি ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৯

অবাক হওয়ার কিছু নেই-

আমি এখনো গা ভাসাই তোমায় ভেবে-

এখনো ছবি আঁকি তোমার হরিনী চক্ষুদ্বয় সামনে রেখে

এখনো স্বপ্নঘোরে তোমার বকুনি কানে বাজে

বলবো না আমি এখনো মাঝে মাঝে তোমার আঁচলে লুকাই

বলবো না আমি তোমার উড়ন্ত দীঘল কালো চুলে এখনো হারাই

তোমার সৌরভিত গন্ধে এখনো আমায় উদাস করে

অবাক হওয়ার কিছু নেই-

এই সবই তুমি আমার অস্তিত্বে ।



তোমায় দেখেছিলাম কোন এক ভরা দুপুরে

ফিরছিলে কলশীকাঁখে কোমর দুলিয়ে

রেখেছিলে দীর্ঘ আঁচল কোমরে গুঁজে

আধাঁখন্ড গোলাপী হাসি দেখেছিলাম কর্ণার থেকে

অজান্তে ফুটে উঠলো ভালোবাসার চিরন্তন ছবি হৃদয় খোদাই করে

অবাক হওয়ার কিছু নেই-

সেই ছবি আজও ফুটে আছে আমার এই দ্বিখন্ডিত হৃদয়ে ।























মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৪

আবু শাকিল বলেছেন: তোমায় দেখেছিলাম কোন এক ভরা দুপুরে।
লেখক কিভাবে এই ঠাডা মরা রোদে তাকাইলেন??
রিফ্লেকশন ডিস্টার্ব করে নাই?

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১২

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~....কোন এক বসন্তের ভরা দুপুরে মিষ্টি রৌদ এবং উদাসী বাতাসের ঘনঘটায় এই ঘটনা.. ;)

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: অপূর্ব

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৩

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ...:)

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

সুমন কর বলেছেন: মিষ্টি কবিতা...........

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৩

কলমের কালি শেষ বলেছেন: আপনাকেও মিষ্টি ধন্যবাদ ।...:)

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৭

নুর ইসলাম রফিক বলেছেন: সেই ছবি আজও ফুটে আছে আমার এই দ্বিখন্ডিত হৃদয়ে ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৫

কলমের কালি শেষ বলেছেন: হু...পাঠে ধন্যবাদ নুর ইসলাম রফিক ভাই ।...:)

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং কমেন্টে অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই...:)

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কবিতা ভালো লেগেছে,

আধাঁখন্ড গোলাপী হাসি দেখেছিলাম কর্ণার থেকে

এই লাইনটাতে কর্ণার শব্দটি মানানসই মনে হয়নি আমার কাছে ।

অনেক ভালো থাকুন আর কলমের কালি শেষ হলেও কীবোর্ডের বাটন কিন্তু অতো তাড়াতাড়ি নষ্ট হবে না !

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৪

কলমের কালি শেষ বলেছেন: যে পাশ হলে আধাঁখন্ড হাসিমুখ দেখা যায় ঠিক সেই অবস্থানটা প্রকাশের জুতসই শব্দ মেলাতে গিয়ে এই ইংরেজী বাংলা শব্দটাই নিলাম ।
কীবোর্ডের বাটন নষ্ট না হওয়ার উপদেশটা ভালো লাগলো... =p~

পাঠে ও কমেন্ট এ অনেক ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা ।আপনিও অনেক অনেক ভালো থাকুন । ...:)

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩০

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগলো দ্বিখন্ডিত হৃদয়ের কবিতা।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৪

কলমের কালি শেষ বলেছেন: দ্বিখন্ডিত হৃদয় থেকে ধন্যবাদ রইলো ...:)

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৩

ইমিনা বলেছেন: বাহ্, আপনি তো বেশ ভালো কবিতা লিখেন :)
নিয়মিত কবিতা আশা করছি।

শুভকামনা সব সময়।।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৪

কলমের কালি শেষ বলেছেন: :-/ :#> শুনে তো খুশিতে আপ্লুত । অনেক ধন্যবাদ এইভাবে বলার জন্য ।

আপনার জন্যও শুভ কামনা রইলো।...:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.