নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

সুপ্রিয় ১৬, তোমার নিকট কিছু অন্যায় আবদার ।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০১

সুপ্রিয় ১৬,

তুমি কি আমায় একটি লাল সূর্য দেবে ?

ভোরের ঘুম ভেঙ্গে দেখবো পূর্ব দিগন্তে ।

আমাকে দেবে কি চন্দ্র তারার একটি আকাশ ?

জোছনায় হাসনাহেনার ঘ্রাণ গিলে খাওয়ার অনেক দিনের শখ ।



সুপ্রিয় ১৬.

আমায় দিতে পারো কি একটি পাখি ?

পাখনায় চড়ে দিক্ দিগন্তে উডতে যে ইচ্ছে করে ।

আমাকে হাস্যজ্জ্বল মায়ের একটি কোল দিতে পারো কি ?

বহুকাল আঁচলের গন্ধ নিয়ে সুখনিদ্রা যাইনি ।



সুপ্রিয় ১৬,

একটি স্বপ্ন তুমি কি আমায় দিতে পারো ?

অনেক সকাল ফুটেছে স্বপ্নহীন রাত নিয়ে ।

তুমি কি আমায় দিতে পারো এক টুকরো মাঠ ?

সারা বিকেল খেলায় মুখিয়ে উঠিনা বহুদিন হয় ।



সুপ্রিয় ১৬,

আমায় কি দেবে রক্তে ভেজা একমুঠো ঘাস ?

গড়াগড়ি দিয়ে নিতে চাই কুরুক্ষেত্রের অকৃত্রিম স্বাদ ।

অথবা দিতে পারো কি বুলেটে ফুটো হওয়া কোন লাল শার্ট ?

গায়ে দিয়ে অনুভব করবো যন্ত্রণায় কাতর কোন অমর শরীর ।

অথবা দিতে পারো কি সদ্য সম্ভ্রমহারা কোন যুবতীর চিৎকার ?

হৃদয়ে গিলতে ইচ্ছে করে জরাজীর্ণ চুলের পাগল হওয়া পাথর মুখটি ।

অথবা দিতে পারো কি জলাশয়ে পড়ে থাকা কোন লাশের স্তূপ ?

তাঁদের সাথে শুয়ে শুনতে ইচ্ছে করে আত্মত্যাগের মুহূর্তকথা ।



সুপ্রিয় ১৬,

জানি তুমি নিঃস্ব হওয়া নিষ্পাপ দুটি চোখ নিয়ে তাকিয়ে থাকবে আমার দিকে,

জানি তুমি দিয়ে দিয়েছে সবকিছু সেই কবের একাত্তরই,

কি করবো বলো তোমার দেওয়া কিছুই যে আমার নেই এখন,

হারিয়ে ফেলেছি অবহেলার দীর্ঘ মাটিচাপায়,

আমিও এখন নিঃস্ব তোমারই মতো,

ক্ষমা করে দাও আমায় ।



সুপ্রিয় ১৬,

তবুও কি দিতে পারো বিজয়ের একটি চিৎকার ?

বলতে পার কি এ বিজয় আমাদের ?

শুনে একটু শিহরণ জাগাতাম ঘুমন্ত শরীরে,

হয়তো জেগেও উঠতে পারে তোমার দেওয়া অমূল্য সম্পদগুলো ।



... ১৯৭১ সালের আত্মত্যাগকারীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা এবং সবাইকে বিজয় দিবসের উষ্ণ শুভেচ্ছা....

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩৬

নাসরিন চৌধুরী বলেছেন: ত্যাগের মহিমায় উদ্ভাসিত হই আমরা সবাই। আমাদের বিজয় - আমাদের স্বাধীনতা যেন আমাদের জীবনে এর তাৎপর্য বয়ে আনে।
১৯৭১ সালের আত্মত্যাগকারীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা এবং সবাইকে আসন্ন বিজয় দিবসের উষ্ণ শুভেচ্ছা....


ভাল লিখেছেন। শুভ রাত্রি

১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫৬

কলমের কালি শেষ বলেছেন: ত্যাগের মহিমায় উদ্ভাসিত হই আমরা সবাই। আমাদের বিজয় - আমাদের স্বাধীনতা যেন আমাদের জীবনে এর তাৎপর্য বয়ে আনে।

বয়ে আনুক ।

সুন্দর মন্তব্যে অনেক ভালোলাগা ।

ভালো থাকুন সবসময় । :)

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৬

তুষার কাব্য বলেছেন: আবদার,আকাংখা,বেদনা এবং প্রত্যাশার এক চমত্কার মেলবন্ধন এই কবিতা..

শুভেচ্ছা বিজয়ের....

১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪২

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার মন্তব্যে অনেক ভালো লাগলো তুষার কাব্য ভাই ।

বিজয়ের শুভেচ্ছা...

শুভ কামনা রইল । :)

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৮

জাহিদ জুয়েল বলেছেন: একের ভিতর তিন। চমৎকার হইছে।

শুভেচ্ছা ও শুভ কামনা রইল । :)

১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৩

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভালোলাগা জাহিদ জুয়েল ভাই ।

বিজয়ের শুভেচ্ছা...

ভালো থাকুন সবসময় । :)

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪১

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার লিখেছেন ভ্রাতা + ১ম ভালোলাগা।

১৯৭১ সালের আত্মত্যাগকারীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা এবং সবাইকে আসন্ন বিজয় দিবসের উষ্ণ শুভেচ্ছা

ভালো থাকবেন।।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৬

কলমের কালি শেষ বলেছেন: ভালোলাগার মন্তব্যে অসংখ্য ভালোলাগা রায়হান ভাই ।

বিজয়ের শুভেচ্ছা...

ভালো থাকার শুভ কামনা রইল । :)

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৩

সুমন কর বলেছেন: চমৎকার কবিতা !!

১৯৭১ সালের আত্মত্যাগকারীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা এবং সবাইকে আসন্ন বিজয় দিবসের উষ্ণ শুভেচ্ছা....

২য় ভাল লাগা।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৯

কলমের কালি শেষ বলেছেন: অনেক ভালোলাগা আপনার সুন্দর মন্তব্য পেয়ে সুমন কর ভাই ।

বিজয়ের শুভেচ্ছা....

ভালো থাকা হোক সবসময় । শুভ কামনা রইল । :)

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৯

আলম দীপ্র বলেছেন: ওয়াও আমার কাছে অসাধারণ লেগেছে !
ধন্যবাদ ভাই এই কবিতাটির জন্য । অনেক ধন্যবাদ !

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

কলমের কালি শেষ বলেছেন: অসাধারন সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ আলম দীপ্র ভাই ।

বিজয়ের শুভেচ্ছা.....

ভালো থাকুন । :)

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৬

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা জানবেন ভাই। অনেক।

বিজয় দিবসের শুভেচ্ছা রইলো।

শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৩

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ভাললাগা দীপংকর চন্দ ভাই ।

বিজয়ের শুভেচ্ছা....

শুভ কামনা রইল । :)

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৯

এহসান সাবির বলেছেন: বিনম্র শ্রদ্ধা।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৯

কলমের কালি শেষ বলেছেন: বিনম্র শ্রদ্ধা ।

পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ এহসান সাবির ভাই ।

বিজয়ের শুভেচ্ছা....

ভালো থাকুন সবসময় । :)

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪২

মামুন রশিদ বলেছেন: অসাধারণ লিখেছেন ।


বিজয়ের শুভেচ্ছা ।

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৯

কলমের কালি শেষ বলেছেন: আপনার সুন্দর মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো মামুন রশিদ ভাই ।

বিজয়ের শুভেচ্ছা....

ভাল থাকবেন সবসময় । :)

১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১২

নেক্সাস বলেছেন: অনেক সুন্দর কবিতা

১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫২

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ নেক্সাস ভাই ।

বিজয়ের শুভেচ্ছা....

ভালো থাকা হোক সবসময় । :)

১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩০

তাশমিন নূর বলেছেন: চমৎকার!

১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:১২

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ তাশমিন নূর ।

বিজয়ের শুভেচ্ছা....

শুভ কামনা রইল । :)

১২| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৯

নাজমুল অাহসান বলেছেন: অ>>>>>নে>>>>>>>ক>>>>>>
সুন্ধর কবিতা

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:২১

কলমের কালি শেষ বলেছেন: এমন লম্বা সুন্দর মন্তব্য পেলে কার না ভালো লাগে !!

অনেক ভালো লাগলো নাজমুল অাহসান ভাই ।

ভালো থাকুন । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.