নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

অসংলগ্ন প্রাপ্তিযাপন । (কবিতা)

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৬

অসংখ্য টানাপোড়েনে শতবর্ষ লুকানো স্মৃতি
জেগে উঠে বলে তুমি হারিয়েছ আমায়
মনে হলো যেন মহাসাগরের ঘূর্ণ্যমান সংযোগস্থল
মুড়িয়ে বিদীর্ণ করছে যন্ত্রনার জাগতিক সংঘ
উল্কা ছড়িয়ে দিচ্ছে শোকাতুর গহীনে ।

বিস্বাদের ঘরে বসেছে তাসখেলার আসর
যেখানে খেলোয়াড়- পরাজিত স্বপ্নগুলো
রাত প্রদীপের বেশে অকাতর সঙ্গ ।

বাড়ছে খেলোয়াড় বাড়ছে প্রতিযোগিতা
গভীর হচ্ছে রাত গভীর হচ্ছে যন্ত্রনাসমুদ্র
বাড়ছে নাসিক্য দীর্ঘশ্বাসের উল্কা
এগিয়ে আসছে ভোর, নিঃসৃত হচ্ছে ক্লান্তি
পাতা নামছে তাকিয়ে থাকা চোখদুটোর
নিষ্পাপ ভোরেও ঘোর অন্ধকার
হয়তো অপেক্ষমান কোন দুঃস্বপ্ন ।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০০

নিলু বলেছেন: সুখ দুঃখের মধ্যেই পৃথিবী চলমান

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৯

কলমের কালি শেষ বলেছেন: কথা সত্য । সবকিছুর মিশাল না থাকলে জীবনকে রসহীনই মনে হত ।

পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ িনলু ।

ভালো থাকুন সবসময় । :)

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৬

লিরিকস বলেছেন: কবিতা না পড়লেও পোস্টে এসে কেমন আছেন জানতে চাওয়াতে নিশ্চই আপনি রাগ করবেন না?

কেমন আছেন আপনি?

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩২

কলমের কালি শেষ বলেছেন: যদিও পোষ্টটা দিয়েছি পড়ার জন্য কিন্তু ভালো আছি কিনা জানতে চাওয়াতে বিন্দুমাত্র রাগ হওয়ার কোন সম্ভাবনাই নেই বরং অনেক খুশী হয়েছি । ;) :)

আলহামদুলিল্লাহ ভালো আছি । আপনি কেমন আছেন ?

ভালো আছি কিনা জানতে চেয়ে প্রশ্নবোধক সুন্দর মন্তব্যে অনেক ভালো লাগা লিরিকস ।

শুভ কামনা রইল । :)

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: এগিয়ে আসছে ভোর, নিঃসৃত হচ্ছে ক্লান্তি
পাতা নামছে তাকিয়ে থাকা চোখদুটোর
নিষ্পাপ ভোরেও ঘোর অন্ধকার
হয়তো অপেক্ষমান কোন দুঃস্বপ্ন ।


মুগ্ধপাঠ্য !!

২৭ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং চমৎকার মন্তব্যে অনেক ভালোলাগা স্বপ্নবাজ অভি ভাই ।

ভালো থাকবেন সবসময় । :)

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

দর্পণ বলেছেন: স্বপ্ন নিয়ে বাচুন

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২১

কলমের কালি শেষ বলেছেন: হুম... B-)

পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ দর্পণ ।

শুভ কামনা রইল । :)

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৯

ডি মুন বলেছেন: বিস্বাদের ঘরে বসেছে তাসখেলার আসর
যেখানে খেলোয়াড়- পরাজিত স্বপ্নগুলো
রাত প্রদীপের বেশে অকাতর সঙ্গ

বাহ, বেশ।

কবির প্রতি শুভেচ্ছা

২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১০

কলমের কালি শেষ বলেছেন: শুভেচ্ছা সাদরে গৃহিত হলো ।

সুন্দর মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ডি মুন ভাই ।

ভালো থাকবেন সবসময় । :)

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪২

এহসান সাবির বলেছেন: চমৎকার কবিতা।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগার মন্তব্যে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এহসান সাবির ভাই ।

ভালো থাকুন সবসময় । :)

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৯

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ভ্রাতা। ২য় ভালোলাগা +

অনেক শুভকামনা :)

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৪

কলমের কালি শেষ বলেছেন: ভালো লিখেছি জেনে বেশ ভালো লাগলো ভ্রাতা !!... B-) B-)

ভালো থাকুন সবসময় । :)

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৮

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানিয়ে গেলাম

২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৪

কলমের কালি শেষ বলেছেন: শুভেচ্ছা সাদরে গৃহিত হলো !

পাঠে এবং চমৎকার মন্তব্যে অসংখ্য ধন্যবাদ সাদা মনের মানুষ ভাই ।

শুভ কামনা রইলো । :)

৯| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৮

নীল কৃষ্ণগহ্বর বলেছেন: ভাল লাগল

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩১

কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগলো জেনে খুব ভালো লাগলো নীল কৃষ্ণগহ্বর ।

ভালো থাকুন । :)

১০| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:১২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

ভাল্লাগলো কবিতা।

০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৪

কলমের কালি শেষ বলেছেন: আপনার ভাল্লাগলো জেনে অনেক ভালো লাগলো আশরাফুল ইসলাম দূর্জয় ভাই ।

ভালো থাকবেন । :)

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৫

আধখানা চাঁদ বলেছেন: স্বল্প কিন্তু সুন্দর ।
৩য় ভাললাগা।

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৬

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ভালোলাগা আধখানা চাঁদ ।

ভাল থাকুন । :)

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৯

একজন আরমান বলেছেন:
অসাধারণ

উপমাগুলি চমতকার।

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:১১

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার মন্তব্যে অনেক ভালোলাগা একজন আরমান ভাই ।

ভালো থাকুন । :)

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪২

ফ্‌জলূল করিম বলেছেন: বিস্বাদের ঘরে চলছে তাস খেলার আস....।।

সুন্দর রকম ভাল লাগায় শুভ কামনা রইল...।

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৫

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ভালোলাগা ফ্‌জলূল করিম ভাই ।

ভালো থাকুন সবসময় । :)

১৪| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: "নিষ্পাপ ভোরেও ঘোর অন্ধকার
হয়তো অপেক্ষমান কোন দুঃস্বপ্ন।"

ভাল লাগা রইল কবিতায়।
আশাকরি দুঃস্বপ্ন নয় সুখস্বপ্ন আপনার জীবনকে সুখময় করে তুলুক।

শুভ কামনা।

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৩

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভালোলাগা দিশেহারা রাজপুত্র ভাই ।

ভালো থাকবেন । :)

১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১০

নীল কৃষ্ণগহ্বর বলেছেন: কবির প্রতি শুভেচ্ছা রইল B-)

১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৪

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ভালোলাগা নীল কৃষ্ণগহ্বর ।

ভালো থাকুন । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.