নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

সান্নিধ্য বেলা । (কবিতা )

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৩

যাপিত জীবনের বেলা দুপুর গড়িয়ে
পার হচ্ছি সময়ের সূক্ষ্ম চালে
কুঁজ পিঠে বার্ধক্যের হাতছানি
মৃত্যুশোক এখন বড্ড কাঁদায়
হয়তো সান্নিধ্য এসে গেছে বলে ।

জন্মে কেঁদেছি কহেছেন সুধী জন
জেনেছিল হয়তো অবুঝ বোবা আত্মা
এই ধরণীর বুকে হারাবো সতত
সাক্ষী-প্রমাণাদিতে পরিতুষ্ট হৃদয় ।

স্বপ্নবৎ কিশোর মন চেয়েছিল পূর্ণতা
দিশেহারা যৌবনে বাস্তবতার সাক্ষী টানা
আজিকে বেলা দুপুর শুধায় শুন্যতাই পূর্ণতা
অপেক্ষা শুধু এখন মুঠি হাত মেলে চোখ বোজা ।

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৯

নিলু বলেছেন: লিখে যান

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২২

কলমের কালি শেষ বলেছেন: অনেক থ্যাংক ইউ িনলু ।

ভালো থাকুন । :)

২| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৯

শায়মা বলেছেন: এত শুন্যতা দুঃখতা কেনো ভাইয়া?

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৫

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । এই প্রশ্নটাতো কবিতা লেখকেরও ! :(

সুন্দর প্রশ্ন ছোড়ে দেওয়া মন্তব্যে অনেক ভালোলাগা শায়মা আপু ।

ভালো থাকুন । :)

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৫

বেলায়েত মাছুম বলেছেন: যাপিত জীবন বলতেই শুন্যতা।


মৃত্যু শোক
জন্ম সুখ
দুটোই যাপিত দিনের অংশ।

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৮

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর বিশ্লেষনধর্মী মন্তব্যে অনেক ভালোলাগা বেলায়েত মাছুম ভাই ।

ভালো থাকবেন । :)

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫১

অর্বাচীন পথিক বলেছেন: দুঃখকে অলিঙ্গন করুন।

ভাল লাগা রইল

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৫

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ অর্বাচীন পথিক ।

ভালো থাকুন । :)

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৪

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগা।

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৭

কলমের কালি শেষ বলেছেন: ভালোলাগার মন্তব্যে অনেক ভালোলাগা ঢাকাবাসী ভাই ।

ভালো থাকুন । :)

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: যাপিত জীবনে সুখ সুহ্ম, কষ্ট স্থুল।
কান্নাই একমাত্র প্রকাশভঙ্গী।
তাই জন্ম ও মৃত্যু দুটোর পরইই কান্না।
শুধু কান্নারত ব্যক্তির ভিন্নতা।

কবিতায় মুগ্ধতা।
ভালো থাকবেন।





যতদিন শূন্যতা আছে ততদিন পূর্ণতা তার পূর্ণতা খুঁজে পাবে।
সেজন্যই হয়তোবা এতো শূন্যতা।

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৪

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ বিশ্লেষনধর্মী মন্তব্যে অনেক কৃতজ্ঞতা রাজপুত্র ভাই ।

শুভ কামনা রইল । :)

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৪১

বিদ্রোহী বাঙালি বলেছেন: আজিকে বেলা দুপুর শুধায় শুন্যতাই পূর্ণতা

নশ্বর জীবনের পরিসমাপ্তির পথে সব কিছু যে ফেলে রেখে যেতে হয় শূন্য হাতে। শূন্যতায় পূর্ণতা তাই মন্দ বলেন নাই কালি। বাস্তবতার সাথে যারা লড়াই করে ধুঁকে ধুঁকে জীবন অতিবাহিত করে, মৃত্যু পথে তারা শূন্যতায়ই তৃপ্তি পায় বটে। অন্তত কষ্টের যবনিকাপাত ঘটে অপার্থিব জগতে প্রবেশের আগে। কবিতা ভালো হয়েছে কালি। ভালো লাগলো। তবে বিষাদময় পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। নিরন্তর শুভ কামনা রইলো।

২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৩

কলমের কালি শেষ বলেছেন: হুম । ঠিক তাই ।

এই পৃথিবী ক্ষণস্থায়ী । আমরা এইটাই মানতে নারাজ ।

আপনার চমৎকার মন্তব্যে অনেক ভালোলাগা বিদ্রোহী বাঙালী ভাই ।

ভালো থাকবেন । :)

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৫

আবু শাকিল বলেছেন: ভাল লাগল ।

২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৫

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ভালোলাগা আবু শাকিল ভাই ।

ভালো থাকুন । :)

৯| ২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আজিকে বেলা দুপুর শুধায় শুন্যতাই পূর্ণতা +++

ভাল লাগল। :)

২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৬

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায় ভাই ।

ভালো থাকবেন । :)

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১১

আরজু পনি বলেছেন:

লিখে যান...
শুভকামনা রইল ।


সাধু, চলিতের মিশ্রণ মনে হলো ...

২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২১

কলমের কালি শেষ বলেছেন: মিশ্রণটা ইচ্ছে করে দিয়েছি । :D

পাঠে এবং লিখে যাওয়ার অনুপ্রেরণাদায়ক মন্তব্যে অনেক ভালোলাগা আরজুপনি আপু ।

ভালো থাকুন । :)

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪১

হাসান মাহবুব বলেছেন: তৃতীয় প্লাস।

২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫০

কলমের কালি শেষ বলেছেন: অনেক ভালো লাগলো পাঠে এবং মুগ্ধতার মন্তব্যে হাসান মাহবুব ভাই ।

ভালো থাকুন । :)

১২| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫০

আহমেদ জী এস বলেছেন: কলমের কালি শেষ ,


কলমের কালি শেষ হলে শুন্যতাই পড়ে থাকে ।
আবার কালি ভরুন । পূর্ণ হোক হৃদয়ের (কলম) পাত্রখানি । তারপর যাপিত জীবনের বেলা দুপুর গড়িয়ে গেলে সান্ধ্য গোধূলির সান্নিধ্যে পাখিদের ঘরে ফেরার কাব্য লিখুন ।

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৭

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা... দারুন কথা বলেছেন তো !

পাঠে এবং চমৎকার মন্তব্যে অনেক ভালোলাগা আহমেদ জী এস ভাই ।

ভালো থাকুন । :)

১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৮

ডি মুন বলেছেন:
ভালো লাগল কবিতা

:)

+++++++

এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে !

২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৩

কলমের কালি শেষ বলেছেন: হুম.। :(

পাঠে এবং মনভারাক্রান্ত সুন্দর মন্তব্যে অনেক ভালোলাগা ডি ভাই ।

ভালো থাকুন । :)

১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৩১

জাফরুল মবীন বলেছেন: অসাধারণ!

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৫

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ! মন্তব্যে অনেক ভালোলাগা মবীন ভাই ।

ভালো থাকবেন । :)

১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:০৫

মায়াবী রূপকথা বলেছেন: কস্টের মত সুন্দর। ভালোলাগা

২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৪

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর ভালোলাগার মন্তব্য অসংখ্য ধন্যবাদ মায়াবী রূপকথা ।

ভালো থাকুন । :)

১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৫

আধখানা চাঁদ বলেছেন: :( :((

২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৭

কলমের কালি শেষ বলেছেন: :( :((

ভালো থাকবেন । :)

১৭| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৩

লীন প্রহেলিকা বলেছেন: জন্মে কেঁদেছি কহেছেন সুধী জন
জেনেছিল হয়তো অবুঝ বোবা আত্মা
এই ধরণীর বুকে হারাবো সতত
সাক্ষী-প্রমাণাদিতে পরিতুষ্ট হৃদয় ।


চমত্কার করেই বলে গেছেন কিছু চিরন্তন সত্য কথা। ভালো লাগা জানবেন কবি।

২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৪

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং চমৎকার মন্তব্যে অসংখ্য ভালোলাগা লীন প্রহেলিকা ।

ভালো থাকবেন । :)

১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৫

সুমন কর বলেছেন: অপেক্ষা শুধু এখন মুঠি হাত মেলে চোখ বোজা ।

চমৎকার ! ৫+।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভালোলাগার সুন্দর মন্তব্যে অনেক ভালোলাগা সুমন কর ভাই ।

শুভ কামনা রইল । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.