নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

আফসোস, কান্নায় ভিজিয়ে রাখে । (কবিতা)

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৫

সময়ের ব্যবধান খুবই অল্প

যদি, না হয় যন্ত্রণা;

আশাবাদী মনের আকুতি

যন্ত্রণা লাঘবের ।



সময়ের ব্যবধান কিঞ্চিৎ দীর্ঘতর

যদি হয়, অপেক্ষার;

প্রহর গোনায় জানান দেয়

ঘড়ির কাঁটা চলছে তারুণ্যে ।



সময়ের ব্যবধান মৃত্যু অবধি

যদি হয়, না ফেরার পথ চেয়ে থাকা;

থমকে দাঁড়ানোর অনুভূতিতে চুনকালি মেখে

দীর্ঘশ্বাসে চিরতরে ঘুমিয়ে পড়া তার স্বভাব ।



অপেক্ষার ব্যাপ্তিকাল-

কখনো ছুটির ঘন্টা বাজায়

কখনো বাজায় না,

শোনার আকাঙ্খা পূর্ণ হয়

অথবা হয় না,

তবে হারিয়ে যাওয়ার ঘন্টা-

বাজবে, অবশ্যই বাজবে

নীরবে অথবা চিৎকারে ।



আফসোস, কিছু মন কান্নায় ভিজিয়ে রাখে কিছুকাল ।

মন্তব্য ৩৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:০৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: কবিতায় অপেক্ষার ব্যবচ্ছেদ ভালো লাগলো কালি। অপেক্ষার প্রহর আমাদের মধ্যে মিশ্র অনুভূতির সৃষ্টি করে পরিস্থিতি অনুযায়ী। তবে যন্ত্রণার অপেক্ষা সবারই মুহূর্তে শেষ হয়ে যাক এটাই কাম্য। ভালো লাগলো কালি।

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:১৪

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভালো লাগলো জেনে আমারও খুব ভালো লাগলো বিদ্রোহী বাঙালী ভাই ।

শুভ কামনা সবসময় । :)

২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৯

এহসান সাবির বলেছেন: ভালো লিখেছেন।

২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫১

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা এহসান সাবির ভাই ।

ভালো থাকুন । :)

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২১

আধখানা চাঁদ বলেছেন: সাইয়েদ জামিলের খিস্তি খেউড়ের চাইতে অনেক ভাল হয়েছে !

২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৫

কলমের কালি শেষ বলেছেন: হা হা...

পাঠে এবং ভালোলাগার মন্তব্যে অসংখ্য ধন্যবাদ আধখানা চাঁদ ।

ভাল থাকবেন । :)

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৬

জুন বলেছেন: ভালোলাগলো ককাশে কান্নার কবিতায়
+

২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৯

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা জুন আপু ।

ভালো থাকবেন ।:)

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: সময়ের ব্যবধান কিঞ্চিৎ দীর্ঘতর
যদি হয়, অপেক্ষার;
প্রহর গোনায় জানান দেয়
ঘড়ির কাঁটা চলছে তারুণ্যে ।

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৮

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ নাজমুল হাসান মজুমদার ভাই ।

ভালো থাকুন । :)

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৪

অর্বাচীন পথিক বলেছেন: অপেক্ষা , অপেক্ষা, অপেক্ষা

সারা জীবন অপেক্ষা নিয়েই কাটে।

এর কোন মুক্তি নেই,

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২০

কলমের কালি শেষ বলেছেন: ভালোলাগার মন্তব্যে অসংখ্য ধন্যবাদ অর্বাচীন পথিক ।

ভালো থাকবেন । :)

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২২

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল্

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২১

কলমের কালি শেষ বলেছেন: অনেক ভালোলাগা আপনার ভালোলাগার মন্তব্যে ঢাকাবাসী ভাই ।

ভালো থাকুন । :)

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

দীপংকর চন্দ বলেছেন: অনুভূতির প্রকাশে ভালো লাগা ভাই।

অপেক্ষার ব্যাপ্তিকাল-
কখনো ছুটির ঘন্টা বাজায়
কখনো বাজায় না


অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। সবসময়।

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৩

কলমের কালি শেষ বলেছেন: ভালোলাগার মন্তব্যে অসংখ্য ভালোলাগা দীপংকর চন্দ ভাই ।

শুভ কামনা অনিঃশেষ । :)

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেক অনেক ভালো লাগা।
ভাল থাকবেন।

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৯

কলমের কালি শেষ বলেছেন: আপনার অনেক অনেক ভালোলাগায় পুলকিত অনুভব করছি রাজপুত্র ভাই ।

ভালো থাকবেন । :)

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫১

আরজু পনি বলেছেন:

কিছু মন কান্নায় ভিজিয়ে রাখে কিছুকাল ...

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৪

কলমের কালি শেষ বলেছেন: হুম... :(

আপনার সুন্দর মন্তব্যে অনেক ভালোলাগা আরজুপনি আপু ।

শুভ কামনা রইল । :)

১১| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:১৯

জাফরুল মবীন বলেছেন: ভাল লিখেছেন।

জীবনের কিছু অব্যক্ত অনুভূতি কবিতায় বেশ ভালভাবে ফুটে উঠেছে।

অনেক শুভকামনা রইলো।

২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৭

কলমের কালি শেষ বলেছেন: ভালোলাগার মন্তব্যে অনেক ভালোলাগা মবীন ভাই ।

ভালো থাকবেন । :)

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৮

জুন বলেছেন: :(( :((

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৯

কলমের কালি শেষ বলেছেন: :(( :((

ভালো থাকুন জুন আপু । :)

১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২১

লাশকাটা ডোম বলেছেন: ++++ দিলাম!!!

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২১

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং পিলাচমূলক মন্তব্যে অসংখ্য ধন্যবাদ লাশকাটা ডোম ।

ভালো থাকুন । :)

১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৭

আবু শাকিল বলেছেন: ভাল লাগল ।

"কিছু মন কান্নায় ভিজিয়ে রাখে কিছুকাল । '

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২২

কলমের কালি শেষ বলেছেন: ভালোলাগার মন্তব্যে অনেক ভালোলাগা আবু শাকিল ভাই ।

ভালো থাকবেন । :)

১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৪

আমি তুমি আমরা বলেছেন: চতুর্থ ভাল লাগা :)

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৪

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর ভালোলাগার মন্তব্যে অনেক ভালোলাগা আমি তুমি আমরা ।

ভালো থাকুন । :)

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৩

তুষার কাব্য বলেছেন: ভালো লাগা কবিতায় ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২

কলমের কালি শেষ বলেছেন: ভালোলাগার মন্তব্যে অসংখ্য ভালোলাগা তুষার কাব্য ভাই ।

ভালো থাকবেন । :)

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: লেখায় ভাললাগা জানিয়ে গেলাম

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৫

কলমের কালি শেষ বলেছেন: ভালোলাগার মন্তব্য গ্রহণে অনেক ভাল লাগলো লাইলী আরজুমান খানম লায়লা ।

ভালো থাকুন । :)

১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৭

হাসান মাহবুব বলেছেন: ++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৬

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং মূল্যবান প্লাস মন্তব্যে অনেক পুলকিত হলাম হামা ভাই ।

ভালো থাকবেন । :)

১৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৪

সুমন কর বলেছেন: তবে হারিয়ে যাওয়ার ঘন্টা-
বাজবে, অবশ্যই বাজবে
নীরবে অথবা চিৎকারে ।


সুন্দর।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

কলমের কালি শেষ বলেছেন: ভালোলাগার মন্তব্যে অনেক ভালো লাগলো সুমন কর ভাই ।

ভালো থাকুন । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.