নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

কারণ- একুশ । (কবিতা)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১০

একুশ যদি হয় আঁধারের মাঝে একটু আলো
তবে সেই আলো নিভতে দেবো নাকো কখনো
একুশ যদি হয় শীতের মাঝে একটু উষ্ণ রৌদ্র
তবে সেই রৌদ্রকে বিলীন হতে দেবো নাকো কখনো ।

একুশ যদি হয় মরুর বুকে জল একফোটা
তবে সেই জল কখনো শুকাতে দেবো না
একুশ যদি হয় উড়ন্ত বিহঙ্গের খুঁজে পাওয়া একটি আকাশ
তবে কাউকে দেখতে দেবো না সেই আকাশের বিনাশ ।

একুশ যদি হয় সন্তানহারা মায়ের হৃদয়ে জন্মানো- একফোটা সুখ
তবে সেই সুখ, যে কোন মূল্যে হোক, দেখবে না কখনো- মৃত্যুর মুখ
একুশ যদি হয় উৎসর্গিত সন্তানের পিতার বুকে গর্জে উঠা- গর্ব
তবে সেই গর্বকে, যে কোন মূল্যে হোক, হতে দেবো নাকো- খর্ব ।

কারণ,
একুশের স্মৃতির গভীরতা পবিত্র রক্তে রাঙানো
একুশের স্মৃতিতে লুকিয়ে আছে বুলেট খচিত শত স্বপ্ন ।

কারণ,
একুশের স্মৃতি শত মায়ের নিষ্পাপ আর্তনাদ মাখানো
একুশের স্মৃতি শত বাবার অমৃত দীর্ঘশ্বাসে জড়ানো ।

কারণ,
একুশের স্মৃতি দাঁড়িয়ে আছে গাঢ় লালে রক্তাক্ত মৃত্তিকার মাঠে
একুশের স্মৃতি নিমগ্ন হয়েছে বুলেটে ফোটা দুঃসাহসী আত্মার দেহে ।

কারণ,
একুশের স্মৃতি লিখা হয়েছে এক অকুতোভয় জাতির পবিত্র স্বপ্নে
একুশের স্মৃতি রক্ষিত আছে এক নির্ভীক জাতির নিষ্পাপ বুকে ।


ভাষা আন্দোলনে উৎসর্গিত আত্মার মাগফেরাত কামনা এবং গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ।

সবাইকে আসন্ন প্রিয় একুশের পবিত্র শুভেচ্ছা ।

মন্তব্য ৪৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাষা শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

কবিতায় ভালো লাগা +++
ভালো থাকবেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৪

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ রাজপুত্র ভাই ।

ভাল থাকুন । :)

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৮

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৬

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং মন্তব্যে অনেক ধন্যবাদ হামা ভাই ।

ভালো থাকবেন । :)

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

ঢাকাবাসী বলেছেন: চমৎকার কবিতা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৬

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং মন্তব্যে ভাললাগা ঢাকাবাসী ভাই ।

শুভ কামনা । :)

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

অন্ধবিন্দু বলেছেন:

কলমের কালি শেষ,
একুশ ধারণ করতে হবে চেতনায়
একুশ জেগে থাকুক এভাবেই আপনার লিখায় ...

শুভ কামনা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৮

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাললাগা অন্ধবিন্দু ।

ভাল থাকুন । :)

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

আরণ্যক রাখাল বলেছেন: একুশ চেতনায় আছে, থাকবে

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২২

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং মন্তব্যে অনেক ধন্যবাদ আরণ্যক রাখাল ভাই ।

ভাল থাকবেন । :)

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৪

সুমন কর বলেছেন: কারণ,
একুশের স্মৃতি দাঁড়িয়ে আছে গাঢ় লালে রক্তাক্ত মৃত্তিকার মাঠে
একুশের স্মৃতি নিমগ্ন হয়েছে বুলেটে ফোটা দুঃসাহসী আত্মার দেহে ।



সুন্দর। ৫+।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৩

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা সুমন কর ভাই ।

শুভ কামনা । :)

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: একুশ যদি হয় আঁধারের মাঝে একটু আলো
তবে সেই আলো নিভতে দেবো নাকো কখনো
একুশ যদি হয় শীতের মাঝে একটু উষ্ণ রৌদ্র
তবে সেই রৌদ্রকে বিলীন হতে দেবো নাকো কখনো




+++++++++++++++্

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৬

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ নাজমুল হাসান মজুমদার ভাই ।

ভাল থাকুন । :)

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৬

টুম্পা মনি বলেছেন: চমৎকার লিখেছেন। আপনার কলমের কালি ধীরে ধীরে আরো উজ্জ্বল হচ্ছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৩

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠে এবং মন্তব্যে টুম্পা মনি ।

ভাল থাকবেন । :)

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৬

অরুদ্ধ সকাল বলেছেন:
অনেক সুন্দর লিখিয়াছেন

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৪

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং মন্তব্যে অনেক ধন্যবাদ অরুদ্ধ সকাল ভাই ।

শুভ কামনা । :)

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: একুশের স্মৃতি লিখা হয়েছে এক অকুতোভয় জাতির পবিত্র স্বপ্নে
একুশের স্মৃতি রক্ষিত আছে এক নির্ভীক জাতির নিষ্পাপ বুকে ।


চেতনা জাগানিয়া কবিতা ভালো লাগলো কালি। সকলের বুকে জেগে উঠুক একুশের চেতনা। আপনাকেও একুশের অগ্রিম শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন সতত।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪১

কলমের কালি শেষ বলেছেন: অনেক ভাললাগা কবিতা পাঠে এবং সুন্দর মন্তব্যে বিদ্রোহী বাঙালি ভাই ।

ভাল থাকবেন সতত । :)

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৯

নাহিদ রুদ্রনীল বলেছেন: একুশের চেতনায় আবার বাঙ্গালী জেগে উঠুক। ভাষার প্রতি, দেশের প্রতি ভালবাসা চিরজীবী হোক।

সুন্দর কবিতা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৩

কলমের কালি শেষ বলেছেন: কবিতা পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ নাহিদ রুদ্রনীল ভাই ।

শুভ কামনা । :)

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩০

তুষার কাব্য বলেছেন: চমৎকার কবিতায় ভালোলাগা।


ভাষা শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৭

কলমের কালি শেষ বলেছেন: ভাষা শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ তুষার কাব্য ভাই । :)

ভাল থাকবেন । :)

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪০

জাফরুল মবীন বলেছেন: ভাললাগায়,চেতনায় ও প্রায়োগিক জীবনে স্টিকি হওয়ার মত কবিতা।

অভিনন্দন কবি :)

অনেক অনেক শুভকামনা জানবেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৩

কলমের কালি শেষ বলেছেন: :| :|

এত সুন্দর মন্তব্য হজম করতে কষ্ট হচ্ছে মবীন ভাই । :D :|

অনেক ভাললাগা পাঠে এবং সুন্দর মন্তব্যে ।

অনেক অনেক ভাল থাকুন । :)

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভাষা শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

একুশের চেতনা নিয়ে চমৎকার কবিতা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৪

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠে এবং সুন্দর মন্তব্যে বঙ্গভূমির রঙ্গমেলায় ভাই ।

ভাল থাকুন । :)

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৪

দীপংকর চন্দ বলেছেন: চেতনার দীপশিখায় ভাষা আন্দোলন হোক ভাস্বর।

সুন্দর কবিতায় ভাল লাগা ভাই।

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। সবসময়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৫

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার মন্তব্যে অসংখ্য ধন্যবাদ দীপংকর চন্দ ভাই ।

ভাল থাকুন অনিঃশেষ । :)

১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৭

শাহামার রহমান বলেছেন: ভালো লাগলো....

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৬

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠে এবং ভাললাগার মন্তব্যে শাহামার রহমান ভাই ।

ভাল থাকবেন । :)

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

জুন বলেছেন: কারণ,
একুশের স্মৃতি শত মায়ের নিষ্পাপ আর্তনাদ মাখানো
একুশের স্মৃতি শত বাবার অমৃত দীর্ঘশ্বাসে জড়ানো ।
+

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৫

কলমের কালি শেষ বলেছেন: সুপাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ জুন আপু ।

শুভ কামনা । :)

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৬

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৭

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠে এবং সুন্দর মন্তব্যে প্রামািনক ভাই ।

ভাল থাকুন । :)

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৬

আমি ময়ূরাক্ষী বলেছেন: ভাষা আন্দোলনে উৎসর্গিত আত্মার মাগফেরাত কামনা এবং গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১১

কলমের কালি শেষ বলেছেন: ভাষা আন্দোলনে উৎসর্গিত আত্মার মাগফেরাত কামনা এবং গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ।

পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ আমি ময়ূরাক্ষী ।

ভাল থাকবেন । :)

২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২০

এম এম করিম বলেছেন: "কারণ,
একুশের স্মৃতি লিখা হয়েছে এক অকুতোভয় জাতির পবিত্র স্বপ্নে
একুশের স্মৃতি রক্ষিত আছে এক নির্ভীক জাতির নিষ্পাপ বুকে ।"

সুন্দর লিখেছেন।
ভালো লাগা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১২

কলমের কালি শেষ বলেছেন: সুপাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ এম এম করিম ভাই ।

ভাল থাকুন । :)

২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: একুশ'র শহীদদের সালাম ও শ্রদ্ধা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৪

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ভাললাগা আপনার পাঠে এবং সুন্দর মন্তব্যে রেজওয়ানা আলী তনিমা ।

শুভ কামনা রইল । :)

২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪০

মোঃ ইসহাক খান বলেছেন: মহান শহীদদের প্রতি শ্রদ্ধা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৬

কলমের কালি শেষ বলেছেন: সুপাঠে এবং চমৎকার মন্তব্যে অনেক ধন্যবাদ মোঃ ইসহাক খান ভাই ।

ভাল থাকুন । :)

২৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: একুশের চেতনা জাগ্রত হোক সবার মনে ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৮

কলমের কালি শেষ বলেছেন: অনেক ভাললাগা পাঠে এবং সুন্দর মন্তব্যে কবিতাগর্ভ সেলিম আনোয়ার ভাই ।

শুভ কামনা থাকল । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.