নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

বাঙালির ঐতিহাসিক দিকনির্দেশনা । ( কবিতা )

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২২

তারা বলেছিল,
এই খোকা শোন- বলা যাবে না কথা মাতৃভাষায়
যদি থাকতে চাস তোদের এই সোনার বাংলায়
তারা বলেছিল,
শোন হে বাংলাভাষী- উর্দু ধর বাংলা ছেড়ে
যদি চাস শান্তি তোদের এই ভূখণ্ডে ।

তারা গলা ছেড়ে আরও বলেছিল,
আসছ যদি অধিকার নিয়ে তেড়ে
আমরা দেবো না তোদের ছেড়ে
আসছ যদি দল বেঁধে মিছিল নিয়ে
তবে আমরা ছুড়বো গুলি অনায়াসে
এখনো সময় আছে ফিরে যা ঘরে
করিস না কড়া আমাদের শাসনকে ।

কিন্তু তারা কি জানতো ?
বাংলা ছিল বাঙালির প্রাণ
বাংলায় নেয় বাঙালি ঘ্রাণ ।

বাংলায় তোলে সুর
বাংলায় মনের নূর
বাংলায় দেয় ঘুম
বাংলায় খোঁজে উম ।

বাংলায় ‘আমি’ কথা বলে
বাংলায় ‘তুমি’ কথা বলে
বাংলায় ‘আমরা’ কথা বলে
বাংলায় ‘আমাদের’ কথা বলে
বাংলায় ‘বাঙালির’ কথা বলে ।

বাংলায় দেশ মাতৃকা হাসে
বাংলায় সদ্য জন্ম নেয়া শিশু কাঁদে
বাংলায় ঘ্রাণ ছড়ায় প্রকৃতি
বাংলায় উড়ে ঝাঁকে ঝাঁকে পক্ষী ।

বাংলায় স্বপ্ন দেখে কিশোর-কিশোরী
বাংলায় হুংকার ছোড়ে যুবক-যুবতী
বাংলায় আশীর্বাদ করে মাতা-পিতা
বাংলায় বেঁধে দেয় ভাই আদুরে বোনের মাথায় ফিতা ।

তারা কি জানতো এই সবের কথা ?
না তারা জানতো না ।
তারা জানতো না-
বাঙালির কত গভীর মমতা লুকিয়ে আছে বাংলা ভাষায় ।

তাই,
তাদের আত্মা কাঁপেনি একটুর জন্যও যে
তারা ছুড়েছিল অকাতরে বুলেট- বাঙালির নিষ্পাপ বুকে
তারা পুড়তে চেয়েছিলো বাঙালির মানসপটের স্বাধীন স্বপ্ন
তারা মুছে দিতে চেয়েছিল শত মায়ের আঁচলে লুকিয়ে থাকা খোকার যত্ন
তারা চেয়েছিল উপড়ে ফেলতে শত বাবার আঁকা সন্তানের সুমধুর লক্ষ্য ।

না তারা পারেনি,
বাঙালির ভালবাসার সাথে
তারা হেরেছিল নিষ্ঠুরভাবে
তারা শুধুই হেরেছিল
হারছে এখনো, নিয়মিত
কারণ বাংলা এখন বিশ্ব নন্দিত
কারণ পুরো বিশ্ব এখন বাংলায় নত ।

এখনো পুরো বিশ্ব শিক্ষা নিচ্ছে বাঙালি থেকে-
কোন পরাশক্তি নেবে না আর কোন জাতির প্রাণের ভাষা কেড়ে ।

বাঙালি দিয়েছে উদাহরণ- ভাষা কেড়ে নেওয়া আর আত্মা ছিঁড়ে নেওয়া একই সূতোয় বাঁধা
সুতরাং শোন হে পৃথিবী, কোন জাতির আত্মায় ভাষা কেড়ে নেওয়ার অপচেষ্টায় দিতে পারবে নাকো আর ব্যাথা
কারণ তোমরা জানো, আর পারবেনা কেড়ে নিতে কারো প্রাণের ভাষা , বাঙালি যে দেখিয়ে দিয়েছে সেই দিকনির্দেশনা ।

মন্তব্য ৪২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৭

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখনী , শুভকামনা ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১২

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা পরিবেশ বন্ধু ভাই ।

শুভ কামনা । :)

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৮

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার কবিতা।

প্রথম ভালো লাগা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৩

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার মন্তব্যে অনেক ভাললাগা প্রবাসী পাঠক ভাই ।

ভালথাকা হোক সবসময় । :)

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথম ভালো লাগা।
+++

কবিতার কাব্যিক বিবরণ আর একবার স্মরণ করিয়ে দিল বাংলা আমার অহংকার। ভালো থাকবেন। নিরন্তর শুভ কামনা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৬

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ মন্তব্যে অনেক ভাললাগা রাজপুত্র ভাই ।

ভাল থাকুন । :)

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১২

ধূর্ত উঁই বলেছেন: না তারা পারেনি,
বাঙালির ভালবাসার সাথে
তারা হেরেছিল নিষ্ঠুরভাবে
তারা শুধুই হেরেছিল
হারছে এখনো, নিয়মিত
কারণ বাংলা এখন বিশ্ব নন্দিত
কারণ পুরো বিশ্ব এখন বাংলায় নত ।

বেশ লিখেছেন ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৩

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ ধূর্ত উঁই ভাই ।

ভাল থাকবেন । :)

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৯

প্রামানিক বলেছেন: এক কথায় চমৎকার। ধন্যবাদ ভাই কলমের কালি

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৪

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার মন্তব্যে অনেক ভাললাগা প্রামািনক ভাই ।

শুভ কামনা । :)

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: কবিতায় মাতৃভাষার প্রতি আবেগটাকে ছড়িয়ে দিয়েছেন আদ্যোপান্ত। ভাষা আন্দোলনের ইতিহাস এতোটাই সমৃদ্ধ যে, বিশ্বে কোন শোষক যদি আবারও কারো মাতৃভাষা কেড়ে নেয়ার চেষ্টা করে, তারা একবার হলেও মায়ের ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের কথা চিন্তা করবে। তখন হয়তো কেড়ে নেয়ার কথা ভুলে যাবে। কারণ মানুষ ইতিহাস থেকেও শিক্ষা নিয়ে থাকে। কবিতা ভালো লাগলো কালি। নিরন্তর শুভ কামনা রইলো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৫

কলমের কালি শেষ বলেছেন: বিশ্লেষনধর্মী মন্তব্যে অনেক ভাললাগা বিদ্রোহী বাঙালি ভাই ।

ভালথাকা হোক সবসময় । :)

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫১

হাসান মাহবুব বলেছেন: বাংলায় খোঁজে উম- ওম হবে শব্দটা। কবিতা মোটামুটি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১১

কলমের কালি শেষ বলেছেন: বাংলা অভিধানে দুটোই শুদ্ধ দেখাচ্ছে । :)

অসংখ্য ধন্যবাদ ভুল ধরিয়ে দেওয়ার প্রয়াসে হামা ভাই ।

পাঠে এবং মোটামুটি লাগার মন্তব্যে অনেক ভাললাগা ।

শুভ কামনা সবসময় । :)

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৮

সালমান মাহফুজ বলেছেন: কিন্তু তারা কি জানতো ?
বাংলা ছিল বাঙালির প্রাণ
বাংলায় নেয় বাঙালি ঘ্রাণ ।
--- তার জানতনা । তবে একদিন সত্যিই খুব ভালো করে জেনেছিল ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০০

কলমের কালি শেষ বলেছেন: তবে একদিন সত্যিই খুব ভালো করে জেনেছিল । B-) B-)

কবিতা পাঠে এবং ভাললাগার মন্তব্যে অসংখ্য ধন্যবাদ সালমান মাহফুজ ভাই ।

ভাল থাকুন । :)

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

সুমন কর বলেছেন: কবিতায় ৪র্থ ভাল লাগা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০২

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে অনেক ভাল লাগলো সুমন কর ভাই ।

ভাল থাকবেন । :)

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কবিতায় ভাল লাগা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৫

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার মন্তব্যে অনেক ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায় ভাই ।

ভাল থাকুন । :)

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

দীপংকর চন্দ বলেছেন: বাঙালি দিয়েছে উদাহরণ

ভালো লাগা প্রত্যয়ী কবিতায়।

অনিঃশেষ শুভকামনা জানবেন ভাই।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১০

কলমের কালি শেষ বলেছেন: বাঙালি দিয়েছে উদাহরণ B-) B-)

সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা দীপংকর চন্দ ভাই ।

ভাল থাকবেন অনিঃশেষ । :)

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০২

এহসান সাবির বলেছেন: দারুন।

ভালো লাগা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১২

কলমের কালি শেষ বলেছেন: দারুণ মন্তব্যে অনেক ভাললাগা এহসান সাবির ভাই ।

ভাল থাকুন । :)

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার কবিতায় মাতৃভাষার প্রতি ভালোবাসা ভাস্বর হয়ে উঠেছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৯

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার মন্তব্যে অনেক ভাললাগা রেজওয়ানা আলী তনিমা ।

শুভ কামনা সবসময় । :)

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৭

নাসরিন চৌধুরী বলেছেন: বেশ আবেগ দিয়ে লিখেছেন কবিতাটি।
তাই কোন ভুল চোখে পড়লেও ধরবোনা ।

আমাদের ভাষা টিকে থাকুক আমাদের মননে-মগজে । শ্রদ্ধা সকল ভাষা শহীদদের প্রতি। ভাল থাকুন কবি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৪

কলমের কালি শেষ বলেছেন: আমাদের ভাষা টিকে থাকুক আমাদের মননে-মগজে । শ্রদ্ধা সকল ভাষা শহীদদের প্রতি।

আমি কবি নই,
''কবি'' শব্দের আছে অনেক বড় আকাশ । সেই আকাশ আমার নেই । সেই আকাশের মালিক হওয়া নয়তো অত সহজ ।

আমি অতি নগণ্য, অল্পতে হই ধন্য ।

শুভ কামনা রইল । :)

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

এম এম করিম বলেছেন: ভালো লাগলো।

+++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৮

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার মন্তব্যে অনেক ভাললাগা এম এম করিম ভাই ।

ভাল থাকুন । :)

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৮

আরজু পনি বলেছেন:

কবিতাটা পড়তে পড়তে "আমি বাংলায় গান গাই..." গানটির কথা মনে পড়ে যাচ্ছিল।

ভালো লাগা রইল ।।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৯

কলমের কালি শেষ বলেছেন: গানটা অসাধারণ ভালো লাগে আমার । কবিতা পড়তে পড়তে আপনার সেই গানটার কথা মনে পড়েছে জেনে আমার খুব ভাল লাগলো ।

অসংখ্য ধন্যবাদ আরজুপনি আপু ।

ভাল থাকুন সবসময় । :)

১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৯

জাফরুল মবীন বলেছেন: অসাধারণ সুন্দর কবিতা!

অভিনন্দন ও শুভকামনা জানবেন ভাই কলমের কালি শেষ।

৬ষ্ঠ লাইকটি আমার। :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৩

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা মবীন ভাই ।

শুভ কামনা সবসময় । :)

১৮| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৪:১২

শায়মা বলেছেন: গান হলে আরও সুন্দর হবে।

০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৪:৩০

কলমের কালি শেষ বলেছেন: :)

টেনশনে ফেলে দিয়েছ ! এইবার মিউজিক ডিরেক্টর কই পাবো ! :P :P :P

সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা শায়মা আপু ।

ভাল থাকুন । :)

১৯| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:০৫

মহান অতন্দ্র বলেছেন: ভাল লাগলো কবিতা। কবি ও কবিতার জন্য শুভ কামনা ।

০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৪:৩২

কলমের কালি শেষ বলেছেন: শুভ কামনা সাদরে গৃহিত হলো ।

ভাললাগার মন্তব্যে অনেক ভাল লাগলো মহান অতন্দ্র ।

ভাল থাকবেন । :)

২০| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ৯:৩৪

ইকরাম উল হক বলেছেন:


যে সব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণি,সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি


কবিতাটা দারুন লাগলো

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১০:২২

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা ইকরাম উল হক ।

ভাল থাকুন । :)

২১| ০৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৫৭

জুন বলেছেন: বাঙালির ভালবাসার সাথে
তারা হেরেছিল নিষ্ঠুরভাবে

সত্যি তারা হেরেছিল ককাশে ।
সুন্দর কবিতায়
+৭

০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৮

কলমের কালি শেষ বলেছেন: B-) B-) B-)

সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা জুন আপু ।

সুন্দর থাকুন সাথে ভাল । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.